বিনোদন ডেস্ক : দীপিকা পাডুকোন বলিউডের
সেরা অভিনেত্রী। অভিনয়, আবেদনময় উপস্থাপন
তাকে নিয়ে গেছে জনপ্রিয়তার শীর্ষে।
তাকে বলিউডের সফলতম অভিনেত্রীদের একজন
ধরা হয়। তবে এই প্রতিযোগিতাপূর্ণ চলচ্চিত্র
জগতে সফলতাকে ধরে রাখা কিন্তু মুখের কথা নয়।
তবে এই অভিনেত্রীর রূপ-সৌন্দর্যই কি সফলতার
একমাত্র কারণ? চলুন তবে জেনে নেই দীপিকার এই
সফলতার পেছনের গোপন রহস্য।
ভিন্নধর্মী সিনেমা
এই রূপসী রমণী তার প্রতিটি সিনেমায়
ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করেছেন। আর তার এই
সফলতার পেছনে বাণিজ্যিক সিনেমায় ভিন্নতাকেই
মুল কারণ হিসেবে দেখা হয়। প্রতিটি সিনেমায়
অভিনয় দক্ষতা দিয়ে ভক্তদের দৃষ্টি কাড়তে সক্ষম
হয়েছেন। আর তিনি একমাত্র নায়িকা যিনি এক
বছরে তিনটি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার
দিয়েছেন। চেন্নাই এক্সপ্রেস থেকে শুরু
করে ইমতিয়াজ আলির লাভ আজকাল
প্রতিটি সিনেমাতেই এই অভিনেত্রীর সপ্রতিভ
উপস্থিতি চোখে পড়ার মতো। মুক্তির অপেক্ষায়
থাকা হোমি আদাজানিয়ার ‘ফাইন্ডিং ফ্যানি’
সিনেমার প্রোমোটি মুক্তির পরেই ঝড় তুলতে সক্ষম
হয় জানা যায়, প্রোমোটি মুক্তির ২২ ঘণ্টার
মধ্যে ১ মিলিয়ন হিট পরে। আসা করাই
যাচ্ছে দীপিকার এই সিনেমাটিও ব্লকবাস্টার
হিট হতে যাচ্ছে।
নামিদামি পরিচালকদের প্রথম পছন্দ
দীপিকা পাডুকোন
বলিউডের জনপ্রিয় পরিচালক ফারাহ খানের
পরিচালনায় শাহরুখ খানের বিপরীতে ‘ওম
শান্তি ওম’ সিনেমা দিয়ে বলিউদে পা রাখেন
দীপিকা পাডুকোন।এরপরের কথা সকলেরই জানা।
দীপিকা ইমতিয়াজ আলীর তামাশা সিনেমাতে কাজ
করার সুযোগ পান। একে একে সঞ্জয়
লীলা বানশালির রামলীলা, রোহিত শেঠীর
চেন্নাই এক্সপ্রেস আর এখন এই অভিনেত্রী ব্যস্ত
হমি আদাজানিয়ার ফাইন্ডিং ফ্যানি নিয়ে।
দায়িত্ববোধ
দীপিকা পাডুকোন কথা দিয়ে কথা রাখতে জানেন।
আর প্রতিটি সিনেমায় সে তার শতভাগ দেয়ার
চেষ্টাই করে থাকেন। তিনি এখন ব্যস্ত তামাশা,
পিকু এবং বাজিরাও মাস্তানি সিনেমা নিয়ে।
তবে শোনা যাচ্ছে দেশের বাইরে থাকলেও যখনই
দেশে আসেন যতটুকু সময়ের জন্য থাকেন
শুটিংয়ে নিজেকে ব্যস্ত রাখেন। প্রতিদিন এই
অভিনেত্রী ১৭ থেকে ১৮ ঘণ্টা কাজ করে থাকেন।
খুব সম্প্রতি এই অভিনেত্রী তামাশা সিনেমার
শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন তাই এখন আগের তুলনায়
বেশী সময় কাজ করে সব কিছু গুছিয়ে আনছেন।
আন্তর্জাতিক ভক্ত
সম্প্রতি দীপিকা পাডুকোন দেশের
বাইরে পুরো পরিবারের সাথে বেড়াতে গেলে এই
অভিনেত্রী প্রথম বারের
মতো উপলব্ধি করতে পারেন যে তিনি কেবল
ইন্ডিয়াতেই নয় পুরো বিশ্বে জনপ্রিয়। শুধু তাই নয়
বেশ কয়েকবার দেশের বাইরে গেলে কেবল
ইন্ডিয়ান প্রবাসিরাই নন যারা দীপিকার
সাথে ছবি বা অটোগ্রাফ নিতে হাজির হন আই
তালিকায় রয়েছে আফ্রিকান, চাইনিজ, আমেরিকান,
কোরিয়ান এবং জার্মানি ভক্তরা। এখান থেকেই
বোঝা যাচ্ছে দীপিকার জনপ্রিয়তা কেবল দেশের
গন্ডিতেই সীমাবদ্ধ নয়।
সেরা অভিনেত্রী। অভিনয়, আবেদনময় উপস্থাপন
তাকে নিয়ে গেছে জনপ্রিয়তার শীর্ষে।
তাকে বলিউডের সফলতম অভিনেত্রীদের একজন
ধরা হয়। তবে এই প্রতিযোগিতাপূর্ণ চলচ্চিত্র
জগতে সফলতাকে ধরে রাখা কিন্তু মুখের কথা নয়।
তবে এই অভিনেত্রীর রূপ-সৌন্দর্যই কি সফলতার
একমাত্র কারণ? চলুন তবে জেনে নেই দীপিকার এই
সফলতার পেছনের গোপন রহস্য।
ভিন্নধর্মী সিনেমা
এই রূপসী রমণী তার প্রতিটি সিনেমায়
ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করেছেন। আর তার এই
সফলতার পেছনে বাণিজ্যিক সিনেমায় ভিন্নতাকেই
মুল কারণ হিসেবে দেখা হয়। প্রতিটি সিনেমায়
অভিনয় দক্ষতা দিয়ে ভক্তদের দৃষ্টি কাড়তে সক্ষম
হয়েছেন। আর তিনি একমাত্র নায়িকা যিনি এক
বছরে তিনটি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার
দিয়েছেন। চেন্নাই এক্সপ্রেস থেকে শুরু
করে ইমতিয়াজ আলির লাভ আজকাল
প্রতিটি সিনেমাতেই এই অভিনেত্রীর সপ্রতিভ
উপস্থিতি চোখে পড়ার মতো। মুক্তির অপেক্ষায়
থাকা হোমি আদাজানিয়ার ‘ফাইন্ডিং ফ্যানি’
সিনেমার প্রোমোটি মুক্তির পরেই ঝড় তুলতে সক্ষম
হয় জানা যায়, প্রোমোটি মুক্তির ২২ ঘণ্টার
মধ্যে ১ মিলিয়ন হিট পরে। আসা করাই
যাচ্ছে দীপিকার এই সিনেমাটিও ব্লকবাস্টার
হিট হতে যাচ্ছে।
নামিদামি পরিচালকদের প্রথম পছন্দ
দীপিকা পাডুকোন
বলিউডের জনপ্রিয় পরিচালক ফারাহ খানের
পরিচালনায় শাহরুখ খানের বিপরীতে ‘ওম
শান্তি ওম’ সিনেমা দিয়ে বলিউদে পা রাখেন
দীপিকা পাডুকোন।এরপরের কথা সকলেরই জানা।
দীপিকা ইমতিয়াজ আলীর তামাশা সিনেমাতে কাজ
করার সুযোগ পান। একে একে সঞ্জয়
লীলা বানশালির রামলীলা, রোহিত শেঠীর
চেন্নাই এক্সপ্রেস আর এখন এই অভিনেত্রী ব্যস্ত
হমি আদাজানিয়ার ফাইন্ডিং ফ্যানি নিয়ে।
দায়িত্ববোধ
দীপিকা পাডুকোন কথা দিয়ে কথা রাখতে জানেন।
আর প্রতিটি সিনেমায় সে তার শতভাগ দেয়ার
চেষ্টাই করে থাকেন। তিনি এখন ব্যস্ত তামাশা,
পিকু এবং বাজিরাও মাস্তানি সিনেমা নিয়ে।
তবে শোনা যাচ্ছে দেশের বাইরে থাকলেও যখনই
দেশে আসেন যতটুকু সময়ের জন্য থাকেন
শুটিংয়ে নিজেকে ব্যস্ত রাখেন। প্রতিদিন এই
অভিনেত্রী ১৭ থেকে ১৮ ঘণ্টা কাজ করে থাকেন।
খুব সম্প্রতি এই অভিনেত্রী তামাশা সিনেমার
শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন তাই এখন আগের তুলনায়
বেশী সময় কাজ করে সব কিছু গুছিয়ে আনছেন।
আন্তর্জাতিক ভক্ত
সম্প্রতি দীপিকা পাডুকোন দেশের
বাইরে পুরো পরিবারের সাথে বেড়াতে গেলে এই
অভিনেত্রী প্রথম বারের
মতো উপলব্ধি করতে পারেন যে তিনি কেবল
ইন্ডিয়াতেই নয় পুরো বিশ্বে জনপ্রিয়। শুধু তাই নয়
বেশ কয়েকবার দেশের বাইরে গেলে কেবল
ইন্ডিয়ান প্রবাসিরাই নন যারা দীপিকার
সাথে ছবি বা অটোগ্রাফ নিতে হাজির হন আই
তালিকায় রয়েছে আফ্রিকান, চাইনিজ, আমেরিকান,
কোরিয়ান এবং জার্মানি ভক্তরা। এখান থেকেই
বোঝা যাচ্ছে দীপিকার জনপ্রিয়তা কেবল দেশের
গন্ডিতেই সীমাবদ্ধ নয়।
posted from Bloggeroid
No comments:
Post a Comment