Headlines



gazitv2

w41j

gazitv

Thursday, November 27, 2014

জেনে নিন , ছেলেদের চুল পড়া রোধে ৬টি যত্ন !

নিউজ ডেস্ক : কর্মব্যস্ত পুরুষদের উচিৎ সবসময়
শরীরের পাশাপাশি চুলগুলোরও যত্ন নেওয়া।
কারণ পুরুষদের অনেক সময়
ধরে বাইরে থাকতে হয় এবং বাইরের ধুলো-বালি,
রোদ চুলের অনেক ক্ষতি করে।
এবং এতকিছুর পর সঠিক যত্নের অভাবে চুল
পড়তে শুরু করে এবং ব্যক্তিত্বের সৌন্দর্যটাই
মাটি হয়ে যায়। তাই শত ব্যস্ততার ফাঁকে সময়
করে হলেও চুলের যত্ন নেয়া খুব জরুরী।
জেনে নিন পুরুষের চুল
পড়া রোধে যে ৬টি যত্ন নেওয়া জরুরি।
১। সপ্তাহে একদিন গরম খাঁটি নারিকেল তেলের
সঙ্গে ভিটামিন “ই” ক্যাপসুল মিশিয়ে চুলে ম্যাসেজ
করতে পারেন। (ক্যাপসুল
ফুটো করে ভেতরের নির্যাস বের
করে নেবেন)
২। চায়ের লিকার খুব ভালো কন্ডিশনারের কাজ
করে। পরিষ্কার
পানিতে চা ফুটিয়ে ছেঁকে নিয়ে তা ব্যবহার করুন
শ্যাম্পু করার পর। ১০-১৫ মিনিট
রেখে ধুয়ে ফেলুন।
৩। মাসে ২ বার ডিমের সাথে লেবুর রস
মিশিয়ে মাথায় ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
এতে চুল হবে সুন্দর ও মসৃণ।
৪। চুল যেমনই হোক তেল ম্যাসেজ চুলের
জন্য খুব উপকারী। সপ্তাহে ২ দিন তেল
ম্যাসেজ করে, একটি তোয়ালে গরম
পানিতে ভিজিয়ে চিপে পানি ফেলে নিন তারপর
মাথায় গরম তোয়ালে পেঁচিয়ে রাখুন।
৫। আপনার ব্যবহার করা চিরুনি অন্যকে ব্যবহার
করতে দেবেন না। চিরুনি সবসময় পরিষ্কার রাখুন।
৬। হেয়ার স্প্রে, জেল খুব বেশি ব্যবহার না করাই
ভালো।

No comments: