Headlines



gazitv2

w41j

gazitv

Wednesday, November 5, 2014

পৃথক দুর্ঘটনায় মানিকগঞ্জে নিহত ১, আহত ১৫

মানিকগঞ্জের বরংগাইল-ঘিওর সড়কের সাহেলী সেতু
এলাকায় মঙ্গলবার দুপুরে টেম্পুর
সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিক্সার এক
যাত্রী নিহত হয়েছেন।
প্যান্ট-শার্ট ও হলুদ রঙের জুতা পরিহিত আনুমানিক
৩৪ বছর বয়সী ওই যাত্রীর তাৎক্ষণিক পরিচয়
জানা যায়নি।
এ দুর্ঘটনায় আরো দুই যাত্রী আহত হয়ে মানিকগঞ্জ
সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে শিবালয় থানার
উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন জানান, দুপুর
দেড়টার দিকে টাঙ্গাইলের নাগরপুর
উপজেলাথেকেযাত্রীনিয়েছেড়েআসাবরংগাইলগামীসিএনজিঅটোরিক্সার
সঙ্গে সাহেলী সেতুর ঢালুতে বিপরীতগামী টেম্পুর
মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে টেম্পুটি পালিয়ে যেতে সক্ষম হলেও
ঘটনাস্থলে অটোরিক্সার যাত্রী নিহত হন।
স্থানীয়রা অপর দুই যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার
করে হাসপাতালে ভর্তি করে।
ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল
মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই
সঙ্গে নিহতের পরিচয় জানার চেষ্টা অব্যাহত
রয়েছে বলেও জানান মনোয়ার হোসেন।
এদিকে, ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের
উথলী-পাটুরিয়া ফেরিঘাট সংযোগ সড়কের নবগ্রাম
এলাকায় মঙ্গলবার বেলা ১১টার
দিকে যাত্রীসেবা সার্ভিসের একটি বাস
খাদে উল্টে যায়। এতে বাসের অন্তত ১৩
যাত্রী আহত হন।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল
আহসান জানিয়েছেন, আহতদের মধ্যে ১১ জন
উথলীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দুইজন
মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
মানিকগঞ্জে হরতালে নাশকতা সন্দেহে আটক ৬
জামায়াতে ইসলামীর ডাকা চলমান
হরতালে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত
সন্দেহে মানিকগঞ্জের বিভিন্ন
উপজেলা থেকে বিএনপি ও জামায়াতের ছয়জন
কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার ভোর পর্যন্ত পৃথক
পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল সাটুরিয়া উপজেলার উত্তর
রৌহা গ্রামের আব্দুস সবুরের
ছেলে বিএনপি কর্মী আবুল কালাম (২৪)।শিবালয়
উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি আলামিন হোসেন
(২০) ।দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকার
জাকি মাস্টারের ছেলে জামায়াত কর্মী গোলাম
মোস্তফা ওরফে টোকন (৪০) এবং তেওতা এলাকার
জামায়াতকর্মী আমিন (২২)।
এছাড়া, ঘিওর থেকে একজন এবং হরিরামপুর
উপজেলার বলড়া গ্রাম থেকে চুয়াডাঙ্গার
আলমডাঙ্গা উপজেলার কামালপুর গ্রামের আবুল
হোসেনের ছেলে ইব্রাহিম খলিল উল্লাহকে একই
অভিযোগে আটক করা হয়।
থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং মানিকগঞ্জ
সদর সার্কেল (এএসপি) কামরুল ইসলাম জানান,
জামায়াতে ডাকা চলমান হরতালে নাশকতামূলক
কর্মকাণ্ডে সাহায্য
এবং পরিকল্পনাকারী সন্দেহে তাদের আটক করা হয়।

No comments: