Headlines



gazitv2

w41j

gazitv

Tuesday, November 4, 2014

মরণোত্তর চক্ষু দান করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ ৩৬ হাজার ২১১ বিশিষ্ট ব্যাক্তি

ঢাকা: মরণোত্তর চক্ষু দানে এগিয়ে এসেছেন
রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ
হাসিনা।
সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতিতে মরণোত্তর
কর্নিয়া দানের জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন
তারা।
শুধু রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী নন, মরণোত্তর
কর্নিয়া দানের জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন
সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী,
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক
স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সাবেক স্বাস্থ্য
প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির,
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর,
অভিনেত্রী সারা জাকের, সুবর্ণা মোস্তাফা,
কণ্ঠশিল্পী মেহরীন ও কৃষ্ণকলিসহ ৩৬ হাজার ২১১
জন।
আর এ কর্নিয়া দানের জন্য সমিতির
অঙ্গীকারনামায় পরিবারের দুজন সদস্যের স্বাক্ষর
থাকতে হয়।
এ প্রসঙ্গে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির
সভাপতি প্রফেসর ডা. আলী আসগর মোড়ল
সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ
হাসিনা নিজের চক্ষু দানের
সঙ্গে সঙ্গে নীলক্ষেতে ‍আমাদের তিন কাঠা জমিও
দিয়েছেন। যেখানে সন্ধানী জাতীয় চক্ষুদান
সমিতি গড়ে উঠেছে। সমিতির উদ্বোধন
করতে এসে রাষ্ট্রপতি আবদুল হামিদও চক্ষুদানের
অঙ্গীকার করেছেন।

No comments: