Headlines



gazitv2

w41j

gazitv

Monday, December 29, 2014

এবার ভিডিও দেখা যাবে ফেসবুকে!

প্রযুক্তি ডেস্ক : ইউটিউবের
সঙ্গে পাল্লা দিতে এবার ভিডিও
অপশন আনতে যাচ্ছে ফেসবুক।
মানে হচ্ছে- ইউটিউবের মতো এবার
ফেসবুকেও আনলিমিটেড ভিডিও
দেখা যাবে। নিজের
অ্যাকাউন্টে আপলোডও করা যাবে।
ফেসবুক পরীক্ষামূলকভাবে এই ভিডিও
অপশন চারু করেছে। কিছু
পেজকে তারা বড় ফ্রেমে ভিডিও
হাইলাইট করার সুবিধা দিচ্ছে।
নতুন এ সুবিধায় ভিডিও গুলির
তালিকা দেখা যাবে। লাইক, কমেন্ট
অপশন থাকবে। একটি ভিডিও দেখার
পর তার সঙ্গে সম্পর্কযুক্ত অন্য
ভিডিওগুলোও দেখা যাবে।
তবে সমালোচকরা বলছেন, ইউটিউবের
জায়গা ফেসবুক কখনোই দখল
করতে পারবে না।

No comments: