Headlines



gazitv2

w41j

gazitv

Saturday, November 1, 2014

ফিরছে বিদ্যুৎ

ঢাকা: টানা আট ঘণ্টারও বেশি সময়
অন্ধকারে থাকার পর ক্রমে বিদ্যুৎ
ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরছে। বিদ্যুৎ
উন্নয়ব বোর্ড (পিডিবি) ও আমাদের স্থানীয়
প্রতিনিধিদের দেয়া খবরে এমন তথ্যই মিলছে।
রাত ১০টা দিকে ঢাকার অধিকাংশ এলাকায়।
আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিহ
জানিয়েছেন, আশুগঞ্জ পাওয়ার স্টেশনের
১২টি ইউনিটের মধ্যে ৫টা ইউনিট আংশিক
উৎপাদন শুরু করেছে। কোনোটিতে শতভাগ
উৎপাদন সম্ভব হচ্ছে না। এর
মধ্যে তিনটি রয়েছে রেন্টাল।
অপর দিকে চট্টগ্রামে মেডিকেল কলেজ
হাসপাতালসহ ৪০ শতাংশ এলাকায় বিদ্যুৎ
সংযোগ প্রতিষ্ঠিত হয়েছে।
এছাড়া, ময়মনসিংহ, কুমিল্লা, কক্সবাজার,
সিলেট, পাবনা ও বরিশালের কিছু এলাকায়
সংযোগ দিতে পেরেছে কর্তৃপক্ষ।
নোয়াখালীতে সন্ধ্যা ৭টার দিকে বিদ্যুৎ এলেও
পৌনে ১ ঘণ্টা পরই চলে যায়।
আর রাজধানীতে রাত ১০টা নাগাদ আংশিক
সংযোগ প্রতিষ্ঠা করা সম্ভব হতে পারে।
প্রথমে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সরবরাহ
দেয়ার চেষ্টা করা হবে।
এদিকে সারা দেশে বিদ্যুৎ বিপর্যয়ের
কারণে জাতীয় গ্রিডে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। ফলে অনেক
এলাকাতেই গ্যাসের চাপ কমে গেছে।

No comments: