Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, November 2, 2014

১২ ঘণ্টা কমলো সোমবার হরতাল

ঢাকা: পবিত্র আশুরা উপলক্ষে সোমবারের
হরতাল ১২ ঘণ্টা কমিয়েছে জামায়াতে ইসলাম।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ১২
ঘণ্টা হরতাল কমানোর কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘পবিত্র
আশুরা উপলক্ষে রোববার সকাল থেকে মঙ্গলবার
সকাল ৬টা পর্যন্ত যে হরতাল ডাকা হয়েছিল
তা কমিয়ে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত
করা হয়েছে।’
প্রসঙ্গত, বুধবার আন্তর্জাতিক অপরাধ
ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর আমির মতিউর
রহমান নিজামীকে ফাঁসির দণ্ডাদেশ দেন।
রায়ের প্রতিবাদে বৃহস্পতি, রবি ও সোমবার দুই
দফায় ৭২ ঘণ্টা হরতালের ডাক দেয় জামায়াত।

No comments: