Headlines



gazitv2

w41j

gazitv

Friday, May 2, 2014

ফেসবুকে যে স্ট্যাটাস দিয়ে চাকরি হারালেন এশিয়ান টিভির তৃপ্তি শাহানা

ফেসবুকে যে স্ট্যাটাস
দিয়ে চাকরি হারালেন এশিয়ান
টিভির তৃপ্তি শাহানা
ডেস্ক : টেলিভিশন
মিডিয়ার
অবস্থা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত
করে সামাজিক যোগাযোগমাধ্যম
‘ফেসবুক’-এ স্ট্যাটাস দেওয়ায়
একটি বেসরকারি টেলিভিশনের
যুগ্ম বার্তা সম্পাদক
চাকরি হারিয়েছেন বলে অভিযোগ
পাওয়া গেছে।
জানা গেছে, এশিয়ান টিভি’র যুগ্ম
বার্তা সম্পাদক তৃপ্তি শাহানা গত
২৬ এপ্রিল
ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।
এতে তিনি টেলিভিশনের
মালিকদের নিয়ে ক্ষোভ প্রকাশ
করেন। বিষয়টি তার
চ্যানেলটি ভালোভাবে নেয়নি। এ
ঘটনায় এশিয়ান টিভির মালিক
পক্ষ শাহানাকে তার দায়িত্ব
থেকে অব্যাহতি দেয় বলে অভিযোগ
পাওয়া গেছে।
এই ঘটনায় চ্যানেলটিতে কর্মরত
অন্যান্য সাংবাদিকরাও মর্মাহত
হয়েছেন। মেনে নিতে পারছেন
না সহকর্মীর চাকরি হারানোর
বিষয়টি। তবে নিজেদের
চাকরি হারানোর ভয়ে তারাও কিছু
বলতে পারছেন না।
তৃপ্তি শাহানার স্ট্যাটাস
‘মিডিয়ার অবস্থা কি…..?
কি চলছে টিভি চ্যানেলগুলোতে..
কি করছেন মালিক পক্ষ…?
প্রতি মাসের বেতন পরের মাসের
শেষে দিচ্ছেন….
কোনো মাসে আবার দিচ্ছেন
অর্ধেক… অফিসে পিক বন্ধ.. রাত
১২:৩০ তে ড্রপ দেয়া হয়.. তাও
যেদিন চেয়ারম্যান বা এমডির
পারিবারিক অনুষ্ঠান থাকে সেদিন
ড্রপয়ের নিশ্চয়তা থাকে না……
কারণ গাড়ি সবগুলোই ব্যস্ত
থাকে তাদের কাজে….মালিকপক্ষ
ের কোনো প্রোগ্রাম
থাকলে তা আবার নিউজ
দিতে হবে..মাষ্ট…..
কাজ
করতে এসেছি বলে তো নিজেকে বিক্রি করে দেই
নাই…
মালিক পক্ষ যদি ভেবে থাকেন
কিছু টাকা দিয়ে আমাদের
কিনে নিয়েছেন…তবে মহা ভুল
করছেন…।’

posted from Bloggeroid

No comments: