Headlines



gazitv2

w41j

gazitv

Monday, November 3, 2014

২০১৫ সালে ২৩ দিন ছুটি

আসছে নতুন বছরে মোট ২৩ দিন
সরকারি ছুটি ভোগ করবে বাংলাদেশ।
img
প্রধানমন্ত্রী শেখ হাসিনার
সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার
বৈঠকে ২০১৫ সালের সরকারি ছুটির এই
তালিকা অনুমোদন করা হয়।
এই ২৩ দিনের ছুটির মধ্যে ১২ দিনই
থাকছে শুক্র ও শনিবার।
মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব
মোশাররাফ হোসাইন
ভূঁইঞা সাংবাদিকদের বলেন, “সাধারণ
ছুটি থাকবে ১৫ দিন। এর মধ্যে ৯ দিন
সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। নিট
ছুটি হচ্ছে ৬ দিন।”
এর
বাইরে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে ৮
দিন, যাতে শুক্র বা শনিবার পড়বে ৩ দিন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন,
বাংলা পঞ্জিকা, ধর্ম মন্ত্রণালয়,
আবহাওয়া অধিদপ্তর এবং চলতি বছরের
ছুটির তালিকা হিসাব করেই নতুন বছরের
জন্য ছুটির এ তালিকা করা হয়।
চলতি ২০১৪ সালের
তালিকা অনুযায়ী সরকারি ছুটি রয়েছে মোট
২২ দিন। নিয়ম
অনুযায়ী সরকারি কর্মকর্তা-
কর্মচারীরা তিন দিন ঐচ্ছিক
ছুটি কাটাতে পারেন।

No comments: