বিনোদন ডেস্ক “অবশেষে বহু কাঠখড়
পেরিয়ে কবির খান তার
পরবর্তীসিনেমা‘বাজরাঙ্গি ভাইজান’-
এর কাজ শুরু করলেন। দিল্লীর
শুটিং স্পটে ইতোমধ্যেই সিনেমার শুটিংয়ের
কাজ শুরু
করে দিয়েছে ‘বাজরাঙ্গি ভাইজান’-এর
পুরো টিম। এই সিনেমার প্রধান
দুটি চরিত্রে অভিনয় করছেন সালমান
খান এবং কারিনা কাপুর খান।
সালমান খান আর
কারিনা কাপুরের বিপরীতে কোন
সিনেমাতে অভিনয় করবেন না এমন
ঘোষণা দিয়েছিলেন খোদ সালমানই।
এদিকে এই সিনেমার জন্য সালমানের
বিপরীতে কবিরের প্রথম পছন্দ ছিল
কারিনা।
কিন্তু সালমানের ইচ্ছার বিরুদ্ধে কোন
কাজ করতে নারাজ কবির। আর তাই
বেশ অনেক সময় নিয়েই
সালমানকে বোঝান কবির। অতঃপর
সালমান আর না করতে পারেননি।
পেরিয়ে কবির খান তার
পরবর্তীসিনেমা‘বাজরাঙ্গি ভাইজান’-
এর কাজ শুরু করলেন। দিল্লীর
শুটিং স্পটে ইতোমধ্যেই সিনেমার শুটিংয়ের
কাজ শুরু
করে দিয়েছে ‘বাজরাঙ্গি ভাইজান’-এর
পুরো টিম। এই সিনেমার প্রধান
দুটি চরিত্রে অভিনয় করছেন সালমান
খান এবং কারিনা কাপুর খান।
সালমান খান আর
কারিনা কাপুরের বিপরীতে কোন
সিনেমাতে অভিনয় করবেন না এমন
ঘোষণা দিয়েছিলেন খোদ সালমানই।
এদিকে এই সিনেমার জন্য সালমানের
বিপরীতে কবিরের প্রথম পছন্দ ছিল
কারিনা।
কিন্তু সালমানের ইচ্ছার বিরুদ্ধে কোন
কাজ করতে নারাজ কবির। আর তাই
বেশ অনেক সময় নিয়েই
সালমানকে বোঝান কবির। অতঃপর
সালমান আর না করতে পারেননি।
No comments:
Post a Comment