আর্ন্তজাতিক ডেস্ক : কানাডার
পার্লামেন্টে হামলাকারী সম্ভবত
ইসলামি সন্ত্রাসবাদী, দাবি মার্কিন
গোয়েন্দা সূত্রের
আন্তর্জাতিক ডেস্ক : কানাডার
পার্লামেন্টে হামলাকারী ইসলামী সন্ত্রাসবাদী বলে দাবি করেছে মার্কিন
গোয়েন্দা সংস্থা।
হামলাকারী বন্দুকধারীকে চিহ্নিত
করা গেছে বলেও দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের।
যদিও এ নিয়ে এখনো মুখ খোলেনি কানাডার
প্রশাসন। বুধবারের ওই হামলায় মারা যায় এক
সেনাকর্মী। পরে নিরাপত্তা কর্মীদের
গুলিতে মারা যায় ওই বন্দুকধারী।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, বুধবার
কানাডার ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে প্রথম
হামলা চালায় অজ্ঞাত পরিচয় বন্দুকধারী।
প্রথমে হামলাকারীর গুলিতে লুটিয়ে পড়েন এক এক
সেনাকর্মী। এরপর
হামলাকারী একটি গাড়ি ছিনিয়ে নিয়ে রওনা হন
পার্লামেন্টের মূল ভবনের দিকে।
সেসময় পার্লামেন্টে বক্তব্য রাখছিলেন কানাডার
প্রধানমন্ত্রী স্টিফেন হারপার। হঠাৎ শুরু
হয়ে যায় গুলির লড়াই। গুলির লড়াইয়ের মাঝেই
প্রধানমন্ত্রী হারপারকে নিরাপদে বের
করে আনেন নিরাপত্তারক্ষীরা।
হামলার সময় পার্লামেন্টের ভেতর ও
বাইরে ঝাঁকে ঝাঁকে গুলি চলে বলে দাবি করেছেন
প্রত্যক্ষদর্শীদের অনেকে।
পরে নিরাপত্তাকর্মীদের
পাল্টা গুলিতে মারা যায় ওই বন্দুকধারী।
প্রাথমিকভাবে এ নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও
পরে একজন বন্দুকধারী ছিল বলে নিশ্চিত হন
নিরাপত্তারক্ষীরা।
মার্কিন গোয়েন্দা সূত্রের দাবি, মাইকেল জিহাফ
বিবু নামে বত্রিশ বছরের এক ব্যক্তিই ওই
হামলা চালিয়েছে। সম্প্রতি ওই
ব্যক্তি ধর্মান্তরিত হয়েছিল বলেও দাবি করেছেন
ওই গোয়েন্দারা।
যদিও কানাডা প্রশাসনের তরফে এর
সত্যতা এখনো স্বীকার করা হয়নি। সোমবার কুইবেক
প্রদেশে এক ইসলামী সন্ত্রাসবাদীর হামলায়
কানাডার দুই সেনার মৃত্যু হয়। সেক্ষেত্রেও
হামলাকারী এক ধর্মান্তরিত ইসলামী জঙ্গি ছিল।
বুধবার পার্লামেন্টে হামলাতেও সেই একই ঘটনার
ছায়া দেখতে পাচ্ছেন মার্কিন গোয়েন্দারা।
পার্লামেন্টে হামলাকারী সম্ভবত
ইসলামি সন্ত্রাসবাদী, দাবি মার্কিন
গোয়েন্দা সূত্রের
আন্তর্জাতিক ডেস্ক : কানাডার
পার্লামেন্টে হামলাকারী ইসলামী সন্ত্রাসবাদী বলে দাবি করেছে মার্কিন
গোয়েন্দা সংস্থা।
হামলাকারী বন্দুকধারীকে চিহ্নিত
করা গেছে বলেও দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের।
যদিও এ নিয়ে এখনো মুখ খোলেনি কানাডার
প্রশাসন। বুধবারের ওই হামলায় মারা যায় এক
সেনাকর্মী। পরে নিরাপত্তা কর্মীদের
গুলিতে মারা যায় ওই বন্দুকধারী।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, বুধবার
কানাডার ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে প্রথম
হামলা চালায় অজ্ঞাত পরিচয় বন্দুকধারী।
প্রথমে হামলাকারীর গুলিতে লুটিয়ে পড়েন এক এক
সেনাকর্মী। এরপর
হামলাকারী একটি গাড়ি ছিনিয়ে নিয়ে রওনা হন
পার্লামেন্টের মূল ভবনের দিকে।
সেসময় পার্লামেন্টে বক্তব্য রাখছিলেন কানাডার
প্রধানমন্ত্রী স্টিফেন হারপার। হঠাৎ শুরু
হয়ে যায় গুলির লড়াই। গুলির লড়াইয়ের মাঝেই
প্রধানমন্ত্রী হারপারকে নিরাপদে বের
করে আনেন নিরাপত্তারক্ষীরা।
হামলার সময় পার্লামেন্টের ভেতর ও
বাইরে ঝাঁকে ঝাঁকে গুলি চলে বলে দাবি করেছেন
প্রত্যক্ষদর্শীদের অনেকে।
পরে নিরাপত্তাকর্মীদের
পাল্টা গুলিতে মারা যায় ওই বন্দুকধারী।
প্রাথমিকভাবে এ নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও
পরে একজন বন্দুকধারী ছিল বলে নিশ্চিত হন
নিরাপত্তারক্ষীরা।
মার্কিন গোয়েন্দা সূত্রের দাবি, মাইকেল জিহাফ
বিবু নামে বত্রিশ বছরের এক ব্যক্তিই ওই
হামলা চালিয়েছে। সম্প্রতি ওই
ব্যক্তি ধর্মান্তরিত হয়েছিল বলেও দাবি করেছেন
ওই গোয়েন্দারা।
যদিও কানাডা প্রশাসনের তরফে এর
সত্যতা এখনো স্বীকার করা হয়নি। সোমবার কুইবেক
প্রদেশে এক ইসলামী সন্ত্রাসবাদীর হামলায়
কানাডার দুই সেনার মৃত্যু হয়। সেক্ষেত্রেও
হামলাকারী এক ধর্মান্তরিত ইসলামী জঙ্গি ছিল।
বুধবার পার্লামেন্টে হামলাতেও সেই একই ঘটনার
ছায়া দেখতে পাচ্ছেন মার্কিন গোয়েন্দারা।
No comments:
Post a Comment