Headlines



gazitv2

w41j

gazitv

Thursday, October 30, 2014

কৃষিভিত্তিক শিল্পে ২.৫ কোটি টাকা বিনিয়োগ

অর্থ ও ব্যবসা :
কৃষিভিত্তিক শিল্পে ২.৫
কোটি টাকা বিনিয়োগ
কৃষিভিত্তিক শিল্পে প্রায় আড়াই হাজার
কোটি টাকা বিনিয়োগ করতে চায় দেশি-
বিদেশি ২১টি প্রতিষ্ঠান। বিনিয়োগ বোর্ডের
কাছে এ প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানগুলো।
নিবন্ধন শেষে আগামী বছরের অক্টোবরের মধ্যে,
তাদের উৎপাদন কাজ শুরু
হবে বলে আশা করছে বিনিয়োগ বোর্ড।
বাজার ব্যবস্থা ও সংরক্ষণের অভাবে প্রায়ই
উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পান না কৃষকেরা।
এতে আর্থিকভাবে ক্ষতির মুখেও পড়তে হয় তাদের।
বিশেষজ্ঞদের মতে, কৃষিভিত্তিক শিল্প
গড়ে তোলা গেলে কৃষকরা যেমন ন্যায্য দাম পাবেন
তেমনি দেশের বাইরেও
রপ্তানি করা যাবে কৃষিপণ্য।
তবে দেশের কৃষিভিত্তিক শিল্পের
সম্ভাবনা থাকায় এ খাতে এই প্রথম বড় অংকের
বিনিয়োগ প্রস্তাব
দিয়েছে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান।
তিনি জানান, সরাসরি ও যৌথভিত্তিতে বিনিয়োগ
করবে এ প্রতিষ্ঠানগুলো। আগামী ডিসেম্বর নাগাদ
প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন কাজ শেষ হবে।
আগামী বছরের অক্টোবরে এ
প্রতিষ্ঠানগুলো উৎপাদনে যেতে পারে আশা করছে বি
নিয়োগ বোর্ড।
অঞ্চলভিত্তিক সম্ভবনাময় পণ্য বাছাই
করে প্রতিষ্ঠানগুলো শিল্প স্থাপন
করবে বলে জানিয়েছে বিনিয়োগ বোর্ড।

No comments: