Headlines



gazitv2

w41j

gazitv

Wednesday, November 5, 2014

বাকৃবিতে জুলাই’১৪ থেকে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সমাবেশ

বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)
যুগোপযোগী পে-স্কেল ঘোষণা ও জুলাই-২০১৪
অর্থবছর থেকে পে-স্কেল বাস্তবায়নের
দাবিতে শিক্ষক সমিতির উদ্যোগে গতকাল (বুধবার)
এক সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার
দিকে শিক্ষক সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের
কেন্দ্রীয় লাইব্রেরী ভবনের সামনে সমাবেশ
কর্মসূচি পালিত হয়। সমাবেশে শিক্ষক সমিতির
সাথে একাত্বতা প্রকাশ করে যোগ দেয়
বিশ্ববিদ্যালয়ের অফিসার পরিষদ, তৃতীয়, চতুর্থ
শ্রেণী ও কারিগরী কর্মচারী সমিতির নেতৃবৃন্দ।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু হাদী নুর
আলী খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন
বাকৃবি উপাচার্য অধ্যাপক ড.মো. রফিকুল হক,
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.মো. লুৎফুল
হাসান এবং অফিসার পরিষদ, ৩য়, ৪র্থ ও
কারিগরী কর্মচারী সমিতির নেতৃবৃন্দ। সমাবেশে প্রায়
দুই শতাধিক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী উপস্থিত
ছিলেন। বক্তারা চলতি অর্থবছরে পে-স্কেল
বাস্তবায়নের দাবি এবং সকল প্রকার ভাতাসহ
সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্ট
আকর্ষণ করেন।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর অর্থমন্ত্রী আবুল
মাল আবদুল মুহিত বলেন সরকারি কর্মকর্তা-
কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল আগামী বছরের
জুলাই থেকে কার্যকর করা হবে।

No comments: