Headlines



gazitv2

w41j

gazitv

Tuesday, August 5, 2014

‘আসন্ন প্রিমিয়ার লিগ দিয়েই আবার মাঠে ফিরবেন সাকিব’

স্পোর্টস ডেস্ক : চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে সাকিবের
নিষেধাজ্ঞা ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত দিবে বাংলাদেশ
ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ সংবাদকর্মীদের
সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন
তেমনই তথ্য দিয়েছেন।
সাকিব আল হাসান দিন দিন বিতর্ক শব্দটাকে তার সঙ্গীই
বানিয়ে ফেলছেন। ২০১০ সাল
থেকে নানা সময়ে নানা অনাকাঙিক্ষত ঘটনায়
নিজেকে জড়িয়েছেন এ অলরাউন্ডার। কখনও মাঠে, কখনও
মাঠের বাইরে, কখনও পত্রিকায় কলাম লিখে বিতর্কিত
হয়েছেন তিনি। সবশেষ বিসিবির আনুষ্ঠানিক
অনুমতি না নিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ(সিপিএল) খেলার
উদ্দেশ্যে দেশ ছাড়ার পর আবার নেতিবাচক খবরের শিরোনাম
হয়েছেন তিনি।
গত ৫ জুলাই সে ইস্যুতে নতুন মাত্রা যোগ হয়। বোর্ডের
দেশে ফিরে আসার নির্দেশের প্রেক্ষিতে বাংলাদেশের
হয়ে আর ক্রিকেট না খেলার হুমকি দিয়ে নতুন কোচ
হাথুরুসিংহেকে মেইল করেন সাকিব। কোচের
সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। আর
এসব ঘটনার প্রেক্ষিতেই বিসিবি’র তরফ
থেকে কড়া প্রতিক্রিয়া আসে। তাকে ছয় মাসের জন্য সব
ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করে বোর্ড।
পাশাপাশি ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের
বাইরে গিয়ে লিগ খেলতে পারবেন না সাকিব।
শাস্তি ঘোষণা সময় বিসিবি বস নাজমুল হাসান পাপন অবশ্য
জানিয়েছেন, সাকিবের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের
অনেকগুলো অভিযোগ রয়েছে। তাই অনেকটা বাধ্য হয়েই কঠিন
সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আর বিসিবি কঠোর অবস্থান নেয়ার
পর কিছুটা নমনীয় হন সাকিব। ব্যক্তিগতভাবে বোর্ড
সভাপতির সঙ্গে দেখা করে ক্ষমা চান তিনি।
পাশাপাশি পাপনের কাছ থেকে সবুযজ সংকেত পেয়ে অতীত
কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়ে বোর্ডের
কাছে শাস্তি কমানোর আবেদন করেন তিনি।
ধারণা করা হচ্ছে আসন্ন প্রিমিয়ার লিগ দিয়েই আবার
মাঠে ফিরবেন সাকিব।



posted from Bloggeroid

No comments: