আজ রংপুরের পীরগঞ্জে মাদক
সম্রাজ্ঞী রাশেদাকে দু’ই কেজি ছয়শ গ্রাম
গাঁজাসহ পুলিশ গ্রেফতার করেছে ।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে,
দীর্ঘদিন ধরে রামনাথপুর ইউনিয়নের
বড়করিমপুর গ্রামের নজরুলের
স্ত্রী রাশেদা বেগম গাজা ও দেশীয়
চোলাই মদ বিক্রি করে আসছে।
এলাকার উঠতি বয়সে যুবক, বয়স্করা পর্যন্ত
সহজে এই গাজা হাতের কাছে পাবার
সুবাদে ধীরেধীরে গাজাসেবনেআসক্ত
হয়ে পড়ছে। গোপন সংবাদের
ভিত্তিতে পুলিশ গতকাল রবিবার ভোরে দু’ই
কেজি ছয়শ গ্রাম গাঁজাসহ
রাশেদাকে গ্রেফতার করে থানায়
নিয়ে আসে।
এ সময় নজরুল পুলিশের উপস্থিতি টের
পেয়ে পালিয়ে যায়। এদিকে, পৃথক
অভিযানে ইয়াবাসহ মদনখালী ইউপি কার্যালয়ের
মাঠ থেকে ঠাকুরদাস লক্ষীপুর গ্রামের মৃত
আইয়ুব আলী’র
ছেলে ওয়াহাবকে গ্রেফতার করে রংপুর
জেল হাজতে প্রেরন করে।
উল্লেখ্য এ সময় রাশেদার সাথে তার
সম্রাজ্ঞী রাশেদাকে দু’ই কেজি ছয়শ গ্রাম
গাঁজাসহ পুলিশ গ্রেফতার করেছে ।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে,
দীর্ঘদিন ধরে রামনাথপুর ইউনিয়নের
বড়করিমপুর গ্রামের নজরুলের
স্ত্রী রাশেদা বেগম গাজা ও দেশীয়
চোলাই মদ বিক্রি করে আসছে।
এলাকার উঠতি বয়সে যুবক, বয়স্করা পর্যন্ত
সহজে এই গাজা হাতের কাছে পাবার
সুবাদে ধীরেধীরে গাজাসেবনেআসক্ত
হয়ে পড়ছে। গোপন সংবাদের
ভিত্তিতে পুলিশ গতকাল রবিবার ভোরে দু’ই
কেজি ছয়শ গ্রাম গাঁজাসহ
রাশেদাকে গ্রেফতার করে থানায়
নিয়ে আসে।
এ সময় নজরুল পুলিশের উপস্থিতি টের
পেয়ে পালিয়ে যায়। এদিকে, পৃথক
অভিযানে ইয়াবাসহ মদনখালী ইউপি কার্যালয়ের
মাঠ থেকে ঠাকুরদাস লক্ষীপুর গ্রামের মৃত
আইয়ুব আলী’র
ছেলে ওয়াহাবকে গ্রেফতার করে রংপুর
জেল হাজতে প্রেরন করে।
উল্লেখ্য এ সময় রাশেদার সাথে তার
No comments:
Post a Comment