নীলফামারীর ডোমারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউর রহমান এই দণ্ডাদেশ দেন।দণ্ডপ্রাপ্ত যুবকের নাম বকুল হোসেন (২৫)। সে ডোমার পৌরসভার বড় রউতা কলেজপাড়া এলাকার প্রাক্তন ভূমি কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকের ছেলে।
সাজাপ্রাপ্ত বকুলকে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ডোমার থানার ওসি কফিল উদ্দিন বলেন, “উত্ত্যক্তের অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে এ শাস্তি দেয়।”
“সোমবার দুপুরে পরীক্ষা শেষে মেয়েটি কেন্দ্র থেকে বের হলে বকুল তাকে গেটে আটকিয়ে উত্ত্যক্ত করে। এসময় তার অভিভাবক এবং স্থানীয়রা বকুলকে আটকিয়ে পুলিশে সোপর্দ করে।
No comments:
Post a Comment