Headlines



gazitv2

w41j

gazitv

Tuesday, November 4, 2014

আজ থেকে শুরু হাবিপ্রবির ভর্তি পরীক্ষা

আজ থেকে শুরু হচ্ছে উত্তর বজ্ঞের শ্রেষ্ঠ
বিদ্যাপিট হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষা ।
হরতালের কারনে কয়েকবার ভর্তি পরীক্ষার
তারিখ পরিবর্তিত হয়ে আজকে প্রথম
পরীক্ষা অনুষ্ঠিত হবে । আজকে বেলা ১২ টায়
বিজ্ঞান অনুষদের প্রথম ভাগের
পরীক্ষা হবে ‘এ’ (A) ইউনিট ( ১০০০০১-১০৬০০০)
এবং এই দিনের বিকাল ৩ টায় ‘এ’ (A) ইউনিট এর
বাকিদের (১০৬০০১-১১২২৯৯) পরীক্ষা অনুষ্ঠিত
হবে ।
৫ নভেম্বর বুধবার
সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ‘ডি’ইউনিটের
পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা থেকে দুপুর
১:৩০টায় ‘বি’ ইউনিটের রোল নং ২০০০০১
থেকে ২০৬০০০ পর্যন্ত এবং বিকাল
৩টা থেকে বিকাল ৪:৩০টা পর্যন্ত রোল
নং ২০৬০০১ থেকে ২১২১০০ পর্যন্ত
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৭ নভেম্বর শুক্রবার
সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ‘এফ’ ইউনিটের,একই
দিনে বিকাল৩টা থেকে বিকাল ৪:৩০টা পর্যন্ত
‘সি’ ইউনিটের (বিজ্ঞান/মানবিক)পরীক্ষা অনুষ্ঠিত
হবে।
৮ নভেম্বর শনিবার
সকাল৯টা থেকে ১১টা পর্যন্ত ‘সি’ ইউনিটের
(বাণিজ্য)এবং বিকাল ৩টা থেকে বিকাল
৪:৩০টা পর্যন্ত‘ই’
ইউনিটেরভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিস্তারিত আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের
ওয়েবসাইট www.hstu.ac.bd এ পাওয়া যাচ্ছে।

No comments: