ভারতের ১৬তম
লোকসভানির্বাচনেবেসরকারিফলাফলেভারতীয়
জনতা পার্টির (বিজেপি)
নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক
জোট (এনডিএ) ৩৩৭টি আসন
পেয়ে নিরঙ্কুশ
সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
৫৪৩ আসনের লোকসভায়
সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন
২৭২ আসনের। এর ফলে লোকসভার
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই
সরকার গঠন
করতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন
জোট।
অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন
সংযুক্ত বাম
মোর্চা পেয়েছে ৬০টি আসন।
অন্যান্য দল ১৪৬টি আসন।
সূত্র : এনডিটিভি
Posted via Blogaway
No comments:
Post a Comment