স্পোর্টস ডেস্ক : ব্রাজিলে আসন্ন
ফুটবল বিশ্বকাপে দেশগুলোর
খেলোয়াড়দের ছবি সংবলিত প্রায়
তিন লাখ স্টিকার
চুরি করেছে দুষ্কৃতিকারীরা।
পানিনি গ্রুপের স্টিকার
বহনকারী একটি গাড়ি চুরি হয়ে গেছে,
এতে খোয়া গেছে লিওনেল মেসি,
ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমারের
অসংখ্য স্টিকার।
১৯৭০-এর বিশ্বকাপে এই ধরনের
স্টিকারের প্রচলন হওয়ার পর
থেকে ফুটবল সমর্থকদের
কাছে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
স্টিকার ভক্তদের
হতাশা কাটাতে চুরি যাওয়ার
সঙ্গে সঙ্গেই
একটি বিবৃতি দিয়েছে পানিনি।
কোম্পানির পক্ষ
থেকে জানানো হয়েছে, মেসি,
রোনালদো এবং নেইমারের স্টিকারের
কমতি নেই।
Posted via Blogaway
No comments:
Post a Comment