Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, November 23, 2014

ভবিষ্যতে মানুষ ‘ইন্না লিল্লাহি’ পড়ারও সুযোগ পাবে না: খালেদা

ক্ষমতাসীনদের খুন-গুমের
কারণে ভবিষ্যতে মানুষ ‘ইন্না লিল্লাহি’ পড়ারও
সুযোগ পাবে না বলে মন্তব্য করেছেন
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
তিনি বলেন, ‘এ সরকার ড্রাকুলার মতো রক্তের
নেশায় উন্মাদ হয়ে গেছে। কিন্তু গুম-খুন
করে কেউ ক্ষমতায় টিকতে পারেনি,
আওয়ামী লীগও পারবে না। আর
পরিণতি হবে ভয়াবহ।’
এসময় বিএনপির চেয়ারপারসন বেগম
খালেদা জিয়া আরও বলেন, ছাত্রলীগ-যুবলীগ
সস্ত্রাসের রাজত্ব কায়েম করছে।
বিশ্ববিদ্যালয়গুলো এখন সন্ত্রাসের
অভয়ারণ্যে পরিণত হয়েছে। ছাত্র-শিক্ষক কেউ
নিরাপদ নয়।
তিনি বলেন, সরকার গুম-খুনের নীতিতে দেশ
চালাচ্ছে। নেতাকর্মীদের উদ্দশে তিনি বলেন,
আপনারা সতর্কভাবে চল-ফেরার করবেন। গুম-খুন
করে কেউ ক্ষমতায় টিকতে পারেনি,
আওয়ামী লীগও পারবে না। এর
পরিণতি হবে করুণ। খালেদা জিয়া বলেন,
আওয়ামী লীগকে বেঈমান, নরপিশাচ।
ক্ষমতাসীনদের খুন-গুমের
কারণে ভবিষ্যতে মানুষ ‘ইন্না লিল্লাহি’ পড়ারও
সুযোগ পাবে না উল্লেখ করে তিনি বলেন,
আল্লাহ বেঈমানদের বাড়তে দিচ্ছে, কিন্তু
এদের সময় ঘনিয়ে এসেছে। আল্লাহ
দেখতেছে এদেরকে সুযোগ
দিলে তারা মানুষের রক্ত চুষে খাবে।
এরা ড্রাকুলারের মতো রক্তের পিপাসায়
মেতে উঠেছে।
রোববার রাতে নিজের রাজনৈতিক কার্যালয়ে বিগত
আন্দোলনে নিহত গফরগাঁও পৌর ছাত্রদলের সাধারণ
সম্পাদক ইবনে আজাদ কমলের
পরিবারকে সমবেদনা এবং আর্থিক সাহায্য প্রদান
অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

No comments: