Headlines



gazitv2

w41j

gazitv

Friday, September 19, 2014

হলিউড গানের নকল যে বিখ্যাত বলিউড গানগুলো!

একবার চিন্তা করুন তো! নতুন আসা ভালো কোন
হিন্দী গানের সাথে মাথা নাড়ছেন আর ভাবছেন- এত
সুন্দর সুর কি করে তৈরি করতে পারলেন সুরকার!
ভাবতে ভাবতে ফেসবুকে একটা আপডেটও
দিয়ে দিলেন গানটি নিয়ে। কিন্তু এর কয়েক মিনিট পর
ফেসবুকের আপডেটটির নিচে লেখা এক বন্ধুর কমেন্ট
পড়ে আপনার মাথাই ঘুরে গেল। ঘুরবে না আবার?
বন্ধুটি যে বলছে আপনি যেই গানটি শুনে তার
সুরকারের প্রশংসায় মুগ্ধ, সেটি নাকি অন্য
একটি গান থেকে একদম মেরে দেওয়া! শুধু বলাই
নয়। প্রমাণ হিসেবে কমেন্টের সাথে সাথে সেই
আসল গানটির লিঙ্কটিও সে দিয়ে দিয়েছে। মনটা খুব
খারাপ হয়ে যাবে, তাইনা?
বলিউড কেবল সিনেমাই নকল করে না, কাহিনী চুরির
সাথে সাথে তারা গানও চুরি করে থাকে। অদ্ভুত
ব্যাপারটা হচ্ছে, বলিউডের সবচাইতে বিখ্যাত
গানগুলোর বেশিরভাগই হলিউড থেকে নকল করা!
বিশ্বাস হলো না? তাহলে দেখে নিন আজকের এই
তালিকা। যেখানে আসল উৎস সহ দেয়া হলো নকল
গানের প্রমাণ। আপনি জানেন কি, কুছ কুছ
হোতা হ্যায় সিনেমার সেই বিখ্যাত "কোই মিল
গ্যায়া" গানটাও আসলে নকল?
১. গান- কামবাখত ইশক
ছবি- প্যায়ার তুনে ক্যায়া কিয়া
মূল গান- এইরিয়ান
২০০ সালের জনপ্রিয় এই ছবির গানটির সুর
নেওয়া হয় কোন গায়কের কাছ থেকে নয়,
একটি সুরদলের কাছ থেকে। আর দলটির নাম ছিল
আফ্রো সেল্ট সাউন্ড সিস্টেম।
২. গান- ইউহি কাট যায়েগা সাফার
ছবি- হাম হ্যায় রাহি প্যায়ার কে
মূল গান- লাভলি লেডিঅফ আর্কেডিয়া
আমির খান ও জুহি চাওলা অভিনীত বিখ্যাত এই
ছবিটির জনপ্রিয় এই গানটির সুর তখনকার সুরকার
নাদিম-শ্রাবণ জুটি নিয়েছিলেন গ্রীক ডেমিস
রুসোজের কাছ থেকে।
৩. গান- বাবুজী ধীরে চালনা
ছবি- আর পার
মূল গান- পারহ্যাপস পারহ্যাপস পারহ্যাপস
৫০ এর দশকের বিখ্যাত এই গানের সুরটি ওপি নায়ার
নিয়েছিলেন ৪০ এর আমেরিকান গায়ক ডোরিস ডে এর
কাছ থেকে।
৪. গান- প্যায়ার তুনে ক্যায়া কিয়া
ছবি-প্যায়ার তুনে ক্যায়া কিয়া
মূল গান- এক্সোরসিস্ট ২
প্যায়ার তুনে ক্যায়া কিয়া ছবির মূল গানটিতেও
অনুকরণ করা হয়েছিল অন্য একটি গানের। আর
গানটির গায়ক ছিলেন এন্নিও মরিকোনে।
৫. গান- কোয়ি মিল গ্যায়া
ছবি- কুছ কুছ হোতা হ্যায়
মূল গান- টেক দ্যাট লুক অফ ইউর ফেইস
৯০ দশকের সবচাইতে জনপ্রিয় গানগুলোর
মধ্যে একটি গান এটি। তবে কষ্টকর হলেও
সত্যি যে এই গানটির সুরও হেলেন ওয়েলস এন্ড
দ্যা কোম্পানির গান থেকে নেওয়া।
৬. গান- আকেলে হ্যায় হাম তো ক্যায়া গাম হ্যায়
ছবি- কেয়াম সে কেয়ামত তাক
মূল গান- রিটার্ন টু দ্যা অ্যালামো
বিখ্যাত সঙ্গীত পরিচালক আনান্দ-মিলিন্দের
তৈরি করা সুরের ওপর ভর করে আরো বেশি জনপ্রিয়
হওয়া বিখ্যাত এই ছবিটির এই পরিচিত গানটির সুর
নেওয়া হয়েছিল রক গ্রুপ দ্যা শ্যাডোও এর কাছ
থেকে।
৭. গান- ল্যায়লা ম্যায় ল্যায়লা
ছবি- কুরবানি
মূল গান- চিকানো
ব্ল্যাক ব্লাডের গাওয়া চিকানো গানটির অনুকরণ
হরেও ৭০ ও ৮০ এর দশকে বেশ জনপ্রিয়তা পায়
গানটি।
৮. গান- মেহবুবা মেহবুবা
ছবি- শোলে
মূল গান- সে ইউ লাভ মি
ভারতীয় ছবির ঐতিহ্যের প্রতীক শোলে ছবির এই
গানটিও নেওয়া হয় ডেমি রোসেজের কাছ থেকে।
৯. গান- গুপ্ত
ছবি- গুপ্ত
মূল গান- ডিপ ফরেস্ট
ফ্রান্সের ব্যান্ড ডিপ ফরেস্টের গান ডিপ ফরেস্ট
থেকে নেওয়া হয় গুপ্ত ছবির এই টাইটেল ট্র্যাকটি।
১০.গান- হরে কৃষ্ণা হরে রাম
ছবি- ভুল ভুলাইয়া
মূল গান- মাই লেকন
জেএলটির গাওয়া গানের অনুকরণে এই
গানটি বানিয়েছিলেন বিখ্যাত সঙ্গীত পরিচালক
প্রীতম।

posted from Bloggeroid

No comments: