দাবি করে সাভারে আমেনা বেগম মানের এক
নারী দীর্ঘ ১২ বছর ধরে প্রায়ই
রাতে গাছে অবস্থান করেন। কেউ তাকে গাছ
থেকে নামাতে চাইলে তিনি তাকে ভয় দেখান
এবং বলেন ঘাড় মটকে দিবেন।
৩৫ বছর বয়সের নারী আমেনা বেগম সাভার
পৌরসভার রেডিও কলোনি এলাকার বাসিন্দা।
তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন,
যদিও তার পরিবারের সদস্যরা বলছেন
তাকে জ্বিনে ধরেছে। ফলে তিনি অস্বাভাবিক
নানান কাজ করে থাকেন। পরিবারের সদস্য
আমেনার ছেলে মঞ্জিল হোসেন জানান, আমার
মাকে জ্বিনে ধরেছে। তিনি যখন
জ্বিনে ধরে তখন নানান অস্বাভাবিক কাজ
করেন। তিনি ১২ বছর ধরে বিভিন্ন সময় গাছের
মগ ডালে রাত কাটান। এক্ষেত্রে কেউই
তাকে নিছে নামিয়ে আনতে পারেনা।
এদিকে মঞ্জিলের বোন রুবিনা বেগম বলেন,
সঙ্গীয় জ্বিনের কারনেই আমার
মা গাছে ছড়ে বসে। মাঝে মাঝে আমার মায়ের
গলার স্বর (কন্ঠ) পরিবর্তন হয়ে যায়। এসময়
মায়ের উপর সঙ্গীয় জ্বিনের আসর করে বলেই
এমন হয়। আমরা মাকে অনেক কবিরাজের কাছেই
নিয়ে গেছি কিন্তু মায়ের সঙ্গীয় জ্বিনের অনেক
ক্ষমতা তাই কেউই কিছু করতে পারেনি।
সম্প্রতি রাত ৮টার দিকে মিলিটারী ফার্মের
বনে আম গাছে ওই নারীর অদ্ভুদ কথোপকথোন
শুনতে পান এক পথচারী। পথচারী ভয়
পেয়ে উপরে তাকিয়ে দেখেন গাছের চুড়ায় এক
নারী বসে আছে এবং সে বিকৃত কণ্ঠে বকছে।
এসময় তিনি ঢাকা-আরিচা মহাসড়কে টহলরত
পুলিশকে ডেকে বিষয়টি দেখান। পুলিশ
নিজেরা অনেক চেষ্টা করেও
আমেনা বেগমকে নামাতে পারেননি। পরে সাভার
মডেল থানার পরিদর্শক (তদন্ত) দিপকচন্দ্র
সাহা, ফায়ার সার্ভিস সদস্যরা এসেও
তাকে নামাতে পারেনি। উলটা ওই
মহিলা সবাইকে ঘাড় মটকে নেয়ার ভয় দেখান
এবং পরিবারের সাওবাইকে দেখে নিবেন বলেন
হুমকি দেন। পরে অবশ্য প্রায় ৮
ঘণ্টা অতিবাহিত হলে তিনি নিজেই গাছ
থেকে নেমে আসেন এবং অজ্ঞান হয়ে যান।

No comments:
Post a Comment