Headlines



gazitv2

w41j

gazitv

Friday, May 3, 2013

লোডশেডিংয়ের কবলে এইচএসসি পরীক্ষার্থীরা

1 / 1

 1
 0
 0      Print Friendly and PDF
গরমের তীব্রতার পাশাপাশি সুনামগঞ্জে বেড়েছে লোডশেডিং । এতে এইচএসসি পরীক্ষার্থীরা বিপাকে পড়েছে।
এক সপ্তাহ ধরে প্রতিদিন প্রায় ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকছে না এখানে। এ কারণে বিভিন্ন অফিস-আদালতের কার্যক্রমও ক্ষতিগ্রস্থ হচ্ছে।
এইচএসসি পরীক্ষার্থী মুন্না দাস বলেন,“বিদ্যুৎ বিভ্রাট এবং প্রচণ্ড গরমের কারণে লেখাপড়া করতে অসুবিধা হচ্ছে।”
সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী ওয়াহিদুল ইসলাম জানান, সুনামগঞ্জে প্রতিদিন প্রায় ১০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। কিন্তু কয়েকদিন ধরে পাওয়া যাচ্ছে চার থেকে ছয় মেগাওয়াট। এর মধ্যে দক্ষিণ ছাতকের শিল্প এলাকাতেই দিতে হচ্ছে দুই  মেগাওয়াট। এর পরে যা থাকছে তা দিয়ে জেলা শহরসহ অন্য চার উপজেলায় বিদ্যুৎ সরবরাহ দিতে হিমশিম খেতে হচ্ছে।
গরম বাড়লে আরও খারাপ অবস্থা দেখা দিতে পারে বলে জানিয়েছেন তিনি।
সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জাতীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক ব্যারিস্টার এনামুল কবীর ইমন জানান, কিছুদিনের মধ্যেই সুনামগঞ্জে এক/দুই মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বাড়ানো হবে।

No comments: