মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৮৯ দশমিক ০৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এদের মধ্যে ৯১ হাজার ২২৬ জন জিপিএ-৫ পেয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন। এসমসয় বিভিন্ন
শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
ফল প্রকাশের সময় প্রধানমন্ত্রী চলমান উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় হরতাল না দিতে বিরোধী দলের নেতার প্রতি আহ্বান জানান।
সারাদেশ থেকে এবার ১৩ লাখ ৩ হাজার ২০৩ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
এবার পাশের হার বেড়েছে ২ দশমিক ৬৬ শতাংশ পয়েন্ট। আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা বেড়েছে ৯ হাজার ১৪।
মাধ্যমিকে
এবার সবচেয়ে বেশি শিক্ষার্থী পাস করেছে রাজশাহী বোর্ডে, ৯৪ দশমিক ০৩
শতাংশ। এছাড়া ঢাকা বোর্ডে ৮৭.৩১ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮৮.৪৭ শতাংশ,
কুমিল্লায় ৯০.৪১ শতাংশ, বরিশালে ৮৮.৬৩ শতাংশ, যশোরে ৯২.৬২ শতাংশ, সিলেটে
৮৮.৯৬ শতাংশ, ও দিনাজপুরে ৯০.৬০ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে এসএসসিতে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৮৯ দশমিক ১৩ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ১৩ শতাংশ।
এবার
সম্মিলিতভাবে ৮৮ দশমিক ৮৮ শতাংশ ছাত্রী এবং ৮৯ দশমিক ১৮ শতাংশ ছাত্র পাস
করেছে। সর্বোচ্চ জিপিএ- পাওয়াদের মধ্যে ছাত্র ৫২ হাজার ৩৯২ জন এবং ছাত্রী
৩৮ হাজার ৮৩৪ জন।
No comments:
Post a Comment