Headlines



gazitv2

w41j

gazitv

Saturday, April 25, 2015

নেপালে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

নেপালে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

শনিবার এপ্রিল ২৫, ২০১৫, ০৪:৩৯ পিএম.

নেপালে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু
বিডিলাইভ ডেস্ক: নেপালে ভূমিকম্পে বহু হতাহত হলেও এখনো পর্যন্ত কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কারও  ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেলে অতিদ্রুত কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে জানাতে অনুরোধ করেছে দূতাবাস।

বাংলাদেশিদের সহায়তা কয়েকটি হেল্পলাইনও খুলেছে নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

হেল্পলাইন নম্বরগুলো হলো-  মাশফি বিনতে শামস (রাষ্ট্রদূত) +9779851039352, শামীমা চৌধুরী (প্রথম সচিব) +9779808765071, খান
মোহাম্মদ মঈনুল হোসেন +9779808184014।

শনিবার দুপুরে ভূমিকম্পের পরপরই এ হেল্পলাইন খোলা হয় বলে বাংলানিউজকে জানান রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস।

এর আগে শনিবার দুপুর ১২ টা ১৩ মিনিট থেকে দুপুর সোয়া একটা পর্যন্ত এক ঘণ্টার ব্যবধানে পাঁচ দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশ, ভারত ও নেপালে। সবক’টি ভূমিকম্পেরই উৎপত্তিস্থল ছিলো নেপাল।

ইউএসজিএ জানায়, প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় বাংলাদেশ সময় বেলা ১২টা ১৩ মিনিটে। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো নেপালের পোখরায়। সেখানে রিখটার স্কেলে মাত্রা ছিলো ৭.৯। বাংলাদেশে তা অনুভূত হয় ৭.৫ মাত্রায়। একই মাত্রায় ভারতকে কাঁপিয়ে তোলে ওই প্রথম ভূমিকম্পটি।

এক ঘণ্টার ব্যবধানে পাঁচ দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে ঢাকাসহ সারা দেশে। যা একযোগে কাঁপিয়েছে ভারত ও নেপালকেও। সবকটি ভূমিকম্পেরই উৎপত্তিস্থল ছিলো নেপাল।

এ ভূমিকম্পে নেপালে শতাধিক নিহতসহ জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

No comments: