শহরে হরতাল চলাকালে তাণ্ডব
চালিয়েছে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন
ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এ সময়
তারা বঙ্গবন্ধু সড়ক অবরোধ করে অন্তত
১০টি যানবাহন ভাঙচুর করে। এ ঘটনায়
একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সকাল ৮টার দিকে তারা বঙ্গবন্ধু
সড়কে এ যানবহন ভাঙচুর করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টায় শহরের
গলাচিপা এলাকা থেকে শিবিরের ৩০ থেকে ৪০ জন
কর্মী লাঠিসোটা নিয়ে মিছিল বের করে।
তারা বঙ্গবন্ধু সড়কে ইটপাটকেল ও বাঁশ
ফেলে অবরোধ করে রাখে। শিবিরের লোকজন
সড়কে মিছিল করে হরতালের পক্ষে স্লোগান দেয়ার
সময়ে পুলিশ এসে বাধা দেয়। তখন পুলিশের
সঙ্গে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল
নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় পুলিশ লাঠিচার্জ
করে। শিবিরের লোকজন তখন একটি কাভার্ডভ্যান,
দুটি সিএনজি চালিত অটোরিকশা, পিকআপভ্যান ও
বাসসহ ১০টি যানবাহন ভাঙচুর করে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের
জানান, শিবিরের লোকজন জড়ো হওয়ার আগেই পুলিশ
লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। একজন শিবির
কর্মীকে আটক করা হয়েছে।
এদিকে, হরতালে সকাল থেকে নারায়ণগঞ্জে যান
চলাচল রয়েছে অনেক কম। ঢাকা-সিলেট ও ঢাকা-
চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল করছে অন্যদিনের
তুলনায় কম।
চালিয়েছে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন
ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এ সময়
তারা বঙ্গবন্ধু সড়ক অবরোধ করে অন্তত
১০টি যানবাহন ভাঙচুর করে। এ ঘটনায়
একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সকাল ৮টার দিকে তারা বঙ্গবন্ধু
সড়কে এ যানবহন ভাঙচুর করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টায় শহরের
গলাচিপা এলাকা থেকে শিবিরের ৩০ থেকে ৪০ জন
কর্মী লাঠিসোটা নিয়ে মিছিল বের করে।
তারা বঙ্গবন্ধু সড়কে ইটপাটকেল ও বাঁশ
ফেলে অবরোধ করে রাখে। শিবিরের লোকজন
সড়কে মিছিল করে হরতালের পক্ষে স্লোগান দেয়ার
সময়ে পুলিশ এসে বাধা দেয়। তখন পুলিশের
সঙ্গে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল
নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় পুলিশ লাঠিচার্জ
করে। শিবিরের লোকজন তখন একটি কাভার্ডভ্যান,
দুটি সিএনজি চালিত অটোরিকশা, পিকআপভ্যান ও
বাসসহ ১০টি যানবাহন ভাঙচুর করে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের
জানান, শিবিরের লোকজন জড়ো হওয়ার আগেই পুলিশ
লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। একজন শিবির
কর্মীকে আটক করা হয়েছে।
এদিকে, হরতালে সকাল থেকে নারায়ণগঞ্জে যান
চলাচল রয়েছে অনেক কম। ঢাকা-সিলেট ও ঢাকা-
চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল করছে অন্যদিনের
তুলনায় কম।
posted from Bloggeroid
No comments:
Post a Comment