Headlines



gazitv2

w41j

gazitv

Tuesday, April 30, 2013

মেহেদি এখন একাই স্কুলে যায়

1 / 1

 3
 0
 0      Print Friendly and PDF
বাগেরহাটের শিশু সাংবাদিক স্কুলছাত্র মেহেদি হাসানকে হুইল চেয়ারের পর এবার দেওয়া হল ক্র্যাচ।
রোববার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে এই ক্র্যাচ দেওয়া হয়।
এর আগে গত ১১ এপ্রিল সমাজসেবা অধিদপ্তর থেকে মেহেদিকে একটি হুইল চেয়ার দেওয়া হয়।
১২ বছর বয়সী মেহেদি বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়ীপাড়া গ্রামের শেখ দেলোয়ার হেসেনের ছেলে। সে গোয়ালমাঠ রশিকলাল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
মেহেদি বলে,  “এক মাস আগেও ভাবতে পারিনি অন্যের সাহায্য ছাড়া স্কুলে যেতে পারব।
“বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাধ্যমে আমার নতুন নতুন স্বপ্ন পূরণ হচ্ছে।
“সংসারে অভাব থাকায় আমার পরিবার হুইল চেয়ার তো দূরের কথা, ক্র্যাচই কিনে দিতে পারছিল না। এখন আমি কারও সাহায্য ছাড়া প্রতিদিন একা স্কুলে যেতে পারছি। সেজন্য আমি আনন্দিত।” 

No comments: