নিজস্ব প্রতিবেদক : মেঘনায়
কালবৈশাখী ঝড়ের
কবলে ডুবে যাওয়া লঞ্চ
এমভি মিরাজ-৪ থেকে শুক্রবার সকাল
সাড়ে ১০ টা পর্যন্ত নারী ও শিশুসহ
২৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
এ
সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে এখনো নিখোজ রয়েছে দুই
শতাধিক যাত্রী। জীবিত উদ্ধার
করা হয়েছে অর্ধশতাধিক। এর
আগে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার
দিকে গজারিয়া উপজেলার দৌলতপুর
গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে ঝড়ের
কবলে পড়ে ডুবে যায় মিরাজ-৪ লঞ্চ।
নিহতদের মধ্যে ৮ জনের পরিচয়
পাওয়া গেছে। এর মধ্যে রয়েছেন-
শরিয়তপুরের নড়িয়া উপজেলার
পাঁচগাও গ্রামের জামাল হোসেন
শিকদার (৫০), তার ছেলে আবিদ
হোসেন শিকদার (২৮), টুম্পা বেগম
(৩০), সেতার বেগম (৫০) ও আরিফ
(১১)।
নিখোঁজদের
উদ্ধারে নদীতে তল্লাশি চালাচ্ছে
নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও
স্থানীয়রা। আর স্বজনদের লাশ
পেতে নদীর দু’পাড়ে জড়ো হয়েছেন শত
শত নারী-পুরুষ। তাদের
আহাজাড়িতে ভাড়ী হয়ে উঠেছে মেঘনার
বাতাস।
Posted via Blogaway
No comments:
Post a Comment