ক্রীড়া ডেস্ক : ম্যাচের পনেরোতম ওভার, পর
পর দুই ছয় হাকানো গেইলকে অফ স্পিনের
ঘূর্নিতে ফিরিয়েই দিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ।
স্বাগতিক দেশের আম্পায়ার জর্জ
ব্র্যাথওয়েটও আঙ্গুল উচিয়ে আউট দিয়েছিলেন।
কিন্তু ডিলেইড রিভিউ সিস্টেমের
(ডিআরএস)কল্যানে বেচে যান ক্রিস গেইল।
শুরুটা ধীরগতিতে করলেও সময়ের সাথে খোলস
খুলে বের হয়েছেন এই ব্যাটিং দানব। ৪ ছয় আর ৩
চারে অপরাজিত আছে ৪৪ রানে। সেই
সাথে ওয়েস্ট ইন্ডিজও শুরুর
থাকে কাটিয়ে পৌছে গেছে শক্ত অবস্থানে।
তাদের সংগ্রহ ১৫ ওভারে ১ উইকেটে ৬৮ রান।
ক্রিজে অপরাজিত আছেন ড্যারেন ব্রাভো। ওয়ান
ডাউনে নামা এই ব্যাটসম্যান ২২
রানে অপরাজিত রয়েছেন। এ দুজনের দারুন
ব্যাটিংয়ে দ্বিতীয় উইকেট জুটি কেবলই বড় হচ্ছে। গেইল-
ব্রাভো জুটি এখন ৬৩ রানে অবিচ্ছিন্ন রয়েছে।
এর আগে গ্রানাডায় টসে হেরে ব্যাট
করতে নামা ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই ওপেনার
এডওয়ার্ডসকে হারায়। তবে শুরুর
ধাক্কা কাটিয়ে উঠেছে স্বাগতিকরা। প্রথম
উইকেটের পতনের পর ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্রিস গেইলের
সঙ্গে জুটি বাঁধতে এসেছেন ড্যারেন ব্রাভো। প্রথম ৮.৩
ওভারে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ৩৫ রান।
ক্রিশ গেইল ২৭ ও ড্যারেন ব্রাভো ৭ রান নিয়ে ব্যাট
করছেন ৩ চার ও ২ ছয়ে গেইল এ রান করেন।
এর আগে বল হাতে শুরুতেই জ্বলে ওঠে বাংলাদেশ।
দলীয় ৫ রানেই স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ তাদের
প্রথম উইকেট হারায়। আগের ম্যাচে ৪ উইকেট
নেয়া আল-আমিন হোসেন নিজের প্রথম ওভারেই
উপড়ে ফেলেন এডওয়ার্ডসের উইকেট। রানের
খাতা খোলার আগেই সাজেঘরে ফেরেন তিনি।
এর
আগে গ্রানাডার
সেন্ট
জর্জে বাংলাদেশ
বনাম
ওয়েস্ট
ইন্ডিজের
মধ্যকার
দ্বিতীয়
একদিনের
ম্যাচে টস
জিতে প্রথমে ফিল্ডিং করার
সিদ্ধান্ত
নেন
বাংলাদেশ
অধিনায়ক
মুশফিকুর
রহিম।
বাংলাদেশ দলে আজ একটি পরিবর্তন এসেছে। পেসার
তাসকিন আহমেদের জায়গায় দলে ঢুকেছেন স্পিনার
আব্দুর রাজ্জাক। আজ বাংলাদেশ দল দুই
পেসার নিয়ে খেলছে। অন্যদিকে অপরিবর্তিত রয়েছে ওয়েস্ট
ইন্ডিজ একাদশ।
তিন ম্যাচ সিরিজের প্রথম
ওয়ানডেতে বাংলাদেশকে ৩
উইকেটে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিক
ওয়েস্ট ইন্ডিজ। দুই দল এ পর্যন্ত ২৬
ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ
জিতেছে ১৭টিতে আর বাংলাদেশ ৭টিতে। ফলাফল
আসেনি ২টি ম্যাচে।
আজকের ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন
করছেন পাকিস্তানের আলিম দার ও স্বাগতিক দেশের
জর্জ ব্র্যাথওয়েট
বাংলাদেশ দল:
তামিম ইকবাল, আনামুল হক, ইমরুল কায়েস,
শামসুর রহমান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ,
নাসির হোসেন, সোহাগ গাজী,
মাশরাফি মর্তুজা, আব্দুর রাজ্জাক, আল-
আমিন।
ওয়েস্ট ইন্ডিজ দল:
ক্রিস গেইল, ক্রিক এডওয়ার্ডস, ডোয়াইন ব্রাভো,
ল্যান্ডাল সিমন্স, ড্যারেন ব্রাভো, কিরেন
পোলার্ড, দিনেশ রামদিন, জ্যাসন হোল্ডার, সুনীল
নারিন, রবি রামপাল, কেমার রোচ।
পর দুই ছয় হাকানো গেইলকে অফ স্পিনের
ঘূর্নিতে ফিরিয়েই দিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ।
স্বাগতিক দেশের আম্পায়ার জর্জ
ব্র্যাথওয়েটও আঙ্গুল উচিয়ে আউট দিয়েছিলেন।
কিন্তু ডিলেইড রিভিউ সিস্টেমের
(ডিআরএস)কল্যানে বেচে যান ক্রিস গেইল।
শুরুটা ধীরগতিতে করলেও সময়ের সাথে খোলস
খুলে বের হয়েছেন এই ব্যাটিং দানব। ৪ ছয় আর ৩
চারে অপরাজিত আছে ৪৪ রানে। সেই
সাথে ওয়েস্ট ইন্ডিজও শুরুর
থাকে কাটিয়ে পৌছে গেছে শক্ত অবস্থানে।
তাদের সংগ্রহ ১৫ ওভারে ১ উইকেটে ৬৮ রান।
ক্রিজে অপরাজিত আছেন ড্যারেন ব্রাভো। ওয়ান
ডাউনে নামা এই ব্যাটসম্যান ২২
রানে অপরাজিত রয়েছেন। এ দুজনের দারুন
ব্যাটিংয়ে দ্বিতীয় উইকেট জুটি কেবলই বড় হচ্ছে। গেইল-
ব্রাভো জুটি এখন ৬৩ রানে অবিচ্ছিন্ন রয়েছে।
এর আগে গ্রানাডায় টসে হেরে ব্যাট
করতে নামা ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই ওপেনার
এডওয়ার্ডসকে হারায়। তবে শুরুর
ধাক্কা কাটিয়ে উঠেছে স্বাগতিকরা। প্রথম
উইকেটের পতনের পর ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্রিস গেইলের
সঙ্গে জুটি বাঁধতে এসেছেন ড্যারেন ব্রাভো। প্রথম ৮.৩
ওভারে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ৩৫ রান।
ক্রিশ গেইল ২৭ ও ড্যারেন ব্রাভো ৭ রান নিয়ে ব্যাট
করছেন ৩ চার ও ২ ছয়ে গেইল এ রান করেন।
এর আগে বল হাতে শুরুতেই জ্বলে ওঠে বাংলাদেশ।
দলীয় ৫ রানেই স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ তাদের
প্রথম উইকেট হারায়। আগের ম্যাচে ৪ উইকেট
নেয়া আল-আমিন হোসেন নিজের প্রথম ওভারেই
উপড়ে ফেলেন এডওয়ার্ডসের উইকেট। রানের
খাতা খোলার আগেই সাজেঘরে ফেরেন তিনি।
এর
আগে গ্রানাডার
সেন্ট
জর্জে বাংলাদেশ
বনাম
ওয়েস্ট
ইন্ডিজের
মধ্যকার
দ্বিতীয়
একদিনের
ম্যাচে টস
জিতে প্রথমে ফিল্ডিং করার
সিদ্ধান্ত
নেন
বাংলাদেশ
অধিনায়ক
মুশফিকুর
রহিম।
বাংলাদেশ দলে আজ একটি পরিবর্তন এসেছে। পেসার
তাসকিন আহমেদের জায়গায় দলে ঢুকেছেন স্পিনার
আব্দুর রাজ্জাক। আজ বাংলাদেশ দল দুই
পেসার নিয়ে খেলছে। অন্যদিকে অপরিবর্তিত রয়েছে ওয়েস্ট
ইন্ডিজ একাদশ।
তিন ম্যাচ সিরিজের প্রথম
ওয়ানডেতে বাংলাদেশকে ৩
উইকেটে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিক
ওয়েস্ট ইন্ডিজ। দুই দল এ পর্যন্ত ২৬
ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ
জিতেছে ১৭টিতে আর বাংলাদেশ ৭টিতে। ফলাফল
আসেনি ২টি ম্যাচে।
আজকের ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন
করছেন পাকিস্তানের আলিম দার ও স্বাগতিক দেশের
জর্জ ব্র্যাথওয়েট
বাংলাদেশ দল:
তামিম ইকবাল, আনামুল হক, ইমরুল কায়েস,
শামসুর রহমান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ,
নাসির হোসেন, সোহাগ গাজী,
মাশরাফি মর্তুজা, আব্দুর রাজ্জাক, আল-
আমিন।
ওয়েস্ট ইন্ডিজ দল:
ক্রিস গেইল, ক্রিক এডওয়ার্ডস, ডোয়াইন ব্রাভো,
ল্যান্ডাল সিমন্স, ড্যারেন ব্রাভো, কিরেন
পোলার্ড, দিনেশ রামদিন, জ্যাসন হোল্ডার, সুনীল
নারিন, রবি রামপাল, কেমার রোচ।
posted from Bloggeroid
No comments:
Post a Comment