Headlines



gazitv2

w41j

gazitv

Friday, May 3, 2013

যমুনার পাড় ভাঙছে

1 / 1


 5
 0
 0      Print Friendly and PDF
নদীতে পানি বাড়তে থাকায় জামালপুরের ইসলামপুরে যমুনার পাড়ে ব্যাপক ভাঙন শুরু হয়েছে।
এরই মধ্যে চিনাডুলী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ঝুঁকির মধ্যে পড়েছে।
গত চার বছরেও যমুনার বাম তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় এই অবস্থা হয়েছে বলে জানিয়েছেন চিনাডুলী এসএন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক একেএম আবদুর রহমান।
দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র শাকিল জানায়, গত বছর যমুনার ভাঙনে তারা ঘরবাড়ি হারিয়েছে। এখন তারা রাস্তায় বসবাস করে।
ইআর প্রকল্পের মহিলা শ্রমিক জমিলা (৫৫) বলেন, “গাঙের কাছারের উরপে ছাপরা তুলি থাহি, ক্যারা (ছবি) তুইলি কি হবো? পাইলর (পাইলিং) নাই, কহন বেন গাঙে পড়ি মরি।”
ভাঙনের কারণে প্রতি বছরই এখানে ভিটা হারানো মানুষের সংখ্যা বাড়ছে।
এছাড়া, গত বছর এ উপজেলায় ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়,দুটি উচ্চ বিদ্যালয়, একটি দাখিল ও একটি ফাজিল মাদ্রাসা, ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ ভবনসহ সরকারি-বেসরকারি স্থাপনা, অসংখ্য ঘরবাড়ি এবং কয়েক হাজার একর ফসলি জমি যমুনায় বিলীন হয়।

No comments: