Headlines



gazitv2

w41j

gazitv

Friday, May 10, 2013


এসএসসির ফল প্রকাশ, পাস ৮৯.০৩%

4 / 4

 6
 0
 1      Print Friendly and PDF
মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৮৯ দশমিক ০৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এদের মধ্যে ৯১ হাজার ২২৬ জন জিপিএ-৫ পেয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন। এসমসয় বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
ফল প্রকাশের সময় প্রধানমন্ত্রী চলমান উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় হরতাল না দিতে বিরোধী দলের নেতার প্রতি আহ্বান জানান।
সারাদেশ থেকে এবার ১৩ লাখ ৩ হাজার ২০৩ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
এবার পাশের হার বেড়েছে ২ দশমিক ৬৬ শতাংশ পয়েন্ট। আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা বেড়েছে ৯ হাজার ১৪।
মাধ্যমিকে এবার সবচেয়ে বেশি শিক্ষার্থী পাস করেছে রাজশাহী বোর্ডে, ৯৪ দশমিক ০৩ শতাংশ। এছাড়া ঢাকা বোর্ডে ৮৭.৩১ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮৮.৪৭ শতাংশ, কুমিল্লায় ৯০.৪১ শতাংশ, বরিশালে ৮৮.৬৩ শতাংশ, যশোরে ৯২.৬২ শতাংশ, সিলেটে ৮৮.৯৬ শতাংশ, ও দিনাজপুরে ৯০.৬০ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে এসএসসিতে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৮৯ দশমিক ১৩ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ১৩ শতাংশ।
এবার সম্মিলিতভাবে ৮৮ দশমিক ৮৮ শতাংশ ছাত্রী এবং ৮৯ দশমিক ১৮ শতাংশ ছাত্র পাস করেছে। সর্বোচ্চ জিপিএ- পাওয়াদের মধ্যে ছাত্র ৫২ হাজার ৩৯২ জন এবং ছাত্রী ৩৮ হাজার ৮৩৪ জন।
সর্বাধিক পঠিত

এসএসসির ফল প্রকাশ, পাস ৮৯.০৩% (105)

মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৮৯ দশমিক ০৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এদের মধ্যে ৯১ হাজার ২২৬ জন জিপিএ-৫ পেয়েছে।

সিলেটে ব্যাঙ দিবস পালিত (66)

নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেটে শনিবার আন্তর্জাতিক ব্যাঙ দিবস পালিত হয়েছে।

হরতালের আগে পুড়ল গাড়ি (54)

রাজধানীর ধানমন্ডিতে একটি যাত্রীবাহী লেগুনা জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

পৃথিবী সদৃশ গ্রহের সন্ধান লাভ (37)

উন্নত প্রাণের বাসযোগ্য হতে পারে এমন দুটি গ্রহের সন্ধান পেয়েছেন নাসার বিজ্ঞানীরা। 

শিশুদের জন্য নয় আজব চশমা গুগল গ্লাস (34)

আর এক বছরের মধ্যেই ইন্টারনেট ব্যবহারের জন্য 'গুগল গ্লাস' নামে বাজারে বিশেষ ধরনের চশমা আনছে গুগল।

মেহেদি এখন একাই স্কুলে যায় (32)

বাগেরহাটের শিশু সাংবাদিক স্কুলছাত্র মেহেদি হাসানকে হুইল চেয়ারের পর এবার দেওয়া হল ক্র্যাচ।

যমুনার পাড় ভাঙছে (24)

নদীতে পানি বাড়তে থাকায় জামালপুরের ইসলামপুরে যমুনার পাড়ে ব্যাপক ভাঙন শুরু হয়েছে।

খোলা আকাশের নিচে পরীক্ষা (23)

ঝড়ে স্কুলঘর ভেঙে যাওয়ায় খোলা আকাশের নিচে পরীক্ষা দিচ্ছে জামালপুরের এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ছন্দে সবই লিখেছি (19)

প্রখ্যাত শিশুসাহিত্যিক সুকুমার বড়ুয়া। বিদ্যালয়ে মাত্র দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়েছেন তিনি।

বরগুনায় বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত (17)

বরগুনায় বুধবার বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে।

No comments: