ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনন্ত
জলিলের এক বিকেল
ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রতিনিধি,
Published: 2014-04-27
22:51:00.0 Updated: 2014-04-27
23:04:21.0
চলচ্চিত্র অভিনেতা অনন্ত
জলিলকে পেয়ে রোববার
বিকালে অপরাজেয় বাংলার
সামনে মেতে উঠেছিলেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল
শিক্ষার্থী।
জাতীয় মেধাসম্পদ দিবস
উপলক্ষে পাইরেসি বন্ধের দাবিতে প্রচার
চালাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান অনন্ত
জলিল, তার সঙ্গে স্ত্রী অভিনেত্রী বর্ষাও
ছিলেন।
ক্যাম্পাসের বটতলায় অনন্ত-
বর্ষাকে পেয়ে তাদের
সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন অনেক
শিক্ষার্থী। এই সময় শিক্ষার্থীদের
সঙ্গে আলাপে মেতে ওঠেন এই
তারকা দম্পতি।
কেউ কেউ চলচ্চিত্রের সংলাপ
শুনতে চাইলে অনন্ত ‘নাথিং ইস ইমপসিবল
ফর অনন্ত’, ‘আর ইউ রিয়েলি আগ্রহী উইথ
মি’, ‘অসম্ভবকে সম্ভব করাই আমার কাজ’
ইত্যাদি শোনান।
শিক্ষার্থীরাও স্লোগান তোলে- ‘জলিল ভাই
এগিয়ে চল আমরা আছি তোমার সাথে, ‘জলিল
ভাইয়ের জন্য ঢাবি ধন্য’।
img
অনন্ত-বর্ষার সঙ্গ পেয়ে উৎফুল্ল
বাংলা বিভাগের শিক্ষার্থী আরিফ হাসান
বলেন, “তাদেরখুব কাছ
থেকে দেখতে পেরে খুবই ভালো লাগছে।
আমি তাদের সফলতা কামনা করছি।”
অনন্ত জলিল বলেন, দেশের
বিশ্ববিদ্যালয়গুলো থেকেই মেধাসম্পদ
সবচেয়ে বেশি আসে। তাই মেধাসম্পদ
রক্ষায় তাদেরই প্রথমে এগিয়ে আসতে হবে।
মুক্তির পরপরই চলচ্চিত্রের নকল
কপি তৈরি হয়ে যাওয়ায় হতাশা প্রকাশ
করে তিনি বলেন, এর
ফলে প্রেক্ষাগৃহে যেমন দর্শক কমছে,
তেমনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও
ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আইপিএবি (ইন্টেলেকচুয়াল
প্রোপার্টি অ্যাসোসিয়েশন বাংলাদেশ)
নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত এই
অনুষ্ঠানের প্রধান অতিথি এফবিসিসিআই
সভাপতি কাজী আকরামউদ্দিন আহমদ বলেন,এ
দেশের অর্থনীতিতে চলচ্চিত্রের অবদান
অনেক। কিন্তু পাইরেসি ব্যবসা প্রসারের
ফলে আজ চলচ্চিত্র খাতে সবাই আগ্রহ
হারিয়ে ফেলছে।
পাইরেসি বন্ধে সরকার ও আইন-
শৃঙ্খলা বাহিনীদের কার্যকর পদক্ষেপ
প্রত্যাশা করেন তিনি।
আইপিএবিরি সাধারণ সম্পাদক মো.আজিজুর
রহমান, প্রচার সম্পাদক মুরাদ ভূঁইয়াও
অনুষ্ঠানে ছিলেন।
Posted via Blogaway
No comments:
Post a Comment