Headlines



gazitv2

w41j

gazitv

Tuesday, September 23, 2014

২০২২ বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হবে না, হবে ইউরোপে

২০২২ সালে কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে অনেক
দিন ধরেই চলছিল সমালোচনা। আয়োজক
হিসেবে কাতারের নির্বাচিত হওয়া, বিশ্বকাপ ফুটবল
আয়োজনের সময় কাতারের তাপমাত্রা,
অবকাঠামো নির্মাণে যুক্ত শ্রমিকদের ওপর
অমানুষিক নির্যাতনসহ নানা বিষয়ে অভিযোগ ছিল।
তবে অভিযোগ-সমালোচনার পরও কঠোর সিদ্ধান্ত
নেওয়ার ব্যাপারে ইতস্তত করছিল বিশ্বফুটবলের
সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে এবার ফিফার
শীর্ষস্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, কাতার
থেকে বিশ্বকাপের ভেন্যু সরিয়ে নেওয়ার
কথা বিবেচনা করছে ফিফা। তবে এ
ব্যাপারে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেয়নি সংস্থাটি।
সোমবার ফিফার নির্বাহী কমিটির সদস্য থিও
সোয়ানসিগার জার্মান ক্রীড়া সাপ্তাহিক স্পোর্ট
বিল্ডকে বলেন, ‘ব্যক্তিগতভাবে অামি মনে করছি,
২০২২ সালের বিশ্বকাপ কাতারে হচ্ছে না।’
তাপামাত্রা নিয়ন্ত্রণে নানা প্রযুক্তিগত উন্নয়নের
কথা বলে আসছিল কাতার। তবে ফিফার এই
কর্মকর্তা বলেন, ‘কাতারের এমন
পরিস্থিতিতে বিশ্বকাপের দায়িত্ব
নিতে পারবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট স্বাস্থ্য
কর্মকর্তারা। কাতার হয়তো স্টেডিয়ামের
তাপমাত্রা নিয়ন্ত্রণে সব ব্যবস্থাই করছে। কিন্তু
শুধু স্টেডিয়ামকে কেন্দ্র করেই তো আর বিশ্বকাপ
আয়োজন হয় না। সারা বিশ্ব থেকে ভক্ত-
সমর্থকরা ওই সময় কাতারে আসবে। আর এই
তাপমাত্রা হয়তো তাদের জন্য শারীরিক হুমকি হয়েও
দেখা দিতে পারে। তাই ফিফা এ নিয়ে জবাব
দিতে রাজি নয়। ‘
থিও সোয়ানসিগার স্পোর্ট
বিল্ডকে আরো জানিয়েছেন, ফিফা চাইছে কাতার
থেকে ইউরোপীয় কোনও ভেন্যুতে বিশ্বকাপের এ
আয়োজন স্থানান্তর করা। আয়োজনের জন্য সময়
বেছে নেয়া হবে শীতকালকে।
কাতার ২০২২ বিশ্বকাপের স্বাগতিক স্বত্ত্ব
পাওয়ার পর থেকেই শুরু হয় নানা সমালোচনা।
গ্রীষ্মে, বিশেষ করে বিশ্বকাপের সময় জুন-
জুলাইয়ে কাতারের তাপমাত্রা থাকে ৪৫ ডিগ্রির
বেশি। এমন গরমে খেলোয়াড়রা মাঠে স্বস্তি বোধ
করবে কি-না, এ নিয়ে আগেই সন্দেহ প্রকাশ
করেছিল অনেকেই।
এছাড়া কাতারে স্টেডিয়াম নির্মাণ
করতে গিয়ে শ্রমিকদের নিহত হওয়া ও মানবেতর
জীবন যাপনের অভিযোগ ওঠার পরও সমালোচনার
মুখে পড়তে হচ্ছে ফিফাকে। কিছুদিন
আগে ইংল্যান্ডের দ্য গার্ডিয়ানের এক
অনুসন্ধানী প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বকাপের
অবকাঠামো নির্মাণ প্রকল্পে কাজ
করতে গিয়ে অনিরাপদ ও মানবেতর পরিস্থিতির
কারণে কাতারে এক হাজারেরও বেশি নেপালি শ্রমিক
মারা গেছে।
সম্প্রতি এ নিয়ে সমালোচনা তীব্র হয় ব্রিটিশ
আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক শ্যাডো মিনিস্টার
মারফির কাতার সফরের পর থেকে।
মারফি কাতার সফর শেষে গণমাধ্যমকে ফিফার
সমালোচনা করে বলেন, কাতারে স্টেডিয়ামগুলোর
উন্নয়ন প্রকল্পে শ্রমিকরা অমানবিকভাবে কাজ
করছে। সেখানে তারা ৫০ ডিগ্রি তাপমাত্রায় কাজ
করে। আর বিষয়টি যাতে কেউ টের না পায় তাই
মাঝরাতে নিজেদের ক্যাম্পে ফেরে শ্রমিকরা।
২০২২ সালে কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে অনেক
দিন ধরেই চলছিল সমালোচনা। আয়োজক
হিসেবে কাতারের নির্বাচিত হওয়া, বিশ্বকাপ ফুটবল
আয়োজনের সময় কাতারের তাপমাত্রা,
অবকাঠামো নির্মাণে যুক্ত শ্রমিকদের ওপর
অমানুষিক নির্যাতনসহ নানা বিষয়ে অভিযোগ ছিল।
তবে অভিযোগ-সমালোচনার পরও কঠোর সিদ্ধান্ত
নেওয়ার ব্যাপারে ইতস্তত করছিল বিশ্বফুটবলের
সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে এবার ফিফার
শীর্ষস্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, কাতার
থেকে বিশ্বকাপের ভেন্যু সরিয়ে নেওয়ার
কথা বিবেচনা করছে ফিফা। তবে এ
ব্যাপারে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেয়নি সংস্থাটি।
সোমবার ফিফার নির্বাহী কমিটির সদস্য থিও
সোয়ানসিগার জার্মান ক্রীড়া সাপ্তাহিক স্পোর্ট
বিল্ডকে বলেন, ‘ব্যক্তিগতভাবে অামি মনে করছি,
২০২২ সালের বিশ্বকাপ কাতারে হচ্ছে না।’
তাপামাত্রা নিয়ন্ত্রণে নানা প্রযুক্তিগত উন্নয়নের
কথা বলে আসছিল কাতার। তবে ফিফার এই
কর্মকর্তা বলেন, ‘কাতারের এমন
পরিস্থিতিতে বিশ্বকাপের দায়িত্ব
নিতে পারবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট স্বাস্থ্য
কর্মকর্তারা। কাতার হয়তো স্টেডিয়ামের
তাপমাত্রা নিয়ন্ত্রণে সব ব্যবস্থাই করছে। কিন্তু
শুধু স্টেডিয়ামকে কেন্দ্র করেই তো আর বিশ্বকাপ
আয়োজন হয় না। সারা বিশ্ব থেকে ভক্ত-
সমর্থকরা ওই সময় কাতারে আসবে। আর এই
তাপমাত্রা হয়তো তাদের জন্য শারীরিক হুমকি হয়েও
দেখা দিতে পারে। তাই ফিফা এ নিয়ে জবাব
দিতে রাজি নয়। ‘
থিও সোয়ানসিগার স্পোর্ট
বিল্ডকে আরো জানিয়েছেন, ফিফা চাইছে কাতার
থেকে ইউরোপীয় কোনও ভেন্যুতে বিশ্বকাপের এ
আয়োজন স্থানান্তর করা। আয়োজনের জন্য সময়
বেছে নেয়া হবে শীতকালকে।
কাতার ২০২২ বিশ্বকাপের স্বাগতিক স্বত্ত্ব
পাওয়ার পর থেকেই শুরু হয় নানা সমালোচনা।
গ্রীষ্মে, বিশেষ করে বিশ্বকাপের সময় জুন-
জুলাইয়ে কাতারের তাপমাত্রা থাকে ৪৫ ডিগ্রির
বেশি। এমন গরমে খেলোয়াড়রা মাঠে স্বস্তি বোধ
করবে কি-না, এ নিয়ে আগেই সন্দেহ প্রকাশ
করেছিল অনেকেই।
এছাড়া কাতারে স্টেডিয়াম নির্মাণ
করতে গিয়ে শ্রমিকদের নিহত হওয়া ও মানবেতর
জীবন যাপনের অভিযোগ ওঠার পরও সমালোচনার
মুখে পড়তে হচ্ছে ফিফাকে। কিছুদিন
আগে ইংল্যান্ডের দ্য গার্ডিয়ানের এক
অনুসন্ধানী প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বকাপের
অবকাঠামো নির্মাণ প্রকল্পে কাজ
করতে গিয়ে অনিরাপদ ও মানবেতর পরিস্থিতির
কারণে কাতারে এক হাজারেরও বেশি নেপালি শ্রমিক
মারা গেছে।
সম্প্রতি এ নিয়ে সমালোচনা তীব্র হয় ব্রিটিশ
আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক শ্যাডো মিনিস্টার
মারফির কাতার সফরের পর থেকে।
মারফি কাতার সফর শেষে গণমাধ্যমকে ফিফার
সমালোচনা করে বলেন, কাতারে স্টেডিয়ামগুলোর
উন্নয়ন প্রকল্পে শ্রমিকরা অমানবিকভাবে কাজ
করছে। সেখানে তারা ৫০ ডিগ্রি তাপমাত্রায় কাজ
করে। আর বিষয়টি যাতে কেউ টের না পায় তাই
মাঝরাতে নিজেদের ক্যাম্পে ফেরে শ্রমিকরা।

No comments: