Headlines



gazitv2

w41j

gazitv

Friday, May 3, 2013

গৃহশ্রমিকদের জন্য আইন দাবী

1 / 1

 4
 0
 0      Print Friendly and PDF
বুধবার মে দিবস উপলক্ষে রাজধানীতে কয়েকশ গৃহশ্রমিক মিছিল ও সমাবেশ করেছে।
‘গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক’ এই কর্মসূচীর আয়োজন করে।
গৃহশ্রমিকদের ওপর নির্যাতন বন্ধ ও তাদের রক্ষায় আইনের দাবী তোলা হয় সমাবেশে।
ঢাকার বিভিন্ন এলাকা থেকে প্রায় পাঁচ শতাধিক গৃহশ্রমিক সেগুনবাগিচা বটতলায় সমাবেশ করে। সমাবেশ শেষে বের হওয়া মিছিল জাতীয় প্রেসক্লাবের সামনে শেষ হয়।

No comments: