Headlines



gazitv2

w41j

gazitv

Wednesday, November 5, 2014

আত্মজীবনীর প্রথম বই মাকে দিলেন শচীন

স্পোর্টস ডেস্ক : ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন
টেন্ডুলকার তার লেখা আত্মজীবনীর প্রথম বই
মায়ের হাতে তুলে দিয়েছেন।
বুধবার বিকালে মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে শচীন
টেন্ডুলকারের আত্মজীবনী ‘প্লেয়িং ইন মাই ওয়ে’ এর
প্রকাশনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে টেন্ডুলকারের
মা রজনী টেন্ডুলকার হাজির থাকতে পারবেন না।
এত বড় একটা দিনে মা-বাবার অনুপস্থিতি নিশ্চয়ই
ভাবিয়ে তুলেছিল শচীনকে।তাই বুধবার বিকালে বই
প্রকাশের আগে নিজের মায়ের হাতেই আত্মজীবনীর
প্রথম কপি তুলে দিয়েছেন ভারতের ব্যাটিং বিস্ময়।
টুইটারে সেই ছবি পোস্ট করে শচীন টুইট
করেছেন,‘আমার বইয়ের প্রথম কপি মাকে দিলাম।
মায়ের গর্বিত মুখ দেখার মুহূর্তটা অনেক দামী।’

No comments: