আইপিএলে আজ চেন্নাই
আর কলকাতার লড়াই
সময় : 3:00 pm । প্রকাশের তারিখ :
02/05/2014
আইপিএলের সপ্তম আসরের মরু অভিযান
সমাপ্ত হয়েছে ৩০ এপ্রিল। আজ
থেকে ভারতেই শুরু হতে যাচ্ছে চার-
ছক্কার লড়াই। ঘরের মাঠে আজ
মুখোমুখি হতে যাচ্ছে চেন্নাই সুপার
কিংস ও কলকাতা নাইট রাইডার্স।
বাংলাদেশ সময় রাত ৮.৩০
মিনিটে ম্যাচটি মাঠে গড়াবে।
সরাসরি দেখাবে মাছরাঙা ও স্যাট
ম্যাক্স।
কলকাতা নাইট রাইডার্সের
হয়ে প্রথম দুই ম্যাচে মাঠে নামার
সুযোগ হয় সাকিব আল হাসানের। পরের
দুই ম্যাচে সুযোগ হারান তিনি।
পঞ্চম ম্যাচেও রাজস্থান রয়্যালসের
বিপক্ষে মাঠে নামেন।
বল ও ব্যাট
হাতে নজরকারা পারফরম্যান্স
করে কলকাতাকে সাহায্য করেন ম্যাচ
টাই করতে। কিন্তু শেষ পর্যন্ত
বাউন্ডারি আইনে হেরে যায় টাই বয়
সাকিবের কলকাতা। অবশ্য সাকিবের
সামনে সুযোগ ছিল কেকেআরকে জয়
ছিনিয়ে এনে দেয়ার। কিন্তু
সতীর্থদের কাছ থেকে সাপোর্ট
না পাওয়ায়
সেটা তিনি করে দেখাতে পারেননি।
পাঁচ ম্যাচের
৩টিতে হেরে ২টিতে জিতে ৪ পয়েন্ট
নিয়ে পয়েন্ট তালিকায় চতুর্থ
স্থানে অবস্থান করছে কলকাতা।
চলতি আসরের ১৪ ম্যাচের মাত্র
৯টি ম্যাচ বাকি রয়েছে কেকেআরের।
শিরোপা জয়ের স্বপ্ন বাস্তবায়ন
করতে চাইলে বাদবাকি ম্যাচে ভালো করা ছাড়া কোনো উপায়
নেই।

আর কলকাতার লড়াই
সময় : 3:00 pm । প্রকাশের তারিখ :
02/05/2014
আইপিএলের সপ্তম আসরের মরু অভিযান
সমাপ্ত হয়েছে ৩০ এপ্রিল। আজ
থেকে ভারতেই শুরু হতে যাচ্ছে চার-
ছক্কার লড়াই। ঘরের মাঠে আজ
মুখোমুখি হতে যাচ্ছে চেন্নাই সুপার
কিংস ও কলকাতা নাইট রাইডার্স।
বাংলাদেশ সময় রাত ৮.৩০
মিনিটে ম্যাচটি মাঠে গড়াবে।
সরাসরি দেখাবে মাছরাঙা ও স্যাট
ম্যাক্স।
কলকাতা নাইট রাইডার্সের
হয়ে প্রথম দুই ম্যাচে মাঠে নামার
সুযোগ হয় সাকিব আল হাসানের। পরের
দুই ম্যাচে সুযোগ হারান তিনি।
পঞ্চম ম্যাচেও রাজস্থান রয়্যালসের
বিপক্ষে মাঠে নামেন।
বল ও ব্যাট
হাতে নজরকারা পারফরম্যান্স
করে কলকাতাকে সাহায্য করেন ম্যাচ
টাই করতে। কিন্তু শেষ পর্যন্ত
বাউন্ডারি আইনে হেরে যায় টাই বয়
সাকিবের কলকাতা। অবশ্য সাকিবের
সামনে সুযোগ ছিল কেকেআরকে জয়
ছিনিয়ে এনে দেয়ার। কিন্তু
সতীর্থদের কাছ থেকে সাপোর্ট
না পাওয়ায়
সেটা তিনি করে দেখাতে পারেননি।
পাঁচ ম্যাচের
৩টিতে হেরে ২টিতে জিতে ৪ পয়েন্ট
নিয়ে পয়েন্ট তালিকায় চতুর্থ
স্থানে অবস্থান করছে কলকাতা।
চলতি আসরের ১৪ ম্যাচের মাত্র
৯টি ম্যাচ বাকি রয়েছে কেকেআরের।
শিরোপা জয়ের স্বপ্ন বাস্তবায়ন
করতে চাইলে বাদবাকি ম্যাচে ভালো করা ছাড়া কোনো উপায়
নেই।

posted from Bloggeroid
No comments:
Post a Comment