Headlines



gazitv2

w41j

gazitv

Friday, May 10, 2013

নামকরণেই থমকে আছে রবীন্দ্রকমপ্লেক্স মো. মনিরুল ইসলাম সাগর (১৬) Published: 2013-05-08 11:02:26.0 Updated: 2013-05-08 11:14:58.0 2 / 2 4 0 0 Print Friendly and PDF বারবার নানা পর্যায়ের আশ্বাসের পরও নির্মিত হয়নি দক্ষিণডিহির রবীন্দ্রকমপ্লেক্স। বিশ্বকবি কবি রবীন্দ্রনাথ ঠাকুর খুলনার দক্ষিণডিহির রায় চৌধুরী পরিবারের জামাতা ছিলেন। বেণীমাধব রায় চৌধুরীর একমাত্র কন্যা ভবতারীনি দেবীর সঙ্গে ১৮৮৩ সালে তার বিয়ে হয়। ১৯৯৫ সালে বাড়িটি পুনরুদ্ধারের পর জাতীয় ঐতিহ্য নিদর্শন হিসেবে‘ রবীন্দ্রকমপ্লেক্স’ নাম করণ করা হয়। ১৯৯৯ সালে ১৮ নভেম্বর এটি সরকারি স্বীকৃতি পায়। রবীন্দ্রনাথের সঙ্গে বাড়িটির নানান স্মৃতি জড়িয়ে আছে। এটি সংরক্ষণ ও নির্মাণের জন্য বিভিন্ন সময়ে সরকার প্রতিশ্রুতি দিলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি। পর্যটকদের জন্য নেই কোনো ধরনের বিশেষ ব্যবস্থা। তবু প্রতিবছর রবীন্দ্রমেলায় এখানে অসংখ্য মানুষ আসে। উপজেলা চেয়ারম্যান আলাউদ্দিন মিঠু বলেন, "বিশ্বকবি আমাদের সবার গর্ব। তাঁর স্মৃতিবিজড়িত এই জায়গা দেখতে বিভিন্ন জায়গা থেকে প্রচুর লোকআসে। এতে দেশের ভাবমূর্তি উজ্জল হয়। কিন্তু অনেক আশ্বাসের পরেও তা বাস্তবায়িত হয়নি"। স্থানীয় বাসিন্দারা জানান, রবীন্দ্রকমপ্লেক্স নির্মিত হলে রবীন্দ্রপ্রেমিরা এখানেসাহিত্য চর্চা করার সুযোগ পেত।

No comments: