Headlines



gazitv2

w41j

gazitv

Monday, April 28, 2014

বাংলাদেশ ক্রিকেট কোচের পদত্যাগ

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ
শেন জারগেনসেন পদত্যাগ করার
সিদ্ধান্ত নিয়েছেন। আগামী জুনে ভারতের
বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের পর
তিনি আর ওই দায়িত্বে থাকবেন
না বলে বাংলাদেশ ক্রিকেট
বোর্ডকে (বিসিবি) জানিয়ে দিয়েছেন।
তবে বিসিবি তাকে বহাল রাখার
সম্ভাবনা নাকচ করে দেয়নি।
ক্রিকেট বোর্ডে বিরাজমান
পরিস্থিতি কাজ করার জন্য তেমন
অনুকূল
হবে না বিবেচনা করে সরে দাঁড়ানোর
সিদ্ধান্ত নিয়েছেন
বলে সূত্রটি জানিয়েছে। তার মেয়াদ ছিল
২০১৫ সালের বিশ্বকাপ পর্যন্ত
বিসিবিও ২০১৫ সালের
বিশ্বকাপকে সামনে রেখে বিসিবিও
একজন অভিজ্ঞ কোচ খুঁজছিল
বলে জানা গেছে।
শ্রীলঙ্কা সফর এবং টি২০
বিশ্বকাপে বাংলাদেশের
বাজে পারফরমেন্সের প্রেক্ষাপটে তার
অবস্থান নড়বড়ে হয়ে পড়েছি।
দুই দিন
আগে তিনি মিডিয়াকে জানিয়েছিলেন,
বর্তমান পরিস্থিতি ভালো নয়।
আমি এখন বিকল্প কিছু ভাবছি।
২০১৩ সালের
ফেব্রুয়ারিতে তাকে পূর্ণকালীন কোচ
নিয়োগ করা হয়েছিল। অন্তর্বর্তী কোচ
হিসেবে ওয়েস্ট ইন্ডিজের
বিরুদ্ধে সাফল্য প্রদর্শনের
প্রেক্ষাপটে তাকে ওই দায়িত্ব
দেয়া হয়েছিল।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির
চেয়ারম্যান আকরাম খান (তিনিই কার্যত
জারগেনসেনের বস) জারগেনসেনের
পদত্যাগকে ‘আবেগপ্রসূত সিদ্ধান্ত’
বলে অভিহিত করেছেন।
ক্রিকইনফো জানায়, চলতি সপ্তাহের
শেষ দিকে তিনি ফিরে এলে তার
সাথে বৈঠক হবে বলে আকরাম খান
জানিয়েছেন।
আকরাম বলেন, ‘আজ বোর্ডের
জরুরি সভার ঢোকার ঠিক আগ
মুহূর্তে আমি আমাদের প্রধান কোচের
পদত্যাগপত্র পাই। তিনি পদত্যাগ করার
একটি কারণ হিসেবে বলেছেন
যে তিনি মিডিয়ায় দেখেছেন, কয়েকজন
পরিচালক তার বিরুদ্ধে কথা বলেছেন। এ
ব্যাপারে তার সাথে আনুষ্ঠানিক
কোনো কথা হয়নি। আমি তার কাছ
থেকে এ ধরনের কোনো চিঠি পাওয়ার
আশা করিনি।’
তিনি বলেন, ‘প্রধান কোচ বলেছেন
যে তিনি জুনে ভারতের বিরুদ্ধে সিরিজ
পর্যন্ত থাকতে চান। এতে মনে হচ্ছে,
পদত্যাগের সিদ্ধান্ত ছিল আবেগপ্রসূত।
তিনিবাংলাদেশেএলেআলোচনাকরেআমরাযেকোনোসিদ্ধান্ত
নিতে পারব।’


Posted via Blogaway

No comments: