বিনোদন ডেস্ক : অক্ষয় কুমার তার নতুন
সিনেমা ‘শৌখিন’এ একজন মাদকাসক্ত চলচ্চিত্র
তারকার চরিত্রে অভিনয় করছেন। তবে ভিক্তরা এই
সিনেমার মধ্য দিয়ে অক্ষয়ের বাস্তব জীবনের
পুরো বিপরীত দিকটাই দেখতে পাবেন।
কেন এই বিপরীতধর্মী চরিত্রে অভিনয় করলেন? এমন
প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আপনারা যদি খেয়াল
করেন তবে দেখে থাকবেন, আমার কোন কিছুর প্রতিই
আসক্তি নেই। ধুমপান বা মদ্যপান দূরে থাক, চা-
কফির প্রতিও আমার কোন আসক্তি নেই। সবাই
যেহেতু মনে করে আমার এক রকম
একঘেয়ে ভাবমূর্তি তৈরি হয়েছে, আমার পরিচালক
অভিষেক এবং চিত্রনাট্য লেখক তিগমানসু সিদ্ধান্ত
নিয়েছেন চরিত্রে একটু পরিবর্তন আনার।”
তবে এই চরিত্র কোন তারকার জীবন
থেকে নেয়া কিনা? জানতে চাইলে অক্ষয়
সংবাদমাধ্যমকে জানান, তিনি কোন নাম বলবেন না,
তবে তিনি এমন কাউকে চেনেন যে একটা সময়
নারকেল পানি অথবা কমলার জুসের
সঙ্গে ভদকা মিশিয়ে খেত ।
উল্লেখ্য, ‘শৌখিন’ মুক্তি পাবে ৭ই নভেম্বর।
সিনেমাতে অক্ষয়ের সাথে আরও অভিনয় করছেন
লিসা হেইডন, অনুপম খেরসহ্য আরও অনেকে।
সিনেমা ‘শৌখিন’এ একজন মাদকাসক্ত চলচ্চিত্র
তারকার চরিত্রে অভিনয় করছেন। তবে ভিক্তরা এই
সিনেমার মধ্য দিয়ে অক্ষয়ের বাস্তব জীবনের
পুরো বিপরীত দিকটাই দেখতে পাবেন।
কেন এই বিপরীতধর্মী চরিত্রে অভিনয় করলেন? এমন
প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আপনারা যদি খেয়াল
করেন তবে দেখে থাকবেন, আমার কোন কিছুর প্রতিই
আসক্তি নেই। ধুমপান বা মদ্যপান দূরে থাক, চা-
কফির প্রতিও আমার কোন আসক্তি নেই। সবাই
যেহেতু মনে করে আমার এক রকম
একঘেয়ে ভাবমূর্তি তৈরি হয়েছে, আমার পরিচালক
অভিষেক এবং চিত্রনাট্য লেখক তিগমানসু সিদ্ধান্ত
নিয়েছেন চরিত্রে একটু পরিবর্তন আনার।”
তবে এই চরিত্র কোন তারকার জীবন
থেকে নেয়া কিনা? জানতে চাইলে অক্ষয়
সংবাদমাধ্যমকে জানান, তিনি কোন নাম বলবেন না,
তবে তিনি এমন কাউকে চেনেন যে একটা সময়
নারকেল পানি অথবা কমলার জুসের
সঙ্গে ভদকা মিশিয়ে খেত ।
উল্লেখ্য, ‘শৌখিন’ মুক্তি পাবে ৭ই নভেম্বর।
সিনেমাতে অক্ষয়ের সাথে আরও অভিনয় করছেন
লিসা হেইডন, অনুপম খেরসহ্য আরও অনেকে।
No comments:
Post a Comment