Headlines



gazitv2

w41j

gazitv

Saturday, November 1, 2014

জামায়াত-শিবিরের বিক্ষোভ, গ্রেপ্তার ৯৩

বগুড়া: জামায়াতের ডাকা হরতালের ২য় দিনের
শুরুতেই বগুড়া শহরের বিভিন্ন স্থানে মিছিল
করেছে জামায়াত-শিবির।
এদিকে হরতালকে কেন্দ্র করে পুলিশের চলমান
বিশেষ অভিযানে জেলার ১২ উপজেলায় ৯৩
জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার সকাল
সাড়ে ৬টা থেকে ৮টা পর্যন্ত এ বিক্ষোভ মিছিল
করে জামায়াত-শিবিরি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শহরের পিটিআই
মোড় খান্দার, চারমাথা, সাবগ্রাম এলাকায়
জামায়াত-শিবির নেতাকর্মীরা হরতালের
সমর্থনে মিছিল বের করে। এ সময়
তারা টায়ারে আগুন জ্বালিয়ে এবং গাছের
গুড়ি ফেলে সড়ক অবরোধ করে।
পুলিশ খবর পেয়ে সেখানে পৌঁছার আগেই জামায়াত-
শিবির নেতাকর্মীরা মিছিল করে চলে যায়।
হরতালের কারণে শহরের বিভিন্ন মার্কেট ও
বিপনী বিতান বন্ধ রয়েছে।
মহাসড়কে কোনো যানবাহন চলাচল করছে না।
তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। শহরের
বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েনের
পাশাপাশি বিজিবি টহল দিচ্ছে।
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত
কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-
সার্কেল) উজ্জ্বল কুমার রায় জানান,
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চলমান
বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলার ১২
থানা পুলিশ ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর
মধ্যে জামায়াত-শিবিরের ৭ জন রয়েছে। তাদের
বিরুদ্ধে নাশকতা ও ভাঙচুর মামলায়
গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়াও
অন্যান্যরা বিভিন্ন মামলার পলাতক আসামি।

No comments: