Headlines



gazitv2

w41j

gazitv

Saturday, May 17, 2014

ডেস্ক :কাল ফের কাঠগড়ায় দাঁড়াবেন হালের অন্যতম আলেচিত ও বিতর্কিত সংগীতশিল্পী আরফিন রুমি। তবে পুরনো সেই মামলায় নয়, নতুন মামলার কারণে।

ডেস্ক :কাল ফের কাঠগড়ায় দাঁড়াবেন হালের
অন্যতম আলেচিত ও বিতর্কিত
সংগীতশিল্পী আরফিন রুমি। তবে পুরনো সেই
মামলায় নয়, নতুন মামলার কারণে। গত ৩০
এপ্রিল রুমির প্রথম স্ত্রী লামিয়া ইসলাম
অনন্যা ঢাকার সিএমএম আদালতে এ
মামলাটি দায়ের করেন। মেট্রোপলিটন
ম্যাজিস্ট্রেট কেশব রায় চৌধুরী বাদীর
জবানবন্দি গ্রহণ করে ১৮ মে আরফিন
রুমিকে আদালতে হাজির হতে সমন
জারী করেছেন। মামলায় দ্বিতীয় বিয়ের
কাজি মাওলানা কাজী মো. নাছির
উদ্দিনকে মামলায় স্বাক্ষি করা হয়েছে।
এছাড়া দ্বিতীয় বিয়ের কাবিননামাও
আদালতে দাখিল করেছেন তিনি।
২০০৮ সালের ১৭ এপ্রিল আরফিন রুমির
সাথে বিয়ে হয় লামিয়া ইসলাম অনন্যার।
২০১০ সালের ২৯ সেপ্টেম্বর তাদের
একমাত্র পুত্র সামস তাবরীজ আরিয়ানের
জন্ম হয়। তার বয়স এখন ৪ বছর। মামলায়
বলা হয়, বিয়ের পর থেকেই রুমি লামিয়ার
পরিবারের কাছে যৌতুক দাবী করে আসছিল।
সর্বশেষ ২০ লাখ টাকা যৌতুক
না দিলে রুমি অনন্য বিয়ে করার হুমকি দেয়।
লামিয়া বলেন, রুমির চাহিদামতো যৌতুক
না দেওয়ায় রুমি ২০১২ সালের ২৪ অক্টোবর
আমেরিকা প্রবাসি জনৈকা কামরুননেসাকে দ্বিতীয়
বিয়ে করে।
অনন্যা জানান, দ্বিতীয় বিয়ের জন্য
রুমি তার কিংবা সালিশি পরিষদের কোন
অনুমতি নেননি। আর প্রথম
স্ত্রী কিংবা সালিশি পরিষদের
অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা ১৯৬১ সনের
মুসলিম পারিবারিক অধ্যাদেশের ৬(৫)(বি)
ধারার অপরাধ। এর আগে লামিয়ার দায়ের
করা নারী ও শিশু মামলায় গত বছরের ১২
অক্টোবর রাজধানীর মোহাম্মদপুর থানায়
দায়ের করা মামলায় মোহাম্মদপুরের
কাদেরাবাদ হাউজিংয়ের নিজ বাসা থেকে ভাই
এস এম ইয়াসিন রনিসহ গ্রপ্তোর হন রুমি।
ওইদিন শর্ত সাপেক্ষে জামিন পান তারা।
ওই মামলায় স্ত্রী অনন্যা অভিযোগ করেন,
২০১২
সালে আমেরিকা প্রবাসী কামরুননেসাকে বিয়ে করেন
রুমি। ওই বিয়ের কিছুদিন পরই দ্বিতীয়
স্ত্রী নিয়ে আমেরিকায় পাড়ি জমান তিনি।
পাশাপাশি বন্ধ করে দেন ছেলে ও প্রথম
স্ত্রীর ভরণ-পোষণ। শুধু তাই না,
আমেরিকা থেকে ফিরে ২০ লাখ
টাকা যৌতুকের
দাবিতে রুমি অনন্যাকে নিয়মিত নির্যাতন
করতেন ।
দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে জানতে চাইলে
অনন্যা বলেন, অনেকেই মনে করেন রুমির
দ্বিতীয় বিয়েতে আমার সম্মতি ছিল। অনেক
পত্রিকায় আমাদের তিনজনের
একসঙ্গে ছবিও ছাপা হয়েছে। কিন্তু এর
পেছনের রহস্য অনেকেই জানেন না।
অনেকটা ব্ল্যাকমেল করেই আমাকে চুপ
করে রাখা হয়েছিল। সেই সময় সন্তান
আরিয়ানকে তারা আমার কাছ
থেকে সরিয়ে নেয়। বলা হয়, কাবিননামায়
সম্মতি সই না দিলে আরিয়ানকে আর ফেরত
পাবে না। এর পর বেশ কয়েক দিন
আমাকে জোর করে আটকে রাখা হয়েছিল,
কারও সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি।
এ রকম অনেক অজানা কাহিনীই রয়েছে,
যা বলার মতো নয়। মুখ বুজে সহ্য
করে গেছি।
বাংলাদেশ প্রতিদিনকে আজ অনন্যার
মা জানিয়েছেন, আগামীকাল
মেয়ে অনন্যাকে নিয়ে আদালতে হাজির হবেন
তিনি। শুরু হবে দ্বিতীয় মামলার বিচারিক
কার্যক্রম। তিনি আরও জানান, এই মামলায়
রুমির দ্বিতীয় স্ত্রী কামরুন নেসাকেও
ডাকতে পারেন আদালত। কিন্তু এই
ভয়ে চলতি মাসের প্রথম সপ্তাহেই কামরুন
নেসা পাড়ি জমিয়েছেন নিউইয়র্কে।


Posted via Blogaway

No comments: