Headlines



gazitv2

w41j

gazitv

Saturday, August 16, 2014

সফটওয়্যার ছাড়াই youtube এর ভিডিও ডাউনলোড!

ইউটিউব থেকে প্রয়োজনীয় ও পছন্দের
ভিডিওটি ডাউনলোড করতে অনেকে উপযুক্ত
সফটওয়্যার খুঁজতে গিয়ে হয়রান হয়ে যেতে হয়
মাঝে মাঝেই। একসময় ওউগ বেশ জনপ্রিয় ছিল।
কিন্তু এর ট্রায়াল ভার্সন বা ক্র্যাক নিয়ে খুব
একটা সন্তুষ্ট থাকা যায় না। আরো অনেক
সফটওয়্যা আছে যেগুলো ট্রায়াল ভার্সন বা সীমিত
সুবিধা দেয়।
অনেকে আবার সফটওয়্যারের ঝামেলায়
না গিয়ে ফায়ারফক্স বা ক্রোমের কিছু প্লাগইন
ব্যবহার করেন। কেউ অনলাইনে কনভার্ট
করে ডাউনলোড করেন। এগুলোও কম ঝক্কির কাজ
নয়।
এখানে এমন একটি ম্যাজিক টিপস
দেয়া হলো যাতে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোডের
জন্য আপনাকে ওসব কিছুর কোনোটারই দ্বারস্থ
হতে হবে না।
এর জন্য যা করতে হবে:
১. ইউটিউবে গিয়ে পছন্দের ভিডিওটি চালু করুন।
২. ভিডিওটির টজখ এ গিয়ে youtube এর শুরুতে ss
টাইপ করে এন্টার চাপুন। উদাহরণস্বরূপ:
লিংকটি যদি হয় http://www.youtube.com/
watcqv=….. ,তাহলে লিখুনhttp://
www.ssyoutube.com/watcqv=… .
৩. ব্রাউজারকে SaveFrom.net সাইটে রি-ডিরেক্ট
করবে।
৪. ডানদিকের download links থেকে পছন্দের
ফরম্যাটটি নির্বাচন করুন এবং লিংকটিতে ক্লিক
করুন। ডাউনলোড শুরু হয়ে যাবে।

posted from Bloggeroid

No comments: