Headlines



gazitv2

w41j

gazitv

Wednesday, November 5, 2014

খুলনা টেস্টে জয় আশা করছেন সাকিব

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ফিল্ডারদের ক্যাচ
মিসের মহড়ায় খুলনা টেস্টের তৃতীয় দিন নিজেদের
করে নিয়েছে সফরকারী জিম্বাবুয়ে। বাংলাদেশের
প্রথম ইনিংসে দেয়া ৪৩৩ রানের
জবাবে জিম্বাবুইয়ানদের সংগ্রহ ৫ উইকেটে ৩৩১
রান। বৃহস্পতিবার
সকালে যদি ঘুরে দাঁড়াতে পারে বাংলাদেশ এবং এক
ঘণ্টায় জিম্বাবুয়ের বাকি পাঁচ উইকেটে শিকার
করে ফেলে, তাহলে খুলনায় টেস্ট জয়ের সম্ভাবনাও
থাকবে বলে মনে করেন বিশ্বসেরা অলরাউন্ডার
সাকিব আল হাসান। বুধবার তৃতীয় দিনের
খেলা শেষে সংবাদ সম্মেলনে ‘এখনও টেস্ট জয়
সম্ভব কিনা- এমন প্রশ্নের জবাবে করা সাকিব
বলেন, ‘ক্রিকেট হচ্ছে পুরোই অনিশ্চয়তার খেলা।
এখানে যেহেতু সবই সম্ভব, সেহেতু
আমরা আশা করতেই পারি।’
সাকিব বিশ্বাস করেন টেস্ট জয় সম্ভব। তিনি বলেন,
‘আমার বিশ্বাস, এখনও সম্ভব।
তবে চেষ্টা করতে হবে কাল (বৃহস্পতিবার)
সকালে যতো তাড়াতাড়ি উইকেটে নেয়া যায়। পারলে,
একঘণ্টার মধ্যে ওদের অল আউট করে দিতে হবে।
তবে এটা খুবই কঠিন। সঙ্গে আমাদের
ব্যাটিং ভালো করতে হবে। যেটা এ উইকেটে খুবই
ডিফিক্যাল্ট। তারপর আবারও ওদের
দশটি উইকেটে নিতে হবে। যা খুবই কঠিন।
সবগুলো কঠিন কাজ যদি বাস্তবায়ন করা যায়,
তাহলে সবকিছুই সম্ভব।’
বাজে ফিল্ডিং বেশ ভোগাচ্ছে বাংলাদেশকে। এ
প্রসঙ্গে সাকিব বলেন, ‘ফিল্ডিংটা খুবই বাজে হয়েছে।
বিশেষ করে টেস্ট ম্যাচে এ ধরণের উইকেটে হাফ-
চান্সগুলো কাজে লাগাতে পারিনি আমরা। দু’একটা মিস
হতেই পারে। তবে আমার মনে হয়, এমন সহজ সুযোগ
আর নাও পাওয়া যেতে পারে। এরপর এ ধরণের
সুযোগগুলো অবশ্যই আমাদের কাজে লাগাতে হবে।’
উল্লেখ্য, সকালে হ্যামিলটন মাসাকাদজার পর পর
দুটি ক্যাচ মিস করেন শামসুর রহমান। দু’বার জীবন
পেয়ে মাসাকাদজার সেঞ্চুরিতে তৃতীয় দিন
শেষে মজুবত অবস্থানে রয়েছে সফরকারী জিম্বাবুয়ে।

No comments: