Headlines



gazitv2

w41j

gazitv

Friday, May 16, 2014

পরিণতি শুভ হবে না: ফখরুল

নিজস্ব প্রতিবেদক :
যাত্রাবাড়ীতে শনিবার জনসভার
অনুমতি না দিলে পরিণতি শুভ
হবে না বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সকালে এক জরুরি সংবাদ
সম্মেলনে তিনি বলেন, “সরকার
নারায়ণগঞ্জে জনসভা করতে দেয়নি।
এরপর আমরা প্রথমে ডেমরার সানটেক
স্কুলের কাছে, পরে যাত্রাবাড়ীর
শহীদ ফারুক সড়কে জনসভার
অনুমতি চেয়েছি। পুলিশ
অনুমতি দেয়নি।
“পরে আমরা সর্বশেষ যাত্রাবাড়ীর
আরো ভেতরে মাতুয়াইলের কনকর্ড
হাউজিং মাঠে জনসভার জন্য স্থান
নির্ধারণ করেছি। কিন্তু এখন পর্যন্ত
আমাদের অনুমতি দেয়া হয়নি।”
জনসভার
অনুমতি দিতে সরকারে প্রতি আহ্বান
জানিয়ে তিনি বলেন,
“সরকারকে বলব, জনসভা করার
গণতান্ত্রিক অধিকার বন্ধ করবেন
না। গণতন্ত্রের স্পেস যেন নষ্ট
না করা হয়। জানালা-দরজা বন্ধ
করবেন না। এর পরিণতি শুভ
হবে না।”
নয়া পল্টনে দলের কেন্দ্রীয়
কার্যালয়ে সকালে এই সংবাদ
ব্রিফিং ডাকা হয়।
শনিবার যাত্রাবাড়ীর শহীদ ফারুক
সড়কে এই জনসভা হওয়ার কথা।
এতে প্রধান অতিথি হিসেবে দলের
চেয়ারপারসন খালেদা জিয়ার
বক্তব্য রাখার কথা রয়েছে।
মির্জা ফখরুলবলেন, “মহানগর পুলিশ ও
পুলিশের সর্বোচ্চ পর্যায়ে দলের
জ্যেষ্ঠ নেতারা কথা বলেছেন,
তারা এখনো জনসভার অনুমতি দেননি।
তারা বলছেন, দেখি, দেখছি।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য
তরিকুল ইসলাম বলেন, “আমরা গত
তিনদিন যাবত জনসভার জন্য কাজ
করে যাচ্ছি। সরকার নিজের
ছায়াকেও ভয় পাচ্ছে বলেই
বিরোধী দলকে জনসভার
অনুমতি দিতে ভয় পাচ্ছে।
“সরকারকে বলব,
আপনারা যে স্থানে জনসভার
অনুমতি দেবেন, সেখানেই
আমরা জনসভা করতে চাই। তারপরও
আমাদের শনিবার জনসভা করার
অনুমতি দিন।”
সংবাদ ব্রিফিংয়ে দলের যুগ্ম
মহাসচিব বরকত উল্লাহ বুলু,
মোহাম্মদ শাহজাহান, রুহুল কবির
রিজভী, ছাত্র বিষয়ক সম্পাদক শহিদ
উদ্দিন চৌধুরী এ্যানি, মহানগর
সদস্য সচিব আবদুস সালাম প্রমুখ
উপস্থিত ছিলেন।


Posted via Blogaway

No comments: