Headlines



gazitv2

w41j

gazitv

Thursday, August 7, 2014

সৌদি আরবে আবারো শুরু হতে যাচ্ছে অবৈধ অভিবাসীদের ধর পাকড়

সৌদিআরব থেকে ফখরুল ইসলাম
সৌদি আবরে আবারো শুরু হতে যাচ্ছে অবৈধ
অভিবাসীদের ধর পাকড়।শ্রম ও স্বরাষ্ট্র
মন্ত্রনালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে এ
সিদ্ধান্ত নেওয়া বৈঠকের পর স্বরাষ্ট্র
মন্ত্রনালয়ের এক বিবৃতিতে জানানো হয়, শ্রম
সংক্রান্ত অপরাধের জন্য অর্থ্যাৎ কোন অবৈধ
শ্রমিক তার নিজ সৌদি মালিকের কাজ
ছাড়া অন্যত্র কাজ করা অবস্থায় ধরা পড়েন
তাহলে উভয় মালিককেই কঠোর শাস্তির
মুখোমুখি হতে হবে।
এক্ষেত্রে প্রথমবার ধরা পড়লে সৌদি মালিকদের
জরিমানা ঘুনতে হবে পনের হাজার রিয়াল এবং এক
বছর কোন শ্রমিক নিয়োগ দিতে পারবেনা। দ্বিতীয়
বার ধরা পড়লে ত্রিশ হাজার রিয়াল
জরিমানা এবং তিন মাসের জেল ও দুই বছর শ্রমিক
নিয়োগ বন্ধ এবং তৃতীয় বার ধরা পড়লে এক লক্ষ
রিয়াল জরিমানা এবং ছয় মাসের জেল ও পাঁচ বছর
পর্যন্ত শ্রমিক নিয়োগ নিষিদ্ধ করা হবে।
এছাড়া ফ্রি ভিসায় আসা অবৈধ শ্রমিক
ধরা পড়লে প্রথমবার পনের হাজার রিয়াল রিয়াল
জরিমানা, দ্বিতীয় বার পঁচিশ হাজার রিয়াল
জরিমানা ও তিন মাসের জেল এবং তৃতীয় বার
পঞ্চাশ হাজার রিয়াল জরিমানাসহ ছয় মাসের
জেল। বিবৃতিতে সৌদি মালিকদের বলা হয়
তারা জেন তাদের পলাতক শ্রমিকদের নাম পুনরায়
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে জমা করে।
উল্লেখ্য সৌদি আরবের নিতাকাত সিস্টেম
বাস্তবায়ন ও সৌদি নাগরিকদের কর্মসংস্থান
বাড়ানোর জন্য নানা পদক্ষেপ
হাতে নিয়েছে সৌদি আরব শ্রম মন্ত্রনালয়।

posted from Bloggeroid

No comments: