Headlines



gazitv2

w41j

gazitv

Monday, November 10, 2014

কুড়িগ্রামে ছাত্রলীগের সংবাদ সম্মেলন: বুধবার ছাত্রলীগের হরতাল

কেন্দ্র ঘোষিত কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের নতুন
কমিটি প্রত্যাখ্যান করে বুধবার অর্ধদিবস হরতালের
ঘোষণা দিয়েছে বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা।
কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের কেন্দ্র ঘোষিত নতুন
কমিটি প্রত্যাখান করে সংবাদ সম্মেলন
করেছে ছাত্রলীগ একাংশের নেতাকর্মীরা।
সোমবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ
সম্মেলনে অভিযোগ করা হয়, কাউন্সিলরদের মতামত
উপেক্ষা করে কেন্দ্র
থেকে কমিটি ঘোষনা করা হয়েছে।
নতুন ঘোষিত কমিটির সভাপতি, সাধারন সম্পাদক ও
সাংগাঠনিক সম্পাদক ছাত্রলীগের কোন পরীক্ষীত
নেতা নয়। এমনকি সাধারন সম্পাদক শফিকুল ইসলাম
সাকিব ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ছিল। সংবাদ
সম্মেলনে ঘোষিত কমিটি বাতিল করে কাউন্সিলরদের
ভোটের মাধ্যমে কমিটি গঠনের দাবী জানানো হয়।
কমিটি বাতিলের দাবীতে ৫ দিনের
কর্মসূচী ঘোষনা করা হয়। কর্মসূচী গুলো হলো-
মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ, বুধবার অর্ধদিবস
হরতাল, বৃহস্পতিবার কুশপুত্তলিকা দাহ, শনিবার
শহীদ মিনারে অনশন ও রোববার মানব বন্ধন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন
জেলা ছাত্র লীগের স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক
রায়হান কবীর। এসময় অন্যান্যের মধ্যে পৌর
ছাত্রলীগের সাধারন সম্পাদক রাজু আহমেদ,
জেলা ছাত্রলীগের সহসম্পাদক আবু জামিল সিদ্দিকসহ
ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত
ছিল।
রাজারহাটে দপ্তরী কাম প্রহরী নিয়োগে দুর্নীতির
অভিযোগে মামলা
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বালাকান্দি মুক্তার
পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম নৈশ্য
প্রহরী নিয়োগে কয়েক লাখ টাকার ঘুষ নেয়ার
অভিযোগে মামলা করা হয়েছে। গত রবিবার নিয়োগ
কমিটি ও নিয়োগ স্থগিত চেয়ে কুড়িগ্রাম
আদালতে মামলা করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির
সদস্যরা।
মামলায় স্কুলের প্রধান শিক্ষক,
উপজেলা শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসারসহ
৯ জনের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের
দায়ে মামলা করা হয়েছে। মামলার বর্ননায় দেখা যায়,
৮ জন প্রার্থী নিয়োগের জন্য আবেদন করেন।
বিদ্যালয়ের কমিটির সদস্য শহিদুর রহমানকে নিয়োগ
কমিটির সভাপতি নির্বাচিত করা হয়।
কিন্তু উপজেলা শিক্ষা অফিসার আকতারী পারভীন
রহস্য জনকভাবে নিয়োগ কমিটির সভাপতি শহিদুর
রহমানকে বাদ দিয়ে ঐ স্কুলের সদস্য
শ্রীমতি আন্না রানীকে নিয়োগ কমিটির
সভাপতি নির্বাচনের নির্দ্দেশ দেন।
প্রধান শিক্ষক ওই চিঠির
মর্মানুযায়ী শ্রীমতি আন্না রানীকে নিয়োগ কমিটির
সভাপতি তৈরী করেন। এনিয়ে এলাকায় নিয়োগ কমিটির
সদস্য ও এলাকাবাসীর মধ্যে টানটান
উর্ত্তেজনা বিরাজ করছে।
শহিদুর রহমান জানান, জেলা শিক্ষা অফিসার
আন্না রানীকে অবৈধভাবে নিয়োগ কমিটির
সভাপতি করেছে । প্রধান শিক্ষক খালেদা আফরিন
বলেন, “উপজেলা শিক্ষা অফিসার ও
জেলা শিক্ষা অফিসার নিয়োগ কমিটি করে দিয়েছে।
আমার করার কিছু নেই”।
উপজেলা শিক্ষা অফিসার আকতারী পারভীন জানান,
জেলা শিক্ষা অফিসার আমাদের
ডেকে কমিটি করে দিয়েছে। এর
বেশি বলতে পারবো না।
জেলা শিক্ষা অফিসার আব্দুল কাদের জানান,
বালাকান্দি মুক্তার পাড়া সরকারী প্রাথমিক
বিদ্যালয়ের নিয়োগ কমিটি নিয়মানুযায়ী করা হয়েছে।
কমিটি অনুমোদন দেয়ার সময়
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার উপস্থিত ছিলেন।

No comments: