অস্বাভাবিকভাবে দুলে উঠে পুকুর-নদীর পানি
রবিবার এপ্রিল ২৬, ২০১৫, ০২:৩১ এএম.
বিডিলাইভ রিপোর্ট: কোথাও
দু’দফা, কোথাও দফায় দফায় কেঁপে উঠেছে ভূমি। হালকা থেকে প্রবল মাত্রার সে
কম্পন। কিছু বুঝে ওঠার আগেই দুলতে থাকে ঘরের ফ্যানসহ ঝুলন্ত সবকিছুই। দুলতে
থাকে পুকুর নদীর পানি। নড়তে থাকে ঘরের আসবাবপত্র। ভয়ে আতঙ্কে উঁচু দালান
থেকে দ্রুত নেমে আসে মানুষ। এসময় অনেক স্থানে হতাহতের ঘটনা ঘটে।
শনিবার বেলা ১২টা ১১মিনিট থেকে ১৪ মিনিট পর্যন্ত সারাদেশে ভূকম্পন অনুভূত হয়। কখনও মৃদু কখনও প্রবলভাবে কেঁপে ওঠে সবকিছু।
ভূমিকম্পের
শুরুতেই পাল্টে যায় নদী আর পুকুরের স্বাভাবিক পরিস্থিতি। পানিতে ওঠে
অস্বাভাবিক ঢেউ। এপার থেকে ওপারে পানি দুলতে থাকে। নদী, খাল, পুকুর এমনকি
রাস্তার পাশের ছোট খানাখোন্দায় জমে থাকা পানিও আন্দোলিত হতে থাকে।
জলাশয়গুলোর পানিতে তৈরি হয় বড় ঢেউয়ের।শনিবার বেলা ১২টা ১১মিনিট থেকে ১৪ মিনিট পর্যন্ত সারাদেশে ভূকম্পন অনুভূত হয়। কখনও মৃদু কখনও প্রবলভাবে কেঁপে ওঠে সবকিছু।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্প শুরু হলে অস্বাভাবিকভাবে দুলতে শুরু করে পুকুর-জলাশয়ের পানি। মনে হয় কেউ পুরো পুকুর ধরে নাড়াচাড়া করছে। গামলা ধরে যেমন পানি নাড়া দেয়া হয়। ভূমিকম্পের তীব্রতা যত বেড়েছে পানির দুলুনিও তত বেশি হয়েছে।
এদিকে, ভূমিকম্পের সময় কোথাও দু’দফায় কোথাও তিন দফায় আবার কোথাও দফায় দফায় কাঁপতে থাকে বাড়িঘর দালানকোটাসহ সবকিছু। লোকজন ভয়ে আতঙ্কে ঘরবাড়ি বা উঁচু ভবন থেকে নিচে নেমে আসে। তাদের মধ্যে শুরু হয় হুড়োহুড়ি। এসময় প্রায় সবার মাথাই ঘুরতে থাকে। কারো কারো বমি বমি ভাব হয়।
No comments:
Post a Comment