Headlines



gazitv2

w41j

gazitv

Showing posts with label crickets. Show all posts
Showing posts with label crickets. Show all posts

Tuesday, August 12, 2014

ব্যক্তি মাশরাফি কেমন?

েস্ক : কৌশিক-মাশরাফি বিন মুর্তজা—আমাদের নড়াইল
এক্সপ্রেস। খেলোয়াড় মাশরাফিকে তো চেনাই আছে।
ব্যক্তি মাশরাফি কেমন? দুরন্ত, আমুদে, হাসিখুশি, মিশুক,
সদা প্রাণচঞ্চল—এই তো! মাঠে মাশরাফি যেমন দুরন্ত,
মাঠের বাইরে ততটাই অনন্য। সম্প্রতি প্রিমিয়ার ক্রিকেট
লিগের দলবদলে আরেকটি দৃষ্টান্ত স্থাপন করলেন নড়াইল
এক্সপ্রেস। কলাবাগান ক্রিকেট
একাডেমি থেকে বেশি টাকার প্রস্তাব ছিল। কিন্তু
সে প্রস্তাব গ্রহণ করেননি। থেকে গেছেন আগের ক্লাব
মোহামেডানেই। শোনা যায়, দুই ক্লাবের প্রস্তাবিত টাকার
পার্থক্যটা প্রায় ১০ লাখের কাছাকাছি হবে।
কেন মোহামেডানে রয়ে গেলেন?
সংবাদমাধ্যমে মাশরাফি বললেন, ‘কমিটমেন্টের কারণে।’ হ্যাঁ,
দেশের অন্যতম সেরা পেসার ক্যারিয়ারের শুরু থেকেই নিজের
প্রতিশ্রুতি বজায় রাখার চেষ্টা করেছেন। এ
কারণে মাশরাফির জবাব, ‘মোহামেডানকে আগেই
কথা দিয়েছিলাম বলে অন্য কোনো দলের সঙ্গে আলাপ
করিনি। ক্যারিয়ারের শুরু থেকেই আমি সব সময় কমিটমেন্ট
ঠিক রাখার চেষ্টা করেছি।’
এ তো একটি দৃষ্টান্ত মাত্র। মাশরাফি নড়াইলে গেলেই
সাড়া পড়ে যায়। দেশের এক তারকা ক্রিকেটার আসবেন
বলে নয়, মানুষ অপেক্ষা করে বিরাট হূদয়ের এক মানুষের
জন্য। যার হূদয় কাঁদে দুস্থ, অসহায় মানুষের জন্য।
যিনি সমব্যথী হন মানুষের দুঃখ-কষ্টে। হাতটা বাড়িয়ে দেন
বিপদগ্রস্ত মানুষের দিকে।
নিরহংকার
মাশরাফি বন্ধুকে স্বাবলম্বী করতে নড়াইল
শহরের
রূপগঞ্জ
পৌর
সুপার
মার্কেটে দোকান
করে দেন।
তাঁরই
অর্থায়নে চলে নড়াইলের
‘শুভেচ্ছা ক্লাব’।
নানা আতাউর
রহমানের
নামে চালু
হওয়া ক্রিকেট
একাডেমি চলে মাশরাফির
অর্থায়নে।
বন্ধু রাজু, সাজু, অসীমকে জীবনের পথ দেখান। নিজের টাকায়
আর্থিক সংকটে হাবুডুবু খাওয়া বন্ধুদের প্রতিষ্ঠিত করার
চেষ্টার কোনো খামতি নেই ‘নড়াইল এক্সপ্রেসে’র।
এমনকি তাঁর খুব কাছের বন্ধু হিসেবে আছে এমন অনেকে,
সমাজ যাঁদের অচ্ছুত বলে দূরে সরিয়ে রাখে। কিন্তু তাঁদেরও
বুকে টেনে নেন মাশরাফি।
বন্ধুদের জন্য তাঁর অকৃত্রিম ভালোবাসা, মানুষের বিপদে-
আপদে এগিয়ে আসা, দুস্থজনের পাশে দাঁড়ানো—এ কারণেই
নড়াইলে মাশরাফি দূর আকাশের তারা নন, যেন
অতি আপনজন। খু-উ-ব কাছের কেউ। কেবলই নড়াইল কেন,
মাশরাফি তো সারা বাংলাদেশের। কেবল ক্রিকেটার হিসেবেই
নয়, আকাশসম হূদয়ের এক মানুষ হিসেবে।
মাশরাফি, বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকার
একজন শুধু নন। তারকা হয়েও তিনি দূরাকাশে নন, হাতের
কাছেই থাকেন। মাশরাফি যেন বলতে চান, ‘আমি তোমাদেরই
লোক!’ মাশরাফি সত্যিই অন্য রকম!

posted from Bloggeroid

Friday, August 8, 2014

আনন্দ অনুষ্ঠানে আবেগঘন মুহূর্তের সৃষ্টি করলেন মুশফিকুর রহিম

ঢাকা:
ক্রীড়া পুরস্কারে পাঠকের
ভোটে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কারটি জয়
করে নিলেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক
মুশফিকুর রহিম। কিন্তু এই পুরস্কারটি হাতে নিয়েই
বাংলাদেশ অধিনায়ক সৃষ্টি করলেন এক আবেগঘন
মুহূর্তের। সবার অনুমতি নিয়ে তিনি মঞ্চে আহ্বান
জানালেন তাঁর মা-বাবাকে। মাইক্রোফোন
হাতে নিয়ে বললেন, ‘আজ আমার যা কিছু অর্জন তার
সম্পূর্ণ কৃতিত্ব আমার বাবা আর মায়ের’—
কথাগুলো বলতে বলতে গলাটা যেন একটু ধরে এল
টাইগার মুশফিকের। কী আশ্চর্য! মুশফিকের আবেগ
ছড়িয়ে পড়ল হোটেল সোনারগাঁওয়ের আভিজাত্যপূর্ণ
বলরুমের প্রতিটি কোনায়। কী অসাধারণ দৃশ্যেরই
না জন্ম দিলেন মুশফিকুর রহিম। মা-
বাবাকে নিয়ে উদযাপন করলেন নিজের অর্জন।
আবেগ বারবারই হানা দিয়েছে আজকের এই
গ্রামীণফোন-প্রথম আলো পুরস্কার
বিতরণী অনুষ্ঠানে। মুশফিকুর রহিমের
হাতে পুরস্কার তুলে দিতে এসেই আবেগাক্রান্ত
হলেন প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির
সভাপতির পদ অলংকৃত
করা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি মুশফিককে জানিয়ে রাখলেন নিজের আর্তি,
নিজের ইচ্ছা,
আইসিসি সভাপতি হিসেবে আগামী বছর
অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশ্বকাপ ক্রিকেটের
ফাইনাল শেষে যেন বিশ্ব জয়ের
ট্রফিটি তিনি তুলে দিতে পারেন বাংলাদেশের
অধিনায়কের হাতে। তাঁর আরজিটা একটু
বাড়াবাড়ি শোনালেও
অনুষ্ঠানস্থলে সবাইকে যে তা ছুঁয়ে গেল
না সেটা কে বলবে? সত্যিই তো এমন আবেগ দিয়েই
তো এ দেশের মানুষ প্রত্যাশা করে ক্রীড়াবিদদের
কাছে। সেই প্রত্যাশা তো আর কিছু নয়, একটু সাফল্য।
সাফল্য প্রত্যাশী হতে গেলে অমন
আবেগী হওয়াটা মোটেও বাড়াবাড়ি কিছু নয়।
প্রথম
আলোর
সম্পাদক
মতিউর
রহমান
তাঁর
বক্তব্যে বললেন ,
কেন
এই
অনুষ্ঠানটি তাঁর
সবচেয়ে প্রিয়।
এই
অনুষ্ঠানটি সেই
অনুষ্ঠান,
যে অনুষ্ঠানে আমন্ত্রিত
হয়ে আসেন
লাল-সবুজের প্রতিনিধিরা। যাঁরা তাঁদের জীবন-
যৌবন উত্সর্গ করে দেন দেশকে প্রতিনিধিত্ব
করতে গিয়ে। এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান,
যেখানে উপস্থিত থাকেন বাংলাদেশের প্রায় সব
খেলারই সেরা তারকারা।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী বিবেক সুদ তার
বক্তব্যে বললেন, ‘ক্রীড়াবিদেরা তাঁদের জীবনের
সেরা সময়টা দেশের প্রয়োজনেই ব্যয় করেন। এমন
মানুষদের স্যালুট না করে কি পারা যায়?’
প্রতিবারের মতো এবারও অনুষ্ঠানের
সবচেয়ে আবেগঘন মুহূর্ত হয়ে থাকল আজীবন
সম্মাননা প্রদানের ক্ষণটি। বাংলাদেশ জাতীয়
ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবির এই
পুরস্কারটি হাতে নিয়েও আবেগে থর থর। বয়সের
ভারে ন্যুব্জ শামীম কবিরের হাতে যখন পুরস্কার
তুলে দেওয়া হচ্ছিল, তখন বলরুমে উপস্থিত সবার
স্ট্যান্ডিং ওভেশন যেন স্বীকৃতির স্লোগান তুলল
উচ্চ স্বরেই।
অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নটি ছিল একেবারেই
অন্য রকম। এখানেও আবেগ ছুঁয়ে গেল সবাইকে।

posted from Bloggeroid

Wednesday, August 6, 2014

বিয়ের পিঁড়িতে মুশফিক, অধিনায়ক মাশরাফি!

স্পোর্টস ডেস্ক : গত বছরের অক্টোবরের শেষ
সপ্তাহে মাহমুদউল্লাহ রিয়াদের
শ্যালিকাকে আংটি পরিয়েছেন জাতীয় দলের
অধিনায়ক মুশফিকুর রহিম। মুশফিকের ভাবী বধূর
নাম জান্নাতুল ফেরদৌস মন্ডি। প্রাইম
বিশ্ববিদ্যালয়ে বিবিএতে তৃতীয়
বর্ষে পড়াশোনা করছেন তিনি।
এ বছর নববধূকে ঘরে ওঠাবেন মুশফিক। জানা গেছে,
আগামী ৮ অক্টোবর বিয়ের আনুষ্ঠানিকতা শেষ
করবেন টাইগার-দলপতি। এ কারণে ১৯ সেপ্টেম্বর
থেকে শুরু হওয়া এশিয়ান গেমসে খেলতে পারছেন
না উইকেট রক্ষক এই ব্যাটসম্যান।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান
নির্বাচক ফারুক আহমেদ।
ফারুক আহমেদ বলেন, ‘এশিয়ান গেমসের জন্য
স্কোয়াডের সদস্যদের
তালিকা বোর্ডকে দিয়ে দেওয়া হয়েছে। দু-এক
দিনের মধ্যে স্কোয়াড
ঘোষণা করতে পারে বিসিবি। আমাদের অধিনায়ক
মুশফিকুর রহিম পারিবারিক কারণে দলের
সঙ্গে যাচ্ছেন না।’
এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে বাংলাদেশ
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ২০১০
গেমসে আফগানিস্তানকে হারিয়ে মোহাম্মদ
আশরাফুলের দল স্বর্ণ জিতেছিল। এশিয়ান গেমসের
ক্রিকেটে অংশ নিচ্ছে না ভারত ও পাকিস্তান।
টেস্ট
দল
হিসেবে অংশ
নিচ্ছে শ্রীলঙ্কা ও
বাংলাদেশ।
সঙ্গে রয়েছে আফগানিস্তান,
চীন,
হংকং,
কুয়েত,
মালদ্বীপ,
মালয়েশিয়া,
নেপাল

দক্ষিণ
কোরিয়া।
প্রতিযোগিতার
এখনো গ্রুপ
নির্ধারণ করা হয়নি।
বিসিবি সূত্র জানিয়েছে, বাংলাদেশ দল
সেরা স্কোয়াডকে এশিয়ান গেমসে পাঠাবে। টি-
টোয়ন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকা অনেককেই
দেখা যেতে পারে এশিয়ান গেমসে।
তবে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন
না সাকিব আল হাসান। মুশফিকের
পরিবর্তে দেশসেরা পেসার মাশরাফি বিন
মর্তুজা বাংলাদেশকে নেতৃত্ব দেবেন ।
বুধবার অনুশীলন
শেষে দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার
সঙ্গে সাক্ষাৎ করেন মুশফিকুর রহিম। সঙ্গে ছিলেন
মুশফিকুর রহিমের বাবা-মাও। বিয়ের
অনুষ্ঠানে আমন্ত্রণ করতে প্রধানমন্ত্রীর
সঙ্গে সাক্ষাৎ করেন তারা। -



posted from Bloggeroid

Tuesday, August 5, 2014

‘আসন্ন প্রিমিয়ার লিগ দিয়েই আবার মাঠে ফিরবেন সাকিব’

স্পোর্টস ডেস্ক : চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে সাকিবের
নিষেধাজ্ঞা ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত দিবে বাংলাদেশ
ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ সংবাদকর্মীদের
সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন
তেমনই তথ্য দিয়েছেন।
সাকিব আল হাসান দিন দিন বিতর্ক শব্দটাকে তার সঙ্গীই
বানিয়ে ফেলছেন। ২০১০ সাল
থেকে নানা সময়ে নানা অনাকাঙিক্ষত ঘটনায়
নিজেকে জড়িয়েছেন এ অলরাউন্ডার। কখনও মাঠে, কখনও
মাঠের বাইরে, কখনও পত্রিকায় কলাম লিখে বিতর্কিত
হয়েছেন তিনি। সবশেষ বিসিবির আনুষ্ঠানিক
অনুমতি না নিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ(সিপিএল) খেলার
উদ্দেশ্যে দেশ ছাড়ার পর আবার নেতিবাচক খবরের শিরোনাম
হয়েছেন তিনি।
গত ৫ জুলাই সে ইস্যুতে নতুন মাত্রা যোগ হয়। বোর্ডের
দেশে ফিরে আসার নির্দেশের প্রেক্ষিতে বাংলাদেশের
হয়ে আর ক্রিকেট না খেলার হুমকি দিয়ে নতুন কোচ
হাথুরুসিংহেকে মেইল করেন সাকিব। কোচের
সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। আর
এসব ঘটনার প্রেক্ষিতেই বিসিবি’র তরফ
থেকে কড়া প্রতিক্রিয়া আসে। তাকে ছয় মাসের জন্য সব
ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করে বোর্ড।
পাশাপাশি ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের
বাইরে গিয়ে লিগ খেলতে পারবেন না সাকিব।
শাস্তি ঘোষণা সময় বিসিবি বস নাজমুল হাসান পাপন অবশ্য
জানিয়েছেন, সাকিবের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের
অনেকগুলো অভিযোগ রয়েছে। তাই অনেকটা বাধ্য হয়েই কঠিন
সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আর বিসিবি কঠোর অবস্থান নেয়ার
পর কিছুটা নমনীয় হন সাকিব। ব্যক্তিগতভাবে বোর্ড
সভাপতির সঙ্গে দেখা করে ক্ষমা চান তিনি।
পাশাপাশি পাপনের কাছ থেকে সবুযজ সংকেত পেয়ে অতীত
কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়ে বোর্ডের
কাছে শাস্তি কমানোর আবেদন করেন তিনি।
ধারণা করা হচ্ছে আসন্ন প্রিমিয়ার লিগ দিয়েই আবার
মাঠে ফিরবেন সাকিব।



posted from Bloggeroid

Sunday, July 6, 2014

‘আমি কোন ভুল করিনি’

ঢাকা: বিসিবির নির্দেশে দেশে ফিরেছেন ক্যারিবিয়ান
প্রিমিয়ার লিগে (সিপিএল)
খেলতে যাওয়া দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
রোববার বেলা ১১টা ৩৬ মিনিটে হজরত শাহজালাল
আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
সাকিব এসময় বলেন, আকরাম খানের মৌখিক
অনুমতি নিয়ে আমি দেশ ছেড়েছিলাম। এটা একটা ভুল
বোঝাবুঝি। বিসিবির নির্দেশ পেয়ে সিপিএল না খেলেই
দেশে ফিরে এসেছি।
এ সময় তার বিরুদ্ধে আনা অভিযোগ খণ্ডন করে বক্তব্যও
দেন তিনি।
এর আগে শনিবার রাতে সাকিব টুইট করেন, ‘এখন
আমি বাংলাদেশে ফিরছি। দেশে ফিরে আমি আমার অবস্থান
পরিষ্কার করব ইনশাল্লাহ।’
প্রসঙ্গত, অনাপত্তিপত্র না নিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার
লিগে (সিপিএল) খেলতে লন্ডন যাওয়ার
কারণে সাকিবকে ফিরে আসার নির্দেশ দেয় বিসিবি।
তবে সিপিএল খেলতে না দিলে দেশের পক্ষে না খেলার
হুমকিও দেন সাকিব।
এ ঘটনার প্রতিক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
সভাপতি নাজমুল হাসান শনিবার সাংবাদিকদের বলেন,
সাকিবের এসব কর্মকাণ্ড আর সহ্য করা হবে না।

posted from Bloggeroid

Saturday, July 5, 2014

বাংলাদেশ দলের হয়ে ক্রিকেট না খেলার হুমকি সাকিবের

শেষ প্রর্যন্ত বাংলাদেশ দলের হয়ে ক্রিকেট
না খেলার হুমকি দিলেন সাকিব। বাংলাদেশ দলের
হয়ে ওয়ানডে ও টেস্ট ক্রিকেট ছেড়ে দেয়ার
হুমকি দিয়ে কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে এমন
কথা জানিয়ে দিয়েছেন সাকিব আল হাসান।
অস্ট্রেলিয়া থেকে কোচ সাকিবের হুমকির এটি ই-
মেইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
বিসিবির সভাপতি নাজমুল হাসান
পাপনকে পাঠিয়েছেন। বিসিবি সভাপতি সেই ই-
মেইলের প্রাপ্তি স্বীকার করেছেন।
এ বিষয়ে তিনি বলেন, ‘এমন
একটি চিঠি আমি দেখেছি। ঠিক বুঝতে পারছি না,
কী করে ও (সাকিব) এ কথা বলতে পারে!
আমি তাদের
সঙ্গে সামনা সামনি বসে বিষয়টা জানতে চাইব।’
বিসিবি সভাপতি বলেন, ‘এ ঘটনা যদি সত্যি হয়,
কাউকেই ছাড়া হবে না। শৃঙ্খলার
প্রশ্নে কোনো আপস নয়।’
এদিকে, একটি সূত্র বলছে আগামীকাল
দেশে ফিরবেন সাকিব। তবে বিসিবির দায়িত্বপ্রাপ্ত
একজন কর্মকর্তা জানিয়েছেন, সাকিব
কবে দেশে ফিরবেন তা তিনি জানেন না।
বিসিবি জানে কি না- এমন প্রশ্নের
জবাবে তিনি বলেন, ‘আমি জানি না।’
সাকিবকে হঠাৎ করে ফিরে আসতে বলার কারণ
জানতে চাইলে তিনি বলেন, ‘দেশের বাইরে লিগ
খেলতে গেলে একটি অনুমতির প্রয়োজন পড়ে,
সাকিব সেটা নেয়নি বলেই
তাকে ফিরে আসতে বলা হয়েছে। আগামী সাত
তারিখ একটি মিটিং আছে, সেখানে তার
বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’
সভায় তাকে খেলতে যাওয়ার অনুমতি দেয়ার
সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন,
‘এটা বলা খুব ডিফিকাল্ট।'

posted from Bloggeroid

Thursday, June 19, 2014

আবারো শাস্তির মুখোমুখি সাকিব

ঢাকা: আবারো বড় ধরনের শাস্তির মুখে পড়ছেন
সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল
হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)
ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকতা (সিইও)
নিজাম উদ্দিন চৌধুরী সুজন সময়ের কন্থশর
কে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘বোর্ডের
সঙ্গে আলোচনা করেই সাকিবের শাস্তির
বিষয়ে সিদ্ধান্ত হবে। এ বিষয়ে কথা বলবো।’
গত রোববার ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম
ওয়ানডে ম্যাচটি মিরপুরের
ভিআইপি গ্যালরিতে (হসপিটালিটি বক্স-৬)
বসে উপভোগ করেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ
শিশির। ওই গ্যালারির নিচে গ্র্যান্ড
স্ট্যান্ডে বসে খেলা দেখছিল ৫ থেকে ৬ জনের
একদল তরুণ সমর্থক। খেলা চলাকালীন
নানাভাবে তারা শিশিরকে উত্ত্যক্ত এবং অশ্লীল
অঙ্গভঙ্গি করে।
মাঝপথে বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ায়
শিশিরের খবর নিতে যান সাকিব। তখন শিশির
বিষয়টি নিয়ে সাকিবের কাছে অভিযোগ জানান।
পরে ওই বখাটেদের বিসিবির অফিসে নিয়ে যায়
কর্মকর্তারা। সেখানে তাদের উত্তম-মধ্যম
দেয়া হয়। স্ত্রীকে টিজ করায় সাকিবও বখাটেদের
গায়ে হাত তোলেন। পরে অবশ্য বিসিবির সিইও
নিজাম উদ্দিন চৌধুরী বিষয়টি মিমাংসা করেন।
কিন্তু নিয়মানুযায়ী খেলা চলার সময়
কোনো ক্রিকেটার ম্যানেজম্যান্টের
অনুমতি না নিয়ে ড্রেসিং রুম ত্যাগ
করতে পারে না। সে অনুযায়ী বিসিবি প্রণীত কোড
অব কন্ডাক্ট বা আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তির
মুখোমুখি হচ্ছেন সাকিব।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি মিরপুরে বাংলাদেশ ও
শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলার
সময় ‘অশ্লীল’ অঙ্গভঙ্গির দায়ে ৩টি ওয়ানডে একই
সঙ্গে ৩ লাখ টাকা জরিমানা করা করা হয়
সাকিবকে। পরে সাকিব সেই ঘটনার জন্য দুঃখ
প্রকাশও করেন।

posted from Bloggeroid

Tuesday, June 17, 2014

নিজের খোঁড়া কবরেই সমাধি বাংলাদেশের! ॥ফরহাদ টিটো॥

বাংলাদেশে এমন পিচ কখনোই বানানো হয় না।
যেখানে বাউন্স হয়, সুইং হয়, কোমর থেকে বুক
বরাবর বল আসে। তাসকিন, আল-আমিনদের জন্য এমন
উইকেট বানাতে গিয়ে শেষমেশ নিজেরাই
নিজেদের পায়ে কুড়াল মারলো বাংলাদেশ!
ভারতের বিপক্ষে সাহারা কাপের দ্বিতীয়
ম্যাচটায় ডেবুট্যান্ট তাসকিনের ৫ উইকেট
পাওয়া দেখে সঙ্গতকারনেই
আনন্দে ভেসে গিয়েছিলো বাংলাদেশ।
কিন্তু ক'জন ভেবেছিলেন এই তুলনামূলক ফাস্ট
ট্র্যাকে বল করে দ্রুত উইকেট তুলে নেওয়ার
মতো ফাস্ট বোলার ভারতেরও আছে। হলোও তাই।
ভারতের দুই ফাস্ট বোলার স্টুয়ারট বিনি আর
মোহিত শর্মা মিলেই তুলে নিলেন ১০ উইকেট!
সারা খেলায় উইকেট পড়লো ২০, যার ১৮টাই ফাস্ট
বোলারের। একটা মাত্র উইকেট গেছে স্পিনারের
হাতে। স্পিনারের নাম সাকিব আল হাসান। রান
আউটের কবলে পড়েছিলেন একজন। তা না হলে সেই
উইকেটটাও হয়তো কোন কুইকি'র পকেটে যেত!
তারপরও বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের এই
অপেশাদার পারফরম্যান্স মেনে নেবেন কি করে ?
১০৫ রান করাতো দূরে ৬০,৭০ রানও
করতে পারলোনা 'তারকা'য় ভরা আস্ত একটা দল !
৪১ ওভারে ১০৬ রান করতেতো প্যাড-গ্লাভস পরারও
দরকার নেই ! এই রান তো যখন-তখন যখানে-
সেখানে করতে পারার কথা... কি বলেন?
আরেকটা কথা না বললেই না। তামিম প্রসঙ্গে। এত
ছোট রান তাড়া করতে গিয়ে যদি শুরুতেই
এভাবে উইকেট দিয়ে আসে ওপেনিং ব্যাটসম্যান,
প্রতিপক্ষ বোলাররা মাথায় চড়ে বসে। আর সেই
চড়ে বসার মূল্যটা অনেক চড়া হয়ে যায়
ব্যাটিং সাইডের জন্য সময়-সময়। একেবারেই
ফর্মহীন তামিম সেই কাজটাই করে দিয়ে গেছিলেন
ইনিংসের শুরুতে।
আমার মনে হয় খোদ তামিমকেই এখন নির্বাচক
কমিটি আর টিম ম্যানেজমেন্টের
কাছে গিয়ে বলতে হবে 'দয়া করে বাদ
দেনতো আমাকে...'।
তা না হলে তারা যে তাকে কোনোদিনই বাদ
দেবেন না!

posted from Bloggeroid

নিজেদের ব্যর্থতায় দেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন মুশফিক সময় : 9

ঢাকা: নিজের মাঠে ১০৬ রানের সহজ জয়ের
পরিবর্তে উল্টো ৫৮ রানের লজ্জা উপহার
দিয়েছে দেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন
অধিনায়ক মুশফিকুর রহিম। মঙ্গলবার
মিরপুরে ভারতের বিপক্ষে মাত্র ১৭.৪ ওভারে ৫৮
রানে অলআউট হয় স্বাগতিকরা।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪৭
রানে জয় নিয়ে ২-০ সিরিজ নিশ্চিত
করলো ভারত। ম্যাচ শেষে সংবাদ
সম্মেলনে জাতীয় দলের অধিনায়ক মুশফিক
বলেন,‘দলের ব্যর্থতার জন্য আমি দেশের মানুষের
কাছে ক্ষমা চাইছি। নিজের
মাঠে ভারতে বিপক্ষে জয়ের বড় সুযোগ ছিল।
কিন্তু নিজেদের ব্যর্থতার
কারণে আমরা জিততে পারিনি।’
এছাড়া মুশফিক বলেন,‘যে কোন উইকেটে ১০৬ রান
করা সহজ। কিন্তু আমরা তা করতে পারিনি।
ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণেই হেরেছি।
বোলাররা ভালো করেছে কিন্তু
ব্যাটসম্যনরা ভালো করতে পারেনি। এর চেয়ে আর
লজ্জার কিছুই নেই।’

posted from Bloggeroid

Wednesday, May 28, 2014

আইপিএলের ফাইনালে সাকিবরা

কলকাতা নাইট রাইডার্স ফাইনাল কখনো হারে না।
তবে কি আবারও চ্যাম্পিয়ন হতে যাচ্ছে সাকিব আল
হাসানের দল? সেই উত্তর জানা যাবে ১ জুন।তবে আপাতত
দুর্দান্ত গতিতে ছুটতে থাকা কলকাতা এবারের
আইপিএলে টানা অষ্টম জয় তুলে নিয়ে চলে গেল ফাইনালে।
কলকাতা ফাইনালে হারে না, কথাটার মধ্যে একটা ফাঁক
আছে।এর আগে একবারই ফাইনালে উঠেছিল কলকাতা।২০১২
সালের ওই আসরে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন
হয়েছিল গৌতম গম্ভীরের দল।এবারের আরব আমিরাত
অংশে খোঁড়াতে খোঁড়াতে শুরু করা কলকাতা ভারতে এসেই
দুর্দান্ত খেলতে শুরু করে।অবিশ্বাস্য সমীকরণ
মিলিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল
হয়ে উঠে আসে প্লে অফে।আজ ইডেন গার্ডেনে সেই
প্লে অফে কলকাতা ২৮ রানে হারাল পয়েন্ট টেবিলের
শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করা কিংস ইলেভেন
পাঞ্জাবকে।
পাঞ্জাবের ফাইনালে যাওয়ার সুযোগ অবশ্য এখনো থাকছে।
আজ দ্বিতীয় প্লে অফে মুখোমুখি চেন্নাই-মুম্বাই ম্যাচের
বিজয়ী দলের সঙ্গে খেলবে পাঞ্জাব।সেই ম্যাচেই
নির্ধারিত হবে ফাইনালে কলকাতার প্রতিপক্ষ হচ্ছে কোন
দল।
ব্যাটে-বলে সাকিবের দিনটা খুব একটা সুখকর ছিল না।১৬
বলে ২ চারে ১৮ রান করেছেন।কিন্তু বল হাতে চার
ওভারে ৪৩ রান দিয়ে এক উইকেট।এর মধ্যে ইনিংসের
১৮তম ওভারেই দিয়েছেন ২১।তবে চতুর্থ উইকেটে ইউসুফ
পাঠানের সঙ্গে তাঁর ৪১ রানের জুটিটা কলকাতাকে জয়ের
পুঁজি এনে দিতে সাহায্য করছে।দলীয় দুই রানে গৌতম
গম্ভীরের বিদায়ের পর মনীশ পাণ্ডেকে নিয়ে ৬৫ রানের
জুটি গড়েছিলেন উথাপ্পা।কিন্তু স্কোর ৬৭ রানের
আটকে থাকতেই পরপর উথাপ্পা ও পাণ্ডেকে হারায়
কলকাতা।তখনই সাকিব-পাঠানের সেই জুটি।বল হাতেও
মাঝের দুটো ওভার দারুণ করেছেন সাকিব।কিন্তু প্রথম আর
শেষ ওভার দুটিতে রানের স্রোতে বাঁধ দিতে পারেননি।
কলকাতার জয়ে একক কোনো নায়ক নেই সেই অর্থে।১৩
রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা যদিও উমেশ যাদব।কিন্তু
আজকের জয়টা কলকাতার সম্মিলিত লড়াইয়েরই ফসল।
উথাপ্পার ব্যাট আজও হেসেছে। ৩০ বলে ৪টি চার ও ২
ছক্কায় করেছেন ৪২।এ ছাড়া পাণ্ডে (২১), পাঠান (২০),
সূর্যকুমার যাদব (২০) ও সাকিবের মাঝারি আকারের
ইনিংসগুলোর সৌজন্যে ৮ উইকেটে ১৬৩ রান
তোলে কলকাতা।কিন্তু ৮ উইকেটে ১৩৫ রানেই ফুরিয়ে যায়
পাঞ্জাবের ২০ ওভার।


Posted via Blogaway

Friday, May 23, 2014

ভারত সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা

াকা: ভারত সিরিজের জন্য প্রাথমিক দল
ঘোষণা করেছে বাংলাদেশ। শুক্রবার
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারত
সিরিজের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করে।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট
স্টেডিয়ামে প্রাথমিক দলের ক্যাম্প শুরু
হবে সোমবার।
স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ
ওয়ানডে সিরিজ খেলতে ১৩ জুন ঢাকায়
পা রাখছে ভারতীয় ক্রিকেট দল। সফরের প্রথম
ম্যাচটি হবে ১৫ জুন। এছাড়া সিরিজের
বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৭ ও ১৯ জুন।
সিরিজ শেষ হবার পর দিনই
ঢাকা ছাড়বে সফরকারী দল ভারত। সিরিজের
সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর
শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ দল: মুশফিকুর রহিম, তামিম ইকবাল,
সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল
হোসেন, আল আমিন হোসেন, আব্দুর রাজ্জাক,
মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহম্মেদ, আনামুল
হক বিজয়, ইমরুল কায়েস, শামসুর রহমান, মুমিনুল
হক, নাঈম ইসলাম, নাসির হোসেন, জিয়াউর
রহমান, ফরহাদ রেজা, আরাফাত সানী, সোহাগ
গাজী, মো মিথুন, সৌম্য সরকার, শফিউল ইসলাম ও
সাব্বির রহমান।


Posted via Blogaway

‘কেকেআর, তোমরা আমাকে মাত করে দিয়েছো’

স্পোর্টস ডেস্ক : কলকাতার ইডেন
গার্ডেনে রয়েল চ্যালেঞ্জার্স
ব্যাঙ্গালুরুকে বৃহস্পতিবার ৩০
রানে হারিয়ে টানা ছয় ম্যাচ জিতে শেষ
চারে জায়গা করে নিয়েছে শাহরুখের
কলকাতা নাইট রাইডার্স। নাইটদের এখন
লক্ষ্য পয়েন্ট টেবিলের শীর্ষ
দু’য়ে জায়গা করে নেয়া।
এদিকে দলের মালিক শাহরুখ খান
কেকেআরের সাফল্যে দারুণ উচ্ছ্বসিত।
ব্যস্ততার
কারণে মাঠে এসে খেলা দেখতে না পারলেও
নিয়মিতই খোঁজ রাখছেন দলের। প্লে অফ
নিশ্চিত করার পর খেলায়ারদের
প্রতি কৃতজ্ঞতা জানিয়ে টুইট করেন
কিং খান। বৃহস্পতিবার দলের জয় নিশ্চিত
হওয়ার সাথে সাথেই শাহরুখ এই টুইট করেন।
টুইটবার্তায় কিং খান বলেন, ‘মেয়ের জন্য
অনেক উপহার কিনেছিলাম… কিন্তু আমার
কেকেআর, তোমরা আমাকে মাত
করে দিয়েছো। আর আমার মেয়ের
কাছে তোমাদের দেয়া উপহারই
সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। ধন্যবাদ
ছেলেরা.. তোমাদের কাছে লক্ষ্ লক্ষ ঋণ
আমার।’


Posted via Blogaway

‘কেকেআর, তোমরা আমাকে মাত করে দিয়েছো’

স্পোর্টস ডেস্ক : কলকাতার ইডেন
গার্ডেনে রয়েল চ্যালেঞ্জার্স
ব্যাঙ্গালুরুকে বৃহস্পতিবার ৩০
রানে হারিয়ে টানা ছয় ম্যাচ জিতে শেষ
চারে জায়গা করে নিয়েছে শাহরুখের
কলকাতা নাইট রাইডার্স। নাইটদের এখন
লক্ষ্য পয়েন্ট টেবিলের শীর্ষ
দু’য়ে জায়গা করে নেয়া।
এদিকে দলের মালিক শাহরুখ খান
কেকেআরের সাফল্যে দারুণ উচ্ছ্বসিত।
ব্যস্ততার
কারণে মাঠে এসে খেলা দেখতে না পারলেও
নিয়মিতই খোঁজ রাখছেন দলের। প্লে অফ
নিশ্চিত করার পর খেলায়ারদের
প্রতি কৃতজ্ঞতা জানিয়ে টুইট করেন
কিং খান। বৃহস্পতিবার দলের জয় নিশ্চিত
হওয়ার সাথে সাথেই শাহরুখ এই টুইট করেন।
টুইটবার্তায় কিং খান বলেন, ‘মেয়ের জন্য
অনেক উপহার কিনেছিলাম… কিন্তু আমার
কেকেআর, তোমরা আমাকে মাত
করে দিয়েছো। আর আমার মেয়ের
কাছে তোমাদের দেয়া উপহারই
সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। ধন্যবাদ
ছেলেরা.. তোমাদের কাছে লক্ষ্ লক্ষ ঋণ
আমার।’


Posted via Blogaway

‘কেকেআর, তোমরা আমাকে মাত করে দিয়েছো’

স্পোর্টস ডেস্ক : কলকাতার ইডেন
গার্ডেনে রয়েল চ্যালেঞ্জার্স
ব্যাঙ্গালুরুকে বৃহস্পতিবার ৩০
রানে হারিয়ে টানা ছয় ম্যাচ জিতে শেষ
চারে জায়গা করে নিয়েছে শাহরুখের
কলকাতা নাইট রাইডার্স। নাইটদের এখন
লক্ষ্য পয়েন্ট টেবিলের শীর্ষ
দু’য়ে জায়গা করে নেয়া।
এদিকে দলের মালিক শাহরুখ খান
কেকেআরের সাফল্যে দারুণ উচ্ছ্বসিত।
ব্যস্ততার
কারণে মাঠে এসে খেলা দেখতে না পারলেও
নিয়মিতই খোঁজ রাখছেন দলের। প্লে অফ
নিশ্চিত করার পর খেলায়ারদের
প্রতি কৃতজ্ঞতা জানিয়ে টুইট করেন
কিং খান। বৃহস্পতিবার দলের জয় নিশ্চিত
হওয়ার সাথে সাথেই শাহরুখ এই টুইট করেন।
টুইটবার্তায় কিং খান বলেন, ‘মেয়ের জন্য
অনেক উপহার কিনেছিলাম… কিন্তু আমার
কেকেআর, তোমরা আমাকে মাত
করে দিয়েছো। আর আমার মেয়ের
কাছে তোমাদের দেয়া উপহারই
সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। ধন্যবাদ
ছেলেরা.. তোমাদের কাছে লক্ষ্ লক্ষ ঋণ
আমার।’


Posted via Blogaway

Wednesday, May 21, 2014

সাকিবকে কাঁধে নিয়ে ঘুরতে চান শাহরুখ

সাকিবকে কাঁধে নিয়ে ঘুরতে চান
শাহরুখ
সাকিবকে কাঁধে নিয়ে ঘুরতে চান
শাহরুখ
শেয়ার - মন্তব্য (3 ) - প্রিন্ট
ফাইল ছবি
অ অ- অ+
সামবোডি স্টপ মি, রবিন
( উথাপ্পা) ইউ আর অসামনেস,
গৌতি গৌতম গম্ভির ইউ উ হ্যাভ
দ্য বেস্ট স্মাইল, মনীশ (মনীশ
পান্ডে), মাই বয় এন্ড সাকিব আই
ওয়ান্ট টু ক্যারি ইউ অন মাই
ব্যাক। ওয়েলকাম পাট...
এমনই উচ্ছ্বসিতভাবেই
টুইটারে লিখেছেন বলিউডের
কিংবদন্তী ও কলকাতা নাইট
রাইডার্সের মালিক শাহরুখ খান
যার অর্থ দাঁড়ায়
'কেউ আমাকে থামাও! রবিন ,
তুমি অসাধারণ। গৌতি তোমার
হাসিটাই সবার সেরা। মনীশ
আমার ছেলে এবং সাকিব,
তোমাকে কাঁধে তুলে ঘুরতে চাই
আমি।'
২১ বলে অপরাজিত ৪৬ রানের
যে ইনিংসটি তিনি গতকাল
খেলেছেন তা দলের জয়ে প্রধান
ভূমিকা রেখেছে বলা যায়।
ফলে আইপিএলের টানা দুবারের
চ্যাম্পিয়নদের খুব সহজেই
হারিয়েছে গতবারের চ্যাম্পিয়ন
কলকাতা নাইট রাইডার্স। সাকিব
আল হাসান গতকাল বল হাতে ব্যর্থ
হলেও ব্যাট
হাতে দেখিয়ে দিয়েছেন।
আইপিএলের সুদিনে সাকিব
প্রতিটা ম্যাচেই অবদান
রেখে যাচ্ছেন। হয়তো কখনো বল
হাতে আবার কখনো ব্যাট হাতে।
তাই শাহরুখ
সাকিবকে কাঁধে নিয়ে ঘুরতেই
পারেন।


Posted via Blogaway

Tuesday, May 20, 2014

কলকাতার বোলিং ওপেনিংয়ে সাকিব

স্পোর্টস ডেস্ক : আইপিএলের
আজকের দ্বিতীয় ম্যাচে ইডেন
গার্ডেনে চেন্নাই সুপার
কিংসের
বিপক্ষে মাঠে নেমেছে কলকাতা নাইট
রাইডার্স(কেকেআর)। খেলার
শুরুতে টসে জিতে ফিল্ডিংয়ের
সিদ্ধান্ত নেয় কলকাতা। চেন্নাইয়ের
পক্ষে ওপেনিংয়ে


Posted via Blogaway

কলকাতার বোলিং ওপেনিংয়ে সাকিব

স্পোর্টস ডেস্ক : আইপিএলের
আজকের দ্বিতীয় ম্যাচে ইডেন
গার্ডেনে চেন্নাই সুপার
কিংসের
বিপক্ষে মাঠে নেমেছে কলকাতা নাইট
রাইডার্স(কেকেআর)। খেলার
শুরুতে টসে জিতে ফিল্ডিংয়ের
সিদ্ধান্ত নেয় কলকাতা। চেন্নাইয়ের
পক্ষে ওপেনিংয়ে


Posted via Blogaway

Sunday, May 18, 2014

এই জয়ে বড় অবদান সাকিব আল হাসানের

ডেস্ক: সানরাইজার্স
হায়দরাবাদকে ৭
উইকেটে হারিয়েছে কলকাতা নাইট
রাইডার্স। সাবেক চ্যাম্পিয়নদের
এই জয়ে বড় অবদান সাকিব আল
হাসানের।
১১ খেলায় এটি কলকাতার ষষ্ঠ জয়।
সমান খেলায় হায়দরাবাদের সপ্তম
হার।
উপলের রাজীব
গান্ধী ইন্টারন্যাশনাল
স্টেডিয়ামে টস জিতে ব্যাট
করতে নেমে ৮ উইকেটে ১৪২ রান
করে স্বাগতিক দল।
প্রথম ছয় ব্যাটসম্যানের পাঁচ জনই
দুই অঙ্কে পৌঁছানোয় লড়াইয়ের
পুঁজি গড়ে হায়দরাবাদ। তবে সেট
হলেও কোনো ব্যাটসম্যান নিজের
ইনিংস বড় করতে পারেননি।
সর্বোচ্চ ৩৪ রান
আসে বাঁহাতি ব্যাটসম্যান ডেভিড
ওয়ার্নারের ব্যাট থেকে। তার ১৮
বলের ইনিংসে ছিল ৩টি চার ও
২টি ছক্কা। ইরফান পাঠান অপরাজিত
থাকেন ২৩ রানে।
এছাড়া নামান ওঝা ২২, শিখর
ধাওয়ান ১৯ ও লুকেশ রাহুল ১৪ রান
করেন।
কলকাতার পক্ষে উমেশ যাদব ২৬
রানে নেন ৩ উইকেট। সাকিব ৩
ওভার বল করে ২২ রানে নেন ২
উইকেট। ওঝা ও অধিনায়ক ড্যারেন
স্যামিকে ফেরান এই
বাঁহাতি স্পিনার।
জবাবে ২ বল অব্যবহৃত রেখেই
লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা।
রবিন উথাপ্পা ৩৩ বলে ৪০ রানের
ভালো একটি ইনিংস খেললেও দশম
ওভারে কলকাতার স্কোর দাঁড়ায়
৫৯/২।
সেখান থেকে মনিশ পাণ্ডের (৩৫)
সঙ্গে ৪৫ ও রায়ান টেন ডেসকাটের
(১৫ বলে অপরাজিত ২৫) অবিচ্ছিন্ন
৪২ রানের দুটি চমৎকার
জুটি গড়ে দলকে জয় এনে দেয়ার
কৃতিত্ব ইউসুফ পাঠানের।
৩৯ রানে অপরাজিত থাকা পাঠানের
২৮ বলের ইনিংসে ছিল
দুটি করে ছক্কা ও চার।
হায়দরাবাদের পক্ষে ডেল স্টেইন ও
কর্ণ শর্মা একটি করে উইকেট
নেন।


Posted via Blogaway

১৪ বছরের কিশোরের ৩৫ ওভারের ম্যাচে ৪০৪ রান! অনলাইন

কিশোর ক্রিকেটার
কিরস্তান কালিচরণ
ওয়েস্ট ইন্ডিজের ১৪ বছরের
কিশোর ক্রিকেটার কিরস্তান
কালিচরণ। সম্প্রতি তার
দুর্দান্ত পারফরমেন্স
সবাইকে তাক
লাগিয়ে দিয়েছে। দেশটির
সেকেন্ডারি স্কুল ক্রিকেট
লীগে ৩৫ ওভারের
ম্যাচে ৪০৪ রান
হাঁকিয়েছে সে! তার এ
অসাধারণ পারফরমেন্সের
কারণে তার কলেজ বিষ্ণু
বয়েজ হিন্দু কলেজ
ভেলেন্সিয়া হাই স্কুলের
বিরুদ্ধে এক উইকেট
হারিয়ে ৫৪৮ রান সংগ্রহ
করেছে।
৪০৪ রান করতে কালিচরণ
৪৪টি চার ও
৩১টি ছক্কা হাঁকিয়েছে।
বিষ্ণু বয়েজ হিন্দু কলেজের এ
পাহাড় সমান
রানে হকচকিয়ে যায়
ভেলেন্সিয়া হাই স্কুল।
মাত্র ২৪ ওভারেই
ইনিংন্স গুড়িয়ে যায় তাদের।
৪৫৯ রানের বিশাল
ব্যবধানে জয় পায়
কালিচরণের কলেজ।
কালিচরণের এ
পারফরমেন্সে মুগ্ধ
হয়ে ত্রিনিদাদ অ্যান্ড
টোবাকোর
ক্রীড়া মন্ত্রী অনিল
রবার্টস বলেন, কিরস্তান
কালিচরণের
খেলা দেখে মনে হলো ওয়েস্ট
ইন্ডিজ আরেকজন ব্রায়ান
লারা পেতে যাচ্ছে।
তিনি বলেন, এ ধরণের
পারফরমেন্স করা যেনতেন
ব্যাপার নয়। এর জন্য
শুধু দক্ষতা ও শারীরিক
মনোবলই নয়, এতো কম
বয়সে এ অসাধারণ
খেলার জন্য মানসিক
শৃঙ্খলারও প্রয়োজন। তার
খেলা দেখে আমার বার
বার ব্রায়ান লারার
কথা মনে হয়েছে।
কালিচরণের কোচ ডেভিড
ফারলঞ্জ বলেন, খেলার
প্রতি কালিচরণের প্রবল
আগ্রহ। সে ক্রিকেট খেলতে খুব
পছন্দ করে।
এ ব্যাপারে কালিচরণ
ত্রিনিদাদ অ্যান্ড টোবাকোর
এক্সপ্রেস নিউজ
পেপারকে বলে,
এটি যেকোনো খেলার মতোই।
প্রথমদিকে আমি সেঞ্চুরির জন্য
স্বাভাবিক গতিতেই ব্যাট
করতে থাকি। আর
সেঞ্চুরি করার পর
বুঝতে পারি আমি আরো আরো রান
করতে পারব। এরপর
আমি শুধু ব্যাট চালাতেই
থাকি।
কালচরণের বর্তমান কোচ
তারান্দাত সামি বলেন,
খেলা শুরুর
আগেআমরাব্যাটিংওয়ার্ডার
নিয়ে আলোচনা করি।
আমি তাকে জিজ্ঞেস করলাম,
তুমি কি প্রথমেই ব্যাট
করতে চাও। কিন্তু সে বলল,
আমি অন্যদের খেলার সুযোগ
দিতে চাই।
উল্লেখ্য, কালিচরণ এর
আগেও স্কুল ক্রিকেটের
সবচেয়ে বেশি রানের রেকর্ড
ভেঙেছে। ২০১৩ সালে ত্রিনিদাদ
অ্যান্ড টোবাকোর
সেকেন্ডারি স্কুল ক্রিকেট
লীগে লারার রেকর্ড
ভেঙে (১৬৮ রান)
কালিচরণ ১৯৪ রান করে।
এ রান করতে ২৬টি চার
ও ছয়টি ছক্কা হাঁকায়
কালিচরণ।
সূত্র : গোক্রিকেট ডট কম


Posted via Blogaway

Saturday, May 17, 2014

খেলা / সাকিবের দল প্লে- অফে যাওয়ার সম্ভবনা বেশি

ডেস্ক: গত
সপ্তাহে আইপিএলে বেশ কিছু নতুন মুখ
উঠে এসেছে। প্লে-অফ
লড়াইয়ে ঢুকে পড়েছে নতুন কিছু টিম।
দিল্লির বিরুদ্ধে জিতে শেষ চারের
জায়গা প্রায় পাকা রাজস্থানের।
তবে চতুর্থ স্থানের জন্য কলকাতা,
হায়দরাবাদ আর বেঙ্গালুরুর
লড়াইটা একদম শেষ ম্যাচ পর্যন্ত
চলবে।
এদের
মধ্যে সবচেয়ে বেশি উন্নতি করেছে কলকাতা।
ওরা শেষ তিনটে ম্যাচ
জিতেছে বলেই নয়।
হালফিলে ওরা যে ভাবে খেলছে,
তাতে এই মুহূর্তে তিনটে টিমের
মধ্যে কলকাতারই প্লে-অফ খেলার
সম্ভাবনা সবচেয়ে বেশি। ওদের
বোলিংকে তো দুর্ধর্ষ দেখাচ্ছে।
সুনীল নারিনের জাদু এখনও অটুট।
দেখে অবাক হয়ে যাচ্ছি যে, ওকে বড়
শট মারার রাস্তা এখনও বের
করতে পারেনি ব্যাটসম্যানরা।
এটা নারিনের টেম্পারামেন্ট আর
মানিয়ে নেওয়ার ক্ষমতার দারুণ
একটা উদাহরণ। তবে কলকাতার ভাগ্য
পরিবর্তন ঘটিয়েছে গৌতম গম্ভীর আর
রবিন উথাপ্পার ব্যাটিং।
উথাপ্পাকে তো দারুণ দেখাচ্ছে।
ইচ্ছেমতো বল মাঠের
বাইরে পাঠানোর ক্ষমতা ওর রয়েছে।
এখন জাক কালিস নিয়মিত
খেলছে না। তাই পরের
চারটে ম্যাচে এই দু’জনের
পারফরম্যান্স খুব গুরুত্বপূর্ণ।
আর একটা জিনিস দেখে খুব ভাল
লাগছে যুবরাজ সিংহের দুর্দান্ত
ফর্ম। ও কত রান করল সেটাই শুধু নয়।
যুবরাজ যে ভাবে ব্যাট করছে,
সেটা সত্যিই অসাধারণ। নিজের
সেরা ছন্দে থাকলে যুবি কী হতে পারে,
সেই স্মৃতি মনে করিয়ে দিচ্ছে ওর
ব্যাটিং। এ রকমই অনায়াস স্ট্রোক
খেলত যুবি। যা সত্যিই অপূর্ব দৃশ্য।
যুবরাজ যদি এ ভাবেই খেলতে পারে,
তা হলে আগামী দশ মাসে ও জাতীয়
দলের অন্যতম
শক্তি হয়ে উঠতে পারবে। টি-
টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পর
ওকে নিয়ে যা সমালোচনা হয়েছিল,
তার প্রেক্ষিতে এই ফর্ম যুবরাজের
কাছে নিশ্চয়ই আরও তৃপ্তির। এখন
যুবরাজ যে ভাবে খেলছে, সেটাই ওর
চারিত্রিক দৃঢ়তা আর মানসিক শক্তির
পরিচয়।


Posted via Blogaway