Headlines



gazitv2

w41j

gazitv

Wednesday, November 5, 2014

তৃতীয় দিন শেষে জিম্বাবুয়ে ৩৩১/৫

স্পোর্টস ডেস্ক : খুলনা টেস্টের প্রথম
ইনিংসে বাংলাদেশের করা ৪৩৩ রানের
জবাবে পাল্লা দিয়েই ব্যাটিং করেছে জিম্বাবুয়ে।
তৃতীয় দিন শেষে সফরকারীদের সংগ্রহ ৫
উইকেটে ৩৩১ রান। বাংলাদেশের চেয়ে তারা ১০২
রানে পিছিয়ে রয়েছে। হ্যামিল্টন
মাসাকাদজা ক্যারিয়ারসেরা ১৫৪ ও চাকাভা ৭৫
রানে অপরাজিত আছেন। ষষ্ঠ উইকেট জুটিতে এ দুজন
অবিচ্ছিন্ন থেকে তুলেছেন ১৪২ রান।
আগের দিনের ১ উইকেটে বুধবার তৃতীয় দিনের প্রথম
সেশনটি ছিল জিম্বাবুয়ের। ৩০ ওভারে ১ উইকেট
হারিয়ে ৮৭ রান তুলে নেয় সফরকারীরা। তবে লাঞ্চ
বিরতির পর সাকিব দ্রুত ৩ উইকেট (টেলর, আরভিন
ও চিগুম্বুরা) তুলে নিয়ে ধস নামান
জিম্বাবুয়ে ইনিংসে। তবে ৩ বার ক্যাচের হাত
থেকে বেচে যাওয়া মাসাকাদজা এক প্রান্ত
আগলে রেখে বড় সংগ্রহের দিকে নিয়ে যায়
জিম্বাবুয়েকে। তাকে যোগ্য সঙ্গ দেন চাকাভা।
চা বিরতির পর শেষ সেশনে টাইগাররা কোনো উইকেট
নিতে পারেননি। ষষ্ঠ উইকেট জুটিতে মাসাকাদজা-
চাকাভা যোগ করেন ১৪২ রান।
খুলনা টেস্টের তৃতীয় দিনের লাঞ্চ বিরতির পর
বাংলাদেশ বোলাররাও পেয়েছেন সাফল্য। ব্রেন্ডন
টেলর, শন আরভিন ও
চিগুম্বুরাকেফিরিয়েজিম্বাবুয়েকেচাপেরেখেছেবাংলাদেশ।
দ্বিতীয় সেশনের এ তিনটি উইকেটই সাকিব আল
হাসানের দখলে।
দুপুরের সেশনের সাফল্যের গল্পের আগের
সেশনটা হতাশায় পুরিয়েছে বাংলাদেশকে।
মর্নিং সেশনে বাংলাদেশ তুলেছে মাত্র
একটি উইকেট। আসলে প্রথম
সেশনটি সফরকারী জিম্বাবুয়ে নিজেদের করে নেয়।
বোলাররা আরো বেশি উইকেট দখলের মানসে বল
ফেলেছেন ঠিক জায়গাতেই। তবে বাংলাদেশের স্লিপ
ফিল্ডার শামসুর রহমানের ক্যাচ মিসের মহড়ায় ম্যাচ
জিম্বাবুয়ের দিকে ঝুঁকে পড়ছিল। বুধবার তৃতীয় দিনের
শুরুতেই রুবেল হোসেনের বলে স্লিপে ক্যাচ উঠান
মাসাকাদজা। অথচ শামসুর রহমান
ক্যাচটি তালুবন্দী করতে ব্যর্থ হন। এর পর তাইজুল
ইসলামের বলে আবার স্লিপে দাড়ানো শামসুর সহজ
ক্যাচ ছেড়ে দেন। এবারও সেই মাসাকাদজা। শুধু এ
দুটিই নয়। মাসাকাদজার ব্যাক্তিগত রান যখন ৭৫;
তখন আবার সেই স্লিপে দাঁড়ানো শামসুরের
হাতে ক্যাচ দেন ব্যাট হাতে ভয়ঙ্কর
হয়ে ওঠা মাসাকাদজা।
ব্যাট হাতে সাফল্যের পর বল হাতেও বাংলাদেশের
সফল বোলার সাকিব আল হাসান। ৭০ রান দিয়ে ৩
উইকেট নেন এ বোলার। এছাড়া তাইজুল ইসলাম নেন
২ উইকেট।
আগামিকাল বৃহস্পতিবার টেস্টের চতুর্থ দিনে আবার
ইনিংস শুরু মাসাকাদজা-চাকাভা জুটি।
খুলনা টেস্টের তৃতীয় দিন সম্পর্কিত আরো খবর:
মাসাকাদজার ১৫০, সেঞ্চুরির পথে চাকাভা
বিপর্যয় কাটিয়ে শক্ত অবস্থানে জিম্বাবুয়ে, স্কোর:
২৯১/৫
মাসাকাদজাকে শামসুরের ‘গিফট’

No comments: