ওয়েব ডেস্ক: ক্রিকেটে ওভার
বাউন্ডারি মানে ছয় রান এমন ভাবনায় বদল
আসছে। আমেরিকান প্রিমিয়র লিগে বড় ওভার
বাউন্ডারির ক্ষেত্রে ছয় রানের বদলে আট রান
দেওয়ার কথা নিয়ে চিন্তাভাবনা চলছে।
আমেরিকান প্রিমিয়র লিগের প্রধান হয়েছেন
সনত্ জয়সূর্য। ক্রিকেট এখনও মার্কিনীদের
কাছে বেশ অপরিচিত খেলা। বেসবলের
সঙ্গে অনেক মিল থাকলেও মার্কিন
মুলুকে ক্রিকেটকে ছডি়য়ে দিতে বেগ পেতে হচ্ছে।
বিশ্বের সুপার পাওয়ার এই
দেশে ক্রিকেটকে ছড়িয়ে দওয়ার
লক্ষ্যে একটি সমীক্ষা করা হয়। দেখা যায় আম
আমেরিকানদের কাছে ক্রিকেটের সবচেয়ে ভাল
লাগার অংশ হল স্টেডিয়ামে বসে থেকে ক্যাচ
লোফাটা। মানে যতবার ওভার
বাউন্ডারি হয়ে বলে দর্শকাসনে আসে ততবার
খুশিতে মেতে ওঠেন ক্রিকেট
দেখতে আসা আমেরিকানরা। আর তাই ঠিক
করা হয়েছে ওভার বাউন্ডারির দৈর্ঘ্য বড়
হলে ছয়ের বদলে আট রান দেওয়া হবে।
সেক্ষেত্রে দর্শকদের কাছে খেলা নিয়ে উত্সাহ
বাড়বে। আয়োজকদের এক টুইট অনুযায়ী ৮০
মিটার দীর্ঘ ওভার
বাউন্ডারি ক্ষেত্রে ব্যাটসম্যান পাবেন আট
রান। যদিও এখনও এই ব্যাপারে চূড়ান্ত
সিদ্ধান্ত নেওয়া হয়নি।
ক্রিকেটের আকর্ষণ বাড়াতে নিত্য নতুন
চিন্তাভাবনা চলছে। বাইশ গজের খেলাকে পাঁচ
দিন থেকে একদিনে নামিয়ে আনার পরেও সেই
চিন্তাভাবনা থেমে থাকেনি। এরপর খেলায়
গতি আনতে কুড়ি ওভারের ম্যাচ শুরু হয়েছে।
খেলায় এসেছে চিয়ারলির্ডাসরাও। কিন্তু
সমীক্ষার করে দর্শকদের আনন্দ দেওয়ার জন্য
খেলার একেবারে বেসিকে বদল আনার এমন
রীতি সত্যি অভিনব হতে চলেছে।
বাউন্ডারি মানে ছয় রান এমন ভাবনায় বদল
আসছে। আমেরিকান প্রিমিয়র লিগে বড় ওভার
বাউন্ডারির ক্ষেত্রে ছয় রানের বদলে আট রান
দেওয়ার কথা নিয়ে চিন্তাভাবনা চলছে।
আমেরিকান প্রিমিয়র লিগের প্রধান হয়েছেন
সনত্ জয়সূর্য। ক্রিকেট এখনও মার্কিনীদের
কাছে বেশ অপরিচিত খেলা। বেসবলের
সঙ্গে অনেক মিল থাকলেও মার্কিন
মুলুকে ক্রিকেটকে ছডি়য়ে দিতে বেগ পেতে হচ্ছে।
বিশ্বের সুপার পাওয়ার এই
দেশে ক্রিকেটকে ছড়িয়ে দওয়ার
লক্ষ্যে একটি সমীক্ষা করা হয়। দেখা যায় আম
আমেরিকানদের কাছে ক্রিকেটের সবচেয়ে ভাল
লাগার অংশ হল স্টেডিয়ামে বসে থেকে ক্যাচ
লোফাটা। মানে যতবার ওভার
বাউন্ডারি হয়ে বলে দর্শকাসনে আসে ততবার
খুশিতে মেতে ওঠেন ক্রিকেট
দেখতে আসা আমেরিকানরা। আর তাই ঠিক
করা হয়েছে ওভার বাউন্ডারির দৈর্ঘ্য বড়
হলে ছয়ের বদলে আট রান দেওয়া হবে।
সেক্ষেত্রে দর্শকদের কাছে খেলা নিয়ে উত্সাহ
বাড়বে। আয়োজকদের এক টুইট অনুযায়ী ৮০
মিটার দীর্ঘ ওভার
বাউন্ডারি ক্ষেত্রে ব্যাটসম্যান পাবেন আট
রান। যদিও এখনও এই ব্যাপারে চূড়ান্ত
সিদ্ধান্ত নেওয়া হয়নি।
ক্রিকেটের আকর্ষণ বাড়াতে নিত্য নতুন
চিন্তাভাবনা চলছে। বাইশ গজের খেলাকে পাঁচ
দিন থেকে একদিনে নামিয়ে আনার পরেও সেই
চিন্তাভাবনা থেমে থাকেনি। এরপর খেলায়
গতি আনতে কুড়ি ওভারের ম্যাচ শুরু হয়েছে।
খেলায় এসেছে চিয়ারলির্ডাসরাও। কিন্তু
সমীক্ষার করে দর্শকদের আনন্দ দেওয়ার জন্য
খেলার একেবারে বেসিকে বদল আনার এমন
রীতি সত্যি অভিনব হতে চলেছে।
posted from Bloggeroid
No comments:
Post a Comment