Headlines



gazitv2

w41j

gazitv

Thursday, November 6, 2014

ওরশে সংঘর্ষে পুলিশসহ আহত ২৪

চাঁদপুর : রঘুনাথপুর ওয়াবদা এলাকায় মাইজভান্ডারের
ওরশ শরীফের গান বাজানোকে কেন্দ্র করে দু’গ্রুপের
মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ৩ পুলিশসদস্যসহ অন্তত
২৪ জন আহত হয়েছে। এসময় একটি মোটরসাইকেল
পুড়িয়ে দেয় হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পরে সদর থানা থেকে অতিরিক্ত পুলিশ
গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত পুলিশ সদস্যরা হলেন-চাঁদপুর পুরাণবাজার পুলিশ
ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মাহাবুব মোল্লা,
সদর মডেল থানার এসআই খালেকুজ্জামান ও
কনস্টেবল খোরশেদ আলম। এছাড়াও উভয় পক্ষের
কমপক্ষে ২৪ জন আহত হয়।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। অনেকে চাঁদপুর
শহরের বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেয়।
স্থানীয়র সূত্রে জানা যায়, রঘুনাথপুর এলাকায়
মাইজভান্ডারের ভক্ত মুসলিম ফকিরের
তত্ত্বাবধানে ওরশ শরীফ চলছিল। এসময় ঐ এলাকায়
উচ্চস্বরে গানবাজনা বন্ধ করতে স্থানীয় কয়েকজন
যুবক অনুরোধ জানায়। গান বাজনা না থামানোয় এক
পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-
পাল্টাধাওয়া শুরু হয়।
খবর পেয়ে পুরাণবাজার ফাঁড়ির পুলিশ
ঘটনাস্থলে গেলে তারা পুলিশের ওপর ইটপাটকেল
ছোঁড়ে। এসময় ফাঁড়ি ইনচার্জ এসআই মাহাবুব
মোল্লা ও কনস্টেবল খোরশেদ আলম আহত হয়।
এক পর্যায়ে তারা একটি মোটরসাইকেলও
পুড়িয়ে দেয়।
চাঁদপুর মডেল খানার উপপরিদর্শক (এসআই)
খালেকুজ্জামানসহ
অন্যান্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে তারাও
হামলার শিকার হন। পরে থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম অতিরিক্ত
ফোর্সসহ
ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে ওরশ শরীফের তত্ত্বাবধায়ক মুসলিম
ফকির জানান, দীর্ঘদিন ধরে আমরা ওরশ পালন
করে আসছি। ওরশ চলাকালে কিছু যুবক
চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় তারা এ হামলা চালায়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম ঘটনার
সত্যতা নিশ্চিত করে বলেন,
‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ
পেলে পরবর্তী ব্যবস্থাগ্রহণ করা হবে।’

No comments: